গাজার সমর্থনে সারা বিশ্ব জেগে উঠেছে। গত পাঁচ দিনে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন স্থানে র্যালী আর বিক্ষোভ প্রদর্শনের জন্য। বস্টন থেকে বৈরুত, কেপ টাউন থেকে কারাকাস সবখানেই নাগরিকরা গাজার জন্য তাদের একাত্মতা আর সমর্থন জানিয়েছে।
এখানে দেখানো হচ্ছে ফ্লিকারে পাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ছবি:
ওসামা আল এর্যানি, ক্যালগারি
ইনফরমাটিক, ডাবলিন
আলালেট্রে, প্যারিস
জিউইশ ভয়েস ফর পিস, সিয়াটল
ফারফাহিন্নে, বৈরুত
হাজমা দাওউই, বস্টন
ইলেক্ট্রনিক ইন্তিফাদাও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া জোগাড় করে পোস্ট করেছে।