২০০৯ সালের ব্লগিস প্রতিযোগীতার জন্য যে সমস্ত আফ্রিকার ব্লগ মনোনয়ন পেয়েছে

নবম বাৎসরিক ওয়েবব্লগ পুরস্কার: ২০০৯ ব্লগিস প্রতিযোগীতার জন্য মনোনয়ন চাওয়া হয়েছে জানুয়ারীর ১ তারিখ থেকে জানুয়ারীর ১৯ তারিখ পর্যন্ত। উদ্যোক্তাদের ওয়েবসাইট অনুযায়ী ব্লগিস হচ্ছে সবচেয়ে লম্বা সময় ধরে চলা ব্লগের জন্য পুরস্কার। ব্লগ পাঠকের মতামতের ভিত্তিতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং চুড়ান্ত বিজয়ীকে নির্বাচন করা হয়। বিজয়ীয় জন্য পুরস্কার ২০০৯ আমেরিকান সেন্ট!

প্রতিযোগীতার সেরা আফ্রিকার ওয়েবব্লগ বিভাগে পাঁচটি ব্লগ মনোনয়ন পায়:

বিইং ব্রেইজেন: এটি দক্ষিন আফ্রিকার একটি ব্লগ। এই ব্লগারের জীবন বৃত্তান্ততে লেখা রয়েছে:

আমি রহস্যময়ী, দিবাস্বপ্ন দেখা এক ২০ বছরে পা দেওয়া মানুষ, যে কিনা ভালোবাসা, ঈশ্বর, এবং শব্দের ক্ষমতায় বিশ্বাস করে। খোলা মনের একজন, যার বিশ্বাস হাসি হচ্ছে সবচেয়ে সেরা ওষুধ। আমি উড়তে পছন্দ করি না। আমরা ভীড় ভালো লাগে না। লাইনে দাড়িয়ে থাকা আমার অপছন্দ। আর বেশীর ভাগ পোকাকে আমি পিষে ফেলি। আমি ছুরিতে আঁছড়ে পরি। মানসিক সুস্থতার জন্য আমি লিখি।

অ্যাপফ্রিকা: আফ্রিকার সাম্প্রতিকতম প্রকাশিত খবর নিয়ে এক ওয়েব পোর্টাল। এটি আফ্রিকার নব আবিস্কার, শিক্ষা এবং প্রযুক্তিগত উদ্যোগ সংক্রান্ত খবর দিয়ে থাকে।

গ্লাড টু বি এ গার্ল: এটি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ভিত্তিক একটি ব্লগ।

লেখিকার জীবন বৃত্তান্ত:

আমার মানসিকতা ছেকে এবং আমার প্রতিভার আবিস্কার শেষে আমার মধ্যে বিনম্রতা ঢেলে দেওয়া হয়েছে। ব্যাঙ্গোক্তিই হচ্ছে আমার পছন্দের হাতিয়ার। খ্রিষ্টান, মুসলিম এবং ইহুদিরাই কেবল আমার চেয়ে একটি বেশী ঈশ্বরে বিশ্বাস করে।

ওয়েস্ট আফ্রিকা উইনস অলওয়েজ: এই ব্লগের লেখিকা হচ্ছে সাংবাদিক পওলিন, যিনি ২০০৩ সাল থেকে আইভরি কোস্টে বাস করছেন।

সব শেষে রয়েছে স্কারলেট লায়ন ব্লগ। এর লেখিকা লাইবেরিয়ায় বাস করা এক সাংবাদিক। তার নিজের ভাষায়:

ফটোগ্রাফার, লেখক, সাংবাদিক। জীবনকে এমন ভাবে দেখি যে জীবন যেন এক রেকর্ড বা তথ্য এবং তা ইতিহাস তৈরী করে। আগে উগান্ডায় ছিলাম এবং এখন লাইবেরিয়া। এই ব্লগ কৌতুহল, হতাশা, এবং কিছু মতামত সৃষ্টি করেছে, আর কিছু ছবি।

ভোট প্রদান শেষ হবে ফেব্রুয়ারীর ২ তারিখে এবং বিজয়ীদের নামের তালিকা মার্চ মাসে আমেরিকার দক্ষিনে টেক্সাসের অস্টিনে সাউথওয়েস্ট ইন্টারএ্যাকটিভ ফেস্টিভাল-এ ঘোষণা করা হবে ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .