- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানী ওয়েবসাইট ‘ব্যালাটারিন’ হ্যাকারের আক্রমণের পর আবার চালু হয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা

ব্যালাটারিন [1], যার মানে ফার্সি ভাষায় ‘সর্বোচ্চ’ খুবই জনপ্রিয় একটি ইরানী কমিউনিটি ওয়েবসাইট যেটাকে হ্যাক করা হয়েছিল [2] এ বছর ফেব্রুয়ারির ৩ তারিখে। রেজিস্টার করা ব্যবহারকারীরা এই সাইটে খবর আর লিঙ্ক পোস্ট করে, আর কমিউনিটি নির্বাচন করে কোন লেখাগুলো বিষয়বস্তু তালিকার উপরের দিকে দেখাবে। ইরানে ওয়েবসাইটটি ২০০৭ সাল থেকে ইন্টারনেটে ফিল্টার করা হচ্ছে।

বেশ কয়েকজন ফার্সী ভাষার ব্লগার একটা প্রচারণা শুরু করেছিলেন ওয়েবসাইটটা ফিরিয়ে আনার জন্য। গত সপ্তাহের শেষের দিকে ব্যালাটারিনের আবার জন্ম হয় [1] একটা অস্থায়ী ওয়েবসাইট নিয়ে, আর একটা বার্তাসহ যে হ্যাকাররা ডোমেন সরিয়ে নিয়ে তাদেরকে নতুন ডিএনএস সার্ভারের সাথে এসাইন করেছে যার ফলে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিলনা।

ব্যালাটারিনের উপর আরো তথ্যের জন্য আপনি গ্লোবাল ভয়েসেসে আগে প্রকাশিত এর প্রতিষ্ঠাতা মেহদি ইয়াইয়ানেজাদের সাথে একটি সাক্ষাৎকার পড়তে পারেন [3]

ইরানী ব্লগার আর ডিজাইনার লেগোফিশ বলেছেন [4] (ফার্সী ভাষায়):

به یکی از بهترین و به درد بخور ترین وبسایت های ایرانی تبدیل شده بود. امیدوارم که صاحبان سایت نا امید نشوند و بالاترین دوباره راه بیافته. مسلما اونها از حمایت همه کاربران بالاترین برخوردار هستند

ব্যালাটারিন ইরানী ওয়েবসাইটের মধ্যে সব থেকে ভালো আর কার্যকর ওয়েবসাইটে পরিণত হয়েছে। আমি আশা করি যারা ব্যালাটারিনের পেছনের লোকেরা হতাশ হয়ে যাননি। ব্যালাটারিনের সব ব্যবহারকারী তাদেরকে সমর্থন করে।

জেড৮উনাক [5] লিখেছেন:

خبرهای مهم مملکت و جهان هم همیشه جزء لینکای بالا و داغش هست و می‌تونی با یه نگاه در صفحه‌ی اول بفهمی ایران و جهان چه خبراست… شور و هیجانی که این سایت در خواننده‌هاش ایجاد می‌کنه من در هیچ سایت دیگری ندیده‌ام .

ব্যালাটারিনে ইরান আর পৃথিবীর গুরুত্বপূর্ণ খবর সবসময়ে গুরুত্বের সাথে আলোচিত হয়ে থাকে। এখন কি ঘটছে জানার জন্য এর প্রথম পাতায় একবার দেখা দরকার শুধু। ব্যালাটারিন যেভাবে পাঠকদের উৎসাহ জাগাতে পারে অন্য কোন সাইটের মধ্যে আমি এটা দেখিনি।

খুবই জনপ্রিয় ইরান কেন্দ্রিক একজন ব্লগার ১পিজেক [6] ব্যালাটারিনকে ‘মানুষের সংবাদ সংস্থা’ বলেছেন আর ব্যালাটারিনের পাঠকদের উৎসাহ দেন এটাকে সমর্থনের জন্য।

আপডেটব্লগ [7] ব্যালাটারিনকে সব থেকে ভালো সামাজিক মিডিয়া ওয়েবসাইট বিবেচনা করেন। ব্লগার আশা করেন যে শীঘ্রি পরিস্থিতি স্বাভাবিক হবে।

বেহরাং বলেছেন [8]:

همان اوایل که بالاترین راه افتاده بود، نوشتم که به گمان من، بالاترین فقط یک سایت وب ۲.۰ فارسی نیست؛ که نماد دموکراسی ایرانی است

ব্যালাটারিন যখন শুরু হয় আমি লিখেছিলাম যে আমার মতে এটা শুধুমাত্র একটা ওয়েব ২.০ ওয়েবসাইট না, বরং ইরানী গণতন্ত্রের প্রতীক।