- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভেনিজুয়েলা: স্থানীয় নিবার্চন অনলাইনে দেখা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, ডিজিটাল অ্যাক্টিভিজম, নির্বাচন

আজকে (নভেম্বর ২৩, ২০০৮) ভেনিজুয়েলা মেয়র আর গভর্ণর নিবার্চনে অংশগ্রহণ করছে। রাজ্য আর মিউনিসিপালিটিগুলো প্রেসিডেন্ট হুগো শাভেজের [1] পক্ষে আছে কি না সেই রাজনৈতিক মানচিত্র আঁকবে এইসব নিবার্চন। এই ফলাফল অনেকটা শাভেজের জনপ্রিয়তার উপর নির্ভরশীল আর ঠিক করতে পারে যে উনি আবার সংবিধান সংশোধন করতে চান কি না পুন: নিবার্চন ২০১২ তে করার জন্য।

ভেনিজুয়েলার ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা নিবার্চনকে কভার করছেন #২৩এন (নভেম্বর২৩) ট্যাগ ব্যবহার করে। যে কেউ দেখতে পারেন বিভিন্ন টুইটের সংবাদ যারা এই ট্যাগ [2] এরই মধ্যে ব্যবহার করছেন তাদের সৌজন্যে।

কয়েক সপ্তাহ আগে, একটা প্রচারণা চালানো হয় মানুষকে উৎসাহ দিতে ভোট দেবার জন্য, আর নিবার্চন নিয়ে কথা বলার জন্য নাগরিক মিডিয়া ব্যবহার করার ব্যাপারে। এই ভিডিওর নাম ”নিজের নেটওয়ার্ক তৈরি করুন” আর এর ভাষান্তর:

আপনি কি জানেন যে নভেম্বর ২৩ এ আপনি নির্বাচন পর্যবেক্ষক হতে পারেন?

সিএনই (জাতীয় নিবার্চন আদালত) বা অন্য কোন রাজনৈতিক দল থেকে আপনাকে অনুমতি নিতে হবে না।

আপনাকে কোন ফর্ম পুরণ করতে হবে না বা পরিচয়পত্র বহন করতে হবে না।

আপনাকে শুধু আপনার বন্ধু, পড়শী, পরিবার আর সহকর্মীদের নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হতে হবে।

আপনি যা দেখবেন সেই তথ্য সবাইকে জানান।

আপনার সেল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাঠান।

আপনার সেল ফোন, ক্যামেরা, ইন্টারনেট সংযোগ, আপনার ব্লগ ব্যবহার করেন, আর যদি না থাকে তাহলে এটা ভালো সময় আপনার ফেসবুক অ্যকাউন্ট তৈরি করার।

আপনার নিজের নাগরিক নেটওয়ার্ক তৈরি করুন।

ভোট দেন আর দেখেন!

সব ভিডিও দেখার জন্য হেক্টর পালাকিওস এর রায়াস ই পালাব্রাসে [3] যান। হেক্টর ভিডিও প্রচারণার একজন সংগঠক যার সাথে ছিলেন এক্সপ্লিক মি [4] এর কারেলিয়া এস্পিনোজা, পেরিওদিস্মো দে পাজ [5] এর লুইস কার্লোস ডিয়াস, জাপেরোকো [6] এর নাকি সোতো পাররা, নো সুমা চেরো [7] এর ইরায়া পুয়োসা, আর সারকুলেমোসের [8] জগ্রেগ হেনরিকেজ।