মাদাগাস্কার: মৌসুমি ঝড় এরিক আর সাইক্লোন ফানেলে থেকে ব্যাপক ক্ষতি

গত কয়েক দিনে মাদাগাস্কার মৌসুমি ঝড় এরিক আর সাইক্লোন ফানেলের ধ্বংসযজ্ঞের মধ্যে চাপা পড়ে ছিল। গত বছরে সাইক্লোন মৌসুম যেহেতু বিশেষভাবে ভয়ঙ্কর ছিল তা বিবেচনায় এনে, মাদাগাস্কারের ব্লগাররা এইধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পরিণতি নিয়ে চিন্তিত। বাড়তি রাজনৈতিক সংকট সত্ত্বেও এদের অনেকেই দ্রুত সাড়া দিয়েছেন আর তাদের চিন্তা জানিয়েছেন যা মনে হয়েছে আরো বেশ কিছু ধ্বংসাত্মক বিপদ সম্পর্কে।

১৯শে জানুয়ারী সোমবার মৌসুমি ঝড় এরিক ১০০ কিমি/ঘন্টা গতিবেগে আঘাত হেনেছে ফেনেরিভা এস্ট অঞ্চলে (মাদাগাস্কারের পূর্ব তীর)। বুধবার ভোরে সাইক্লোন ফানেলে আঘাত করে মোরন্ডাভা আর তার চারপাশে যেখানে বায়ুবেগ ঘন্টায় ২৪০ কিমি ছিল।

ব্লগার তোমাভানা মাদাগাস্কারের সাধারণ জনগণের মনোভাব বর্ণনা করেছেন:

মৌসুমি ঝড় এরিক আনালাঞ্জিরোফোর তীর আর আতসিনানানা অঞ্চলে হানা করে মাদাগাস্কারের পূর্ব তীরে। আমরা বলতে পারি যে আরো একবার, ভয়ঙ্কর বাতাস মাদাগাস্কারের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হচ্ছে।

লোমেল্লে ব্যাখ্যা করেছেন যে সাইক্লোন ইভান দ্বারা ফেনেরিভে এস্ট অঞ্চল এরই মধ্যে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বছর। তিনি আরো যোগ করেছেন যে আপাতদৃষ্টে কর্তৃপক্ষ এবার রাজধানীর চারপাশে আরো বেশী প্রস্তুত:

Madagascar ne peut éviter les passages de ces tempêtes tous les ans mais l’essentielle est de se tenir prêts aux éventualités [..] L’exercice de simulation d’Anosimahavelona était spécifique par rapport aux autres quartiers parce que le fleuve d’Ikopa est l’enjeu. Le travail consistait l’évacuation au moment du danger, à la traversée des sinistrés pour sortir de l’inondation à l’aide de pirogues, puis au transport par des camions pour rejoindre les sites d’hébergement. [..] Après cet exercice, il se peut que le taux des sinistrés puisse baisser car la prévention est bien préparée et assurée.

প্রতি বছর এইসব ঝড়ের আগমনকে মাদাগাস্কার থামাতে পারবে না কিন্তু গুরুত্বপূর্ন হলো প্রস্তুত থাকা… আনোসিমাহাভেলোনা অঞ্চলে সংকটের মহড়া একটু বেশী নির্দিষ্ট ছিল অন্যদের তুলনায় এর ইকোপা নদীর কাছের অবস্থানের জন্য। মহড়ার মধ্যে ছিল বিপদজনক এলাকা খালি করা, বন্যাদূগত এলাকা থেকে ক্ষতিগ্রস্তদের ক্যানোয় করে নিয়ে যাওয়া, তারপরে উদ্ধার স্থানে ট্রাকে করে তাদেরকে পৌঁছে দেয়া। এই মহড়ার পরে মনে হয়েছিল যে প্রতিরোধ্মূলক ব্যবস্থা ভালো হয়েছে, সবাই প্রস্তুত আছে আর এর ফলে ক্ষতিগ্রস্তের সংখ্যা কমে যেতে পারে।

madagascar flood
ছবি তুলেছেন লোমেলে

তোমাভানা পরবর্তী একটা পোস্টে জানিয়েছেন যে দক্ষিণপূর্ব এলাকায় সাইক্লোন ফানেলের ধ্বংসযজ্ঞ সম্পর্কে যা রিপোর্ট আসছে তা খুবই চিন্তার উদ্রেক করছে:

- A cause de l’extrême violence des rafales [> 260 kmh] plus aucune maison d’habitation n’a de toit dans le district de Morondava.
– Le journal Express de Madagascar avance le bilan des sans abris à “environ 64 000 personnes sur les 80 000 habitant la ville n’ont plus de toit.”
– Aucune nouvelle du district de Manja depuis hier 23h00 locale.
– L’onde de tempête a provoqué des raz-de-marée dans la région de Belo-sur-Mer et Ankoba.

খুবই ভয়ঙ্কর বায়ুর বেগের কারনে (>২৬০ কিমি/ঘন্টায়), মোরন্ডোভার বেশীরভাগ বাড়ির ছাঁদ নেই।
এক্সপ্রেস দে মাদাগাস্কার সংবাদপত্র হিসাব দিচ্ছে যে মোট জনসংখ্যার ৮০০০০ জনের মধ্যে ৬৪০০০ জনেরই ছাদ নেই। গতকালের স্থানীয় সময় ২৩টা থেকে (জানুয়ারী ২০) মাঞ্জা কাউন্টি সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন।
বেলো-সুর-মের অঞ্চল আর আনকোবাতে ঝড়ের সাথে যুক্ত ছিল জলচ্ছ্বাস।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .