- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কঙ্গো ডে. রিপাবলিক: ভিরাঙ্গার গরিলা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কঙ্গো ডে. রিপাবলিক, পরিবেশ

gorillas২৭শে জানুয়ারী ২০০৯, ডি.আর. কঙ্গোর ভিরাঙ্গা জাতীয় পার্ক কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছেন যে বিগত ১৮ মাসে (আগষ্ট ২০০৭ হতে জানুয়ারী ২০০৯) পার্কের মানুষের কাছাকাছি বসবাসকৃত পাহাড়ী গরিলার সংখ্যা ১২.৫% বেড়ে গেছে, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ভিরাঙ্গার অভ্যন্তরের মিকেনো গরিলা সেক্টর যার চারপাশ জুড়ে ভয়ংকর মারামারি চলেছে। কঙ্গো ডে. রিপাবলিকের মধ্যে মিকেনো সেক্টরটিই একমাত্র স্থান যেখানে পাহাড়ী গরিলা [1] পাওয়া যায়।

ওয়াইল্ড লাইফ ডিরেক্ট এর গরিলা প্রটেকশন ব্লগের পলা কাহুম্বু এই খবরে উল্লসিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিটি ব্লগ পোষ্টের মাধ্যমে প্রচার করেছে [2]। বিজ্ঞপ্তি তে বলা হয়েছে বর্তমানে ৮১ টি গরিলা আছে অভ্যেস হওয়া দলে যার মধ্যে ১০টি নতুন বাচ্চা যুক্ত হয়ে ২০০৭ এর শুমারীতে উল্লেখিত ৭২ সংখ্যাটিকে বৃদ্ধি করেছে:

আগষ্ট ২০০৭ হতে এই জানুয়ারী ২০০৯ পর্যন্ত মোট ১৬ মাস, ১০টি শিশু গরিলা জন্ম নিয়েছে ৪টি হ্যাবিচুয়েটেড পরিবারে যেগুলো নাম- কাবিরিজি, মাপুওয়া, লুলেনগো এবং মাপুওয়া পরিবার; এবং দুটো মাদী পূর্ণ বয়সী গরিলা পূর্বেই অজানা ছিল (যারা নন হ্যাবিচুয়টেডে দলের) তারা ওএই সব হ্যাবিচুয়েটেড পরিবারের সাথে যোগ দিয়েছে। ইতিপূর্বে আগষ্ট ২০০৭ এর শুমারীতে আরও তিনটি গরিলা পাওয়া গিয়েছিল যাদের এখন পাওয়া না যাওয়ায় হারানোর তালিকায় ফেলানো হয়েছে।

৫০টিরও বেশী পার্ক রেঞ্জার ১২৮টি বিচ্ছিন্ন দলের সাহায্যে শুমারীতে অংশ নেয় এবং হ্যাবিচুয়েটেড গরিলা গণনার বাইরে তারা আলাদা করে ১২০টি নন হ্যাবিচুয়েটেড গরিলারও তালিকা করে যা নির্দেশ করে যে ২৫০ বর্গকিলোমিটার মিকেনো সেক্টরে এখন গরিলার সংখ্যা দাঁড়িয়েছে ২১১ তে।

বিশ্ব পরিসংখ্যানে বন্য গরিলার সংখ্যা নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে ৭২০ এর মত এবং এই সেক্টরে প্রায় ৯টি নতুন গরিলার বৃদ্ধি একসাথে নিঃসন্দেহে একটি বিশাল খবর যেখানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে উগান্ডাতে পাহাড়ী গরিলা প্রায় ১০% হারে কমে
যেতে পারে

আপনি পুরো প্রেস বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন গরিলা প্রটেকশন ব্লগের খবরে [2]