চীন: ৫০ বছরের মধ্যে সব থেকে খারাপ খরা

৫০ বছরের মধ্যে সব থেকে খারাপ খরা উত্তর চীনের ১২টিরও বেশী প্রদেশ আর ৯.৩ হেক্টরের বেশী জায়গার উপর প্রভাব ফেলেছে ফলে তা দেশের ৪৩% গমের ফলনে বাধা হয়ে দাড়িয়েছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর খরা সাহায্য অফিসের হেডকোয়ার্টার সাবধান করেছে যে ৩৭ লক্ষ লোক আর ১৮.৫ লক্ষ গবাদি পশু খাবার পানি পাচ্ছে না। ৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবো হেনানের একটা গ্রামে যান আর স্থানীয় অফিসারদেরকে বলেন সাহায্য কাজে ‘সর্বোচ্চ প্রাধিকার’ দেয়ার জন্য। ওয়েনের ভ্রমণের পরেই, এলাকায় বৃষ্টি শুরু হয়…এটা কি অলৌকিক ব্যাপার? এটা আসলে রাসায়নিক মেঘের বৃষ্টি

নীচের ইউটিউব ভিডিও শানডোং প্রদেশের খরা অবস্থা দেখাচ্ছে:

অথনৈতিক মন্দার কারনে, অনেক প্রবাসী কর্মীরা গ্রামে ফিরে এসেছে, খরা তাদের জীবন আরো খারাপ করবে। আর এই দুযোর্গ মোকাবেলার জন্য অভ্যন্তরীণ বাজারকে উন্নত করার কেন্দ্রীয় সরকারের পলিসিকেও ক্ষতিগ্রস্ত করবে। গ্রামীণ একজন ব্লগার বাদাঞ্জিলিন খরার খারাপ দিক নিয়ে খুবই চিন্তিত:

虽然各地都在想方设法抗旱,然效果不甚理想,如果老天不给降水的话,夏收就会严重减产,加上金融危机,可想未来农民的日子咋过?这些年,基本上是风调雨顺,农民在粮食自给自足的前提下,外出打工,挣点钱来改善生活,一旦再不下雨,农民的生活将是雪上加霜。我是一个农民的儿子,而且自己也曾经务农两年,深知农民的疾苦,在所有行业里,农民是最苦的。三农(农业、农村、农民)是中国面临的最大问题,正因为这样,国家在每年初都出台一个以农民为中心的一号文件,惠及农民百姓。即便这样,对农民来说,还是有相当人口在贫困线下生活。

যদিও স্থানীয় সরকার খরার বিরুদ্ধে দাড়াবার খুব চেষ্টা করেছে, কিন্তু আবাহাওয়া যদি এমনি থাকে, তাহলে এটা গ্রীষ্মের ফসলে প্রভাব ফেলবে। অর্থনৈতিক মন্দার কারনে, আমরা বুঝতে পারি কৃষকদের জীবন কি কঠিন হবে। গত কয়েক বছরে, আবাহাওয়া ভালো ছিল, আর কৃষকরা খাদ্যে স্বয়ংসম্পূর্ন ছিল। অধিক শ্রম অর্থ রোজগার করতে পারে ভালো জীবনের জন্য। এখন বৃষ্টি বন্ধ হওয়ায় তাদের জীবন অনেক কঠিন হবে। আমি একজন কৃষকের ছেলে আর দুই বছরের চাষের অভিজ্ঞতা আমার আছে। আমি জানি একজন কৃষকের জীবন কতো কঠিন। সব পেশার মধ্যে কৃষকেরটা সব থেকে কঠিন। গ্রাম্য তিনটা অসুবিধা (কৃষি, গ্রাম আর কৃষক) চীনেও বড় অসুবিধা। তাই প্রতি বছর, জাতি একটা পদক্ষেপ নেয় কৃষকদের বেশী সুবিধা দেয়ার জন্য। তারপরেও বেশ কিছু গ্রাম্য মানুষ দারিদ্রসীমার নীচে আছে।

সেচ ব্যবস্থা আর গ্রাম্য সমবায় নিয়ে কিছু পরামর্শ

তিয়ান্যা ফোরামের পিঙ্কলেডি, অনেকের মধ্যে, তুলে ধরেছেন যে দেশটা সময়মতো ভালো একটা সেচ ব্যবস্থার জন্য খুব কম ব্যায় করেছে। এই ব্লগার বিশ্বাস করেন যে চুড়ান্ত সমাধান হলো ড্রিপ সেচ ব্যবস্থা:

为什么,改革开放三十年了,我国华北地区的滴灌系统还没有建立起来?滴灌系统这玩艺儿也不复杂,不就是水泵加PVC管子吗?政府贴一点,农民掏一点,自个儿埋上不就得了。我们现在生产水泵加PVC管子不是小菜一碟吗?

৩০ বছরের অথনৈতিক সংস্কারের পরে, আমরা এখনো আমাদের ড্রিপ সেচ ব্যবস্থার উন্নয়ন করিনি? এটা একেবারেই জটিল কিছু না, আমাদের কেবলমাত্র পাম্প আর পিভিসি পাইপ লাগবে। সরকারের দরকার অথনৈতিক সমর্থন আর সিস্টেমটা তৈরির জন্য সাহায্য। পাম্প আর পাইপ তৈরি করা খুবই সহজ।

我来告诉你们,为什么我们在华北、西北地区大规模推广滴灌系统都失败了。关键的问题是,滴灌系统,他再小也得是个系统,一家一户,一亩三分地的搞没法搞。问题就在于包产到户,回到小农经济了就没法搞。和修库、修渠是一样道理,你不去组织农民,就没人去搞,单个人搞,水管都被人扒了去卖钱。还有,就是中国农村的宅基地和坟地把早把农田搞得的一团糟。你去看看以色列的集体农庄,乌有上有介绍,必须是大农庄,集体农庄才能搞这玩意儿。所以这个问题不是经济问题(不差钱),也不是技术问题(早解决了),是中国农村的体制问题。

আমি আপনাদেরকে বলি, আমরা কেন এই ব্যবস্থা উত্তরে প্রদেশে জনপ্রিয় করতে পারিনি। মূল সমস্যা হলো যে ড্রিপ সেচ একটা ব্যবস্থা, এটা এক খন্ড জমিতে একটা পরিবারের জন্য করা যাবে না। যার মানে আমাদের বর্তমান গৃহস্থালী উৎপাদন আর ক্ষুদ্র কৃষি অর্থনীতির নীতিতে এটা করা যাবেনা। একই ভাবে নালা আর চৌবাচ্চা তৈরিতে আমাদেরকে কৃষকদের একত্র করতে হবে নাহলে কেউ এই ব্যবস্থা নির্মান করবে না। তাছাড়া ছড়ানো বাড়ীঘর আর যেখানে সেখানে কবরের জায়গা দেশকে অগোছালো করেছে। ইজরায়েলের সমবায় ক্ষেতে, ড্রিপ সেচ ব্যবস্থা কেবলমাত্র বড় সমবায় ক্ষেতে নির্মান করা যায়। তাই এটা কোন অথনৈতিক সমস্যা না, বরং গ্রাম্য ব্যবস্থার সমস্যা।

প্রাকৃতিক বিপদ উন্নয়নের বিপদের থেকেও বেশি:

তবে উইন্ড অন ওয়াটার জানিয়েছে যে টাকা আর উন্নয়ন পানির এই ঘাটতির সমস্যার সমাধান করতে পারবে না। পানি সব থেকে ভালো মাটির নীচে জমা থাকে।

在一路高歌的“小农经济”和“市场体制”行进中,有谁想到水资源的危机已经严重威胁我们的生存环境呢?官员们会讲,我们有钱,我们给农民“水源补贴”!以为“钱是万能”的?没准还加快水资源枯竭进程呢?!金钱主义正在毁灭人类的生存环境……

আমরা ‘ক্ষুদ্র চাষী অর্থনীতি’ আর ‘বাজার অর্থনীতি'র গান করছি, এটা না বুঝেই যে পানি সংকট আমাদের অস্তিত্বকে এরই মধ্যে হুমকির সম্মুখীন করেছে। সরকারী কর্মকতারা বলতেই থাকেন যে আমাদের টাকা আছে, আমরা চাষীদের পানির ভর্তুকি হিসাবে টাকা দিতে পারি। তারা বলে যে টাকা এই সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু টাকা পরিস্থিতি আরো খারাপ করতে পারে, আর আমাদের প্রাকৃতিক পানির জমা দ্রুত শেষ হতে সাহায্য করতে পারে। টাকার ব্যাবহার মানুষের অস্তিত্বকে ধ্বংস করছে।

আর একটা সংকেত?

গত বছর বসন্ত উৎসবের সময়ে, চীনের দক্ষিণাঞ্চল ভয়ঙ্কর তুষার ঝড়ের সম্মুখীন হয়, তারপরেই ভূমিকম্প; আর এই বছর খরা। মানুষ চিন্তিত যে আরো দুর্যোগ আসছে। ইন্টারনেটে একটা পোস্ট এসেছে যেখানে বলা হচ্ছে যে খরা আরো বেশী মাত্রার ভুমিকম্পের লক্ষণলিটেলপিজে তার ব্লগে এই পোস্ট কপি করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .