যদি ইন্টারনেটে যা কিছু আপনাকে ‘হাসিয়ে মাটিতে গড়াগড়ি খাওয়ায়’ (আরওএফএল) তাদের আপনি ভক্ত তাহলে আপনি সম্ভবত নিউ ইয়র্কের জানুয়ারী ২৪, ২০০৯ এর আরওএফএলকন পার্টিতে আসা বেশ কয়েকজন আমন্ত্রিতের সাথে পরিচিত, যেমন দ্যা ট্রন গাই, ওবামা গার্ল, আর শকিংটনের (টুইটারিং ক্যাট) মালিক । আরওএফএলথিং এর টিকিট সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এখুনি শেষ পাঁচটা টিকিটে বিড করে আপনি গ্লোবাল ভয়েসেস কে সমর্থন করতে পারেন।
আরো চারটা টিকিট ইলেক্ট্রোনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, বিগ ক্যাট রেস্কিউ, ইন্টারনেট আর্কাইভ আর নিউ ইয়র্ক কেয়ার্সকে সমর্থন করবে।
আরওএফএলকন হচ্ছে ইন্টারনেট মেমস এর প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি আর কি তাদেরকে কাজ করায় (ওয়াইয়ার্ড ম্যাগাজিনে একটা প্রকৃত আরওএফএলকন এর একটি রিভিউ দেখতে পারেন)। যদি বোকা সব ইন্টারনেট মেমসে আপনার কোন ধরনের আগ্রহ একেবারেই না থাকে বা আপনি যদি নিউ ইয়র্কের অনেক দূরে থাকেন, আপনি তখনো গ্লোবাল ভয়েসেসকে দান করতে পারেন আমাদেরকে কাজকে সমর্থন করার জন্য। আমরা নাগরিক মিডিয়ার ব্যাপারে আন্তরিক, কিন্তু কি ভাবে মজা করতে হয় আমরা সেটাও জানি।
শকিংটন কি ভাবছে যে আপনার কি করা উচিত?