আর্মেনিয়া: ঘৃণা, মিথ্যা আর অজ্ঞতা

গতমাসে আর্মেনিয়া যৌন শিক্ষা আর লিংগ পরিচিতি নিয়ে পক্ষপাতিত্বের ব্যাপারে জাতিসঙ্ঘের সনদে স্বাক্ষর করেছে। কিন্তু সমাজে সমকামীতা সম্পর্কে বিরাজমান ভীতির কারনে এই পদক্ষেপ কিছু অপ্রত্যাশিত জায়গা থেকে কঠিন সমালোচনায় সম্মুখীন হয়েছে। দেশী আর প্রবাসী ব্লগারদের মধ্যে একজন বিশিষ্ট সমকামী অধিকার কর্মী তার উদ্বেগের কথা জানিয়েছেন

বিশেষভাবে সরকার যেখানে তাদের অবস্থান মানবাধিকারের ভিত্তিতে সমর্থন করছে, একজন বিশিষ্ট সুধী সমাজ কর্মী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এর আর্মেনিয়া অফিস প্রধানের মা বিশেষভাবে ব্লগারদের বিরক্ত করেছেন তার মন্তব্য দিয়ে যে সমকামিতা দেশের উন্নয়নের জন্য হুমকি স্বরুপ।

আনজিপড: গে আর্মেনিয়া দীর্ঘ পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন:

“(সনদে) স্বাক্ষর করার জন্য আমি সরকারের প্রতি বিরুপ প্রতিক্রিয়া আর আক্রমণ আশা করেছিলাম। কিন্তু আশা করিনি এই আক্রমণ কারিন ডানিয়েলানের কাছ থেকে আসবে। তিনি ‘টেকসই মানব উন্নয়ন’ নামক সংস্থার প্রধান, যাকে আমি সব সময়ে সম্মান করেছি আর একজন বিচক্ষণ মানুষ বলে মনে করেছি।

তিনি সমকামিতাকে একটা ‘রোগ’ আর ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলেছেন। তার পিএইচডি ডিগ্রি আছে। তিনি অনেক বছর ধরে জাতিসংঘ সংস্থার সাথে ও অন্যান্য আর্ন্তজাতিক সংস্থার সাথে কাজ করছেন । তিনি যে কোন ব্যক্তি না যাকে সাংবাদিকরা রাস্তায় দাঁড় করিয়ে যৌণ শিক্ষা বা সমকামী অধিকার নিয়ে প্রশ্ন করেছে।

সমকামী লোকের সংখ্যা এখন (বা পরে) বাড়ছে না, ড: ডানিয়েলেন। এটা শুধুমাত্র সমাজের সংখ্যালঘুদের প্রতি সহ্যের মাত্রা যখন বেড়ে যায়, তখন তারা আরো সামনে চলে আসে। তারা তখন তাদের আসল পরিচয় না লুকিয়ে বাঁচা শুরু করে, দ্বৈত জীবন না কাটিয়ে যেটাতে আপনি হয়তো বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

আমি পরামর্শ দেব যে সব সাহায্য সংস্থা ডঃ কারিনে ডানিয়েলেনের এনজিওকে অর্থ সাহায্য দেয় তারা যেন তাদের সমর্থন উঠিয়ে নেয় বা থামিয়ে দেয় এই শর্তে যে তিনি সমান প্রশিক্ষণ দেবেন। ডঃ ডানিয়েলেনের জরুরীভাবে একটা দরকার।”

ব্লগার আরো লক্ষ্য করেছেন যে আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ কিছু সাংস্কৃতিক ব্যক্ত্বিত্ব সমকামী হওয়া সত্ত্বেও ডানিয়েলেন অভিযোগ করেছেন যে সমকামীতা স্থানীয় সংস্কৃতি আর সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ব্লগ সংবাদ সম্মেলনের সময় বলা অন্যান্য ভ্রান্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে আর তার সাথে ষড়যন্ত্র তথ্যের ব্যাপারে যেখানে শুধুমাত্র আর্মেনিয়া নয় বরং বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।

“মিডিয়া ক্লাবে আর একজন ছিল। অখ্যাত ভুতপূর্ব পরিবেশবাদী কাছিক স্টাম্বল্টসিয়ান। আমি মনে করি তার মন্তব্যের ব্যাপারে মন্তব্য করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না যেহেতু এই ব্যক্তি এটাকে একটা পাগলে পূর্ণ ক্লিনিকাল কেসে পরিণত করেছে। তার কথা অনুসারে, রাজমিস্ত্রী আর সমকামীরা মিলে বিশ্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি এখানে থামব। এটা সম্পূর্ণ পাগলের প্রলাপ।”

পূর্ণ পোস্টটি এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .