- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্রীস: ইজরায়েলে অস্ত্র চালান নিয়ে বিক্ষোভ

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, গ্রীস, যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, যুদ্ধ এবং সংঘর্ষ, শিল্প ও সংস্কৃতি

এই মাসের শুরুর দিকে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে গ্রীসের ব্যাক্তি মালিকানাধীন বন্দর আস্তাকোস হয়ে ইজরায়েলে একটা অস্বাভাবিক বৃহৎ অস্ত্র চালান যাচ্ছে [1]। এই সংবাদ গ্রীক ব্লগারদের মধ্যে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছে। তারা ব্যাপারটা তদন্ত করার জন্য টুইটার ব্যবহার করেছে আর সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে চালানটা বন্ধ করার জন্য।

এই গোলাবারুদ পরিবহনকে থামানো হয় [2] ঠিক সেই সময়ে যখন গ্রীক সরকার বিরোধী দলের কাছ থেকে চাপের মুখে পড়েছিল [3], আর এমনেস্টি ইন্টারনেশনাল অস্ত্র নিষেধাজ্ঞার [4] কথা বলছিল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারে এ সংবাদ জানুয়ারীর ৯ তারিখে প্রকাশ হয় এবং প্রথমে সরকারী সূত্রগুলো একে খন্ডন করেছিল। কিন্তু এটা টুইটার ব্যবহারকারীরা তুলে ধরে আর ইন্ডি.জিআর(Indy.gr) – ইন্ডিমিডিয়ার এথেন্স এর একটা অংশ- প্রতিবেদনের গ্রীক ভাষান্তর প্রচার করার পর [5] এর উপর ব্লগাররা তদন্ত করে।

বন্দরটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি টুইটারের মাধ্যমে ব্যপক প্রচার হয়:

ইটসোম্প: [6] http://is.gd/f8Wa [7] আমরা কি আস্তাকোস বন্দরের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি? শুধুমাত্র আমেরিকান আর ইজরায়েলি জাহাজ…

কেউ কেউ সরাসরি টুইটে প্রশ্ন করেছে গ্রীক পররাষ্ট্র মন্ত্রীকে, যার ওয়েব দল একটা টুইটার একাউন্ট চালাচ্ছে:

ম্যাজিকএসল্যান্ড: [8] @ডোরা বাকোয়ান্নিস [9], আস্তাকোস চালানের কি হচ্ছে? আমরা চাইনা গ্রীস গাজা গণহত্যায় নিজেকে জড়াক।

টুইটারের মাধ্যমে কথা না বলার অভ্যাস ভেঙ্গে, মন্ত্রীর ওয়েব দল সরাসরি জানিয়েছে:

ডোরা বাকোয়ান্নিস [10]: @ওলরান্দির [11], @অ্যাস্টেরিস [12], @জিটজি [13], @ ম্যাজিকএসল্যান্ড [14] … আস্তাকোসের উপরে প্রতিক্রিয়া এখানে http://tinyurl.com/9ts6xw [15]

উপরের লিঙ্কের মাধ্যমে মন্ত্রণালয়ের একটা সরকারী বিবৃতি পাওয়া যায় [16] যেখানে জানানো হয়েছে যে আস্তাকোস বা অন্য গ্রীক পোর্ট দিয়ে অস্ত্র চালান ‘কোন উল্লেখযোগ্য ব্যাপার’ না আর এ নিয়ে প্রচার মাধ্যমের প্রতিবেদনকে প্রকারান্তরে অস্বীকার করা হয়েছে।

কিন্তু ব্লগার ওডিসিয়াস ততদিনে আমেরিকার ফেডারেল ওয়েবসাইটে চালান সংক্রান্ত দলিল খুঁজে পেয়েছেন [17]:

Στην παρακατω παραπομπη θα βρειτε το σημα που εξεδωσε το Αμερικανικο ναυτικο για μεταφορα πολεμικου υλικου απο το λιμανι του Αστακου στο Αστοντ του Ισραηλ. Το φορτιο υπαρχει ηδη και περιμενει αναδοχο μεταφορεα.

এই লিঙ্কে [18] আপনি দেখবেন যে গোলাবারুদের চালান আস্তাকোস বন্দর হতে আশদোদ, ইজরায়েলে যাওয়া সংক্রান্ত আমেরিকার নৌবাহিনীর তথ্য। অস্ত্রের কার্গো সত্যিই আছে আর তা নিয়ে যাওয়ার মাধ্যম খোঁজা হচ্ছে।

আর টুইটার ব্যবহারকারী চাপ অব্যাহত রেখেছে, অফিসিয়াল অস্বীকৃতি সত্ত্বেও:

magicasland: @Dora_Bakoyannis και η αμερικάνικη σελίδα που αναφερει το φορτιο τι είναι τότε;

ম্যাজিকএসল্যান্ড [19]: @ডোরা বাকোয়ান্নিস, তাহলে আমেরিকান নৌবাহিনীর ওয়েবপেজের তথ্যে কি রয়েছে?

পরের দিন, সংবাদ মাধ্যম জানালো যে চালান বাতিল হয়েছে। এটাও দ্রুত টুইট করা হয়েছে:

myrto_fenek: Αναβλήθηκε, λόγω των συγκρούσεων στη Γάζα, η αποστολή πολεμοφοδίων μέσω του Αστακού

মিরটো ফেনেক [20]: গাজা সংঘর্ষের কারনে আস্তাকোস দিয়ে গোলাবারুদের চালান বাতিল করা হয়েছে!

ব্লগার ম্যাজিকএসল্যান্ড ফলাফলকে সারসংক্ষেপ জানিয়েছেন: [21]

Σημερινή δημοσίευση του ΑΠΕ αναφέρει ότι αναβλήθηκε η μεταφορά του φορτίου των 325 κοντέινερ με πολεμοφοδία από τον Αστακό στο λιμάνι Ασντοντ [..] Το μόνο σίγουρο είναι πως το φορτίο θα μεταφερθεί κάποια στιγμή. Αρκεί όμως να μη μεταφερθεί τώρα και από εδώ.

এপিই [গ্রীক সংবাদ সংস্থা] এর বুলেটিন আজকে উল্লেখ করেছে [22] যে আস্তাকোস থেকে আশদোদ বন্দরে ৩২৫ কন্টেইনার গোলাবারুদের চালান [23] বাতিল করা হয়েছে। এটা নিশ্চিত যে চালাটি শেষ পর্যন্ত হয়ত তার গন্তব্য পৌছাবে, তবে এখান থেকে আর এখন নয়।

ব্লগার কুলপ্লাটানোস [24] আরো তদন্ত করেছেন, যেখানে আরো একটা অস্ত্র চালানের খবর তিনি আবিষ্কার করেছেন, আর পরীক্ষা করেছেন যে আসল তথ্যাদি বাতিল করা হয়েছে:

έχει υπάρξει και προγενέστερη προκήρυξη ναύλωσης με ημερομηνία ανάθεσης της σύμβασης την 6η Δεκεμβρίου του 2008 (πρώτη δημοσίευση μάλλον στις 4 Δεκεμβρίου) πάλι από το αμερικάνικο πολεμικό ναυτικό. Αυτή η ναύλωση αφορά και πάλι πυρομαχικά και μεγαλύτερο όγκο φορτίου, αφού ζητείται πλοίο ελάχιστης χωρητικότητας 989 TEU’s[..]

Πάντως σήμερα 13 Ιανουαρίου και ώρα 9:05 am (Αμερικής φαντάζομαι) υπάρχει ενημέρωση στη σελίδα του μειοδοτικού διαγωνισμού για τη ναύλωση του πλοίου που αφορούσε τα 325 κοντέινερ και η ένδειξη ότι “ακυρώθηκε προς το παρόν”.

Τις παραπάνω ναυλώσεις τις έψαξα μέσω google αυτοσχεδιάζοντας [..]

…এর আগেও একটা চালান ছিল যেখানে কন্ট্রাক্ট পাওয়ার তারিখ ছিল ডিসেম্বর ৬, ২০০৮ [25] (প্রথম প্রকাশিত [26] ডিসেম্বর ৪), আবারো আমেরিকার নৌ বাহিনী দ্বারা [27]। এটা আর একটা গোলাবারুদ সহায়তা, বড় পরিমানের জন্য এইবারে, যেহেতু সর্বনিম্ন বহন ক্ষমতাসম্পন্ন ৯৮৯ টিইইউর জন্য অনুরোধ করা হয়।

যে কোন অবস্থায়, আজকে জানুয়ারী ১৩ [28] [০৯০০ ইএসটি] সহায়তার পাতায় ৩২৫ টিইইউ জাহাজের জন্য সাম্প্রতিকীকরন করা হয় ‘বর্তমানের জন্য বাতিল’ হিসাবে।

আমি উপরের তথ্যগুলো পেয়েছি গুগুল সার্চ ব্যবহার করে।