চীন: মালভূমি হুমকির মুখে

চীনের পরিবেশ ও আবহাওয়ার বিষয়গুলোর দিকে গুরুত্ব প্রদানের জন্য “চায়না গ্রীন” নামে একটা ইন্টারএ্যাটিভ সাইট সম্প্রতি যাত্রা শুরু করেছে। তাদের প্রথম প্রকল্প তিব্বতের মালভূমি নিয়ে যেখানে তুলে ধরা হয়েছে মালভূমিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কিভাবে মানবজাতির এক-তৃতীয়াংশকে ভয়ংকর মৃত্যুঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটা এ জন্য যে এশিয়ার বেশীরভাগ বড় বড় নদীগুলো উৎস এই মালভূমি থেকে।

নিচে এই প্রকল্পের একটা ট্রেইলার দেয়া হলো, দেখতে হলে ক্লিক করুন।

সাইটটিতে রয়েছে আরো অনেক ভিডিও, সাক্ষাৎকার এবং ইন্টারএ্যাকটিভ স্লাইডশো যা তুলে ধরেছে মাউন্ট এভারেষ্টের হিমাবাহের পরিবর্তন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .