চিলি: প্রতিদিনের জীবন ভিডিও ব্লগিং করা

বেইতেলম্যানচিলির কংগ্রেস লাইব্রেরীর মিডিয়া আর ডিজিটাল বিভাগের পরামর্শক, সাংবাদিক আর ব্লগার পালোমা বেইতেলম্যান এর নিজের অনলাইন টিভি চ্যানেল আছে যার নাম তিনি দিয়েছেন পালোমা টিভি। এরকম ভিডিও প্রকাশ প্রথম শুরু হয়েছিল ফ্লিকার ফটো শেয়ারিং সাইটের সুবিধা নিতে যেখানে ছোট ছোট ভিডিও আপলোড করা যায়। এখন তা ব্যবহৃত হচ্ছে সান্তিয়াগো দে চিলিতে বসবাসরত একজন কর্মরত তরুনীর দৈনন্দিন জীবন দেখানোর জন্য। যেহেতু তার এখন একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও সে ভিডিও আপলোড করছে।

তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সে ভোট দিতে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে পালোমা যখন ১৮ বছর বয়সে পা দিয়েছিল তার মা তাকে সাবধান করে দিয়েছিল যে সে যদি রেজিস্টার না করে ভোটের জন্য, তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সে তখন বাসে করে গিয়ে ভোট দিয়ে এসে তার কালি দেয়া আঙ্গুল গর্ব সহকারে দেখিয়েছিল:

তার পরের ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাসে চড়ে সে সান্তিয়াগো থেকে একটা সিনাগগে যাচ্ছে যেখানে সে লক্ষ্য করেছিল যে বাস চালক সান্টা ক্লসের মতো কাপড় পরেছিল। সে এই সুযোগে তাকে আর তার স্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিল, ভিডিওটা আপলোড করেছিল আর এই ব্যাপারে তার ব্লগে লিখেছিল:

পরের ভিডিওতে আছে পালোমার বোন গেবী, যে একটা বিরক্তিকর অভিজ্ঞতার কথা বলেছে। ঔষধের একটা চেন দোকানের প্রমোশনালের জন্যে ফেনা দিয়ে ভরা একটি লোক তাকে হঠাৎ করে ধরে বন্ধুত্বপূর্ণ একটা নাচের পরে আর ছাড়তে রাজী হয়নি। তার পরে তাকে ফেনায় ভরা দস্তানা দিয়ে সর্বাঙ্গে ছুঁয়েছিল তবে তার বন্ধুরা সাথে সাথেই তাকে ওই লোকের কাছ থেকে সরিয়ে নেয়। সেই ডঃ সিমি চরিত্র যেসব বিজ্ঞাপন ফ্লায়ার বিলি করছিল তা দলা করে গেবীকে ছুঁরে মারতে থাকে যখন সে ঐ স্থান থেকে চলে যেতে থাকে:

তার কাজ, ব্লগ আর ভিডিও ব্লগের মাধ্যমে, পালোমা পেরেছেন ওয়েব ২.০ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে যেমন টিম ও রাইলি, হাওয়ার্ড রাইনগোল্ড (স্মার্ট মবস), নিকোলাস কোপানো (চিলি), পিটার রক (চিলি), ক্রিস এন্ডারসন (ওয়ারড) আর এখনো অপ্রকাশিত সাক্ষাতকার আছে জে এডেলসন (ডিগ) আর জিমি ওয়েলস (উইকিপিডিয়া) র সাথে। নীচের ভিডিওতে তিনি টিম ও রাইলির সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি স্প্যানিশ সাবটাইটেল দিয়ে তা এখানে দেখতে পারেন:

আপনি এগুলো আর তার অন্যান্য ভিডিও তার ফ্লিকার পাতায় দেখতে পারেন, বা আপনার ইউটিউব চ্যানেলে, পালোমা টিভি, যেখানে সে নিজের কিছু ভিডিও ক্যাপশন আর সাবটাইটেল দেয়। যে ছবি এখানে ব্যবহার করা হয়েছে তা তার ফ্লিকার পেজের একটা পোট্রেট ছবি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .