ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসীর নয়জন সদস্যের জন্য এটা খুশীর নতুন বছর না যাদেরকে মায়ানমারের রেঙ্গুনের সংসদ ভবনের কাছে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় যখন তারা গণতন্ত্রের প্রতিমূর্তি অং সাং সু কির মুক্তি দাবী করছিল।
আশিন মেটতাচারা এই কর্মীরা যে ‘অপরাধ‘ করেছে তা ব্যাখ্যা করেছেন:
“সূত্র অনুসারে, সাদা পোশাকের পুলিশ আটজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করে একত্র করে ট্রাকে ওঠায় প্রায় বিকাল ৩টার দিকে। তারা তখন পুরানো সংসদ ভবনের সামনে মিছিল করছিল একটা ব্যানার ধরে যেখানে এই কথাগুলো লেখা ছিল “অং সাং সু কিকে মুক্ত করুন”।
ছবি আশিন মেটতাচারার ব্লগের সৌজন্যে।
দ্যা ইরাওয়াডি এই নয়জন নায়কচিত কর্মীকে পরিচিত করেছেন: তুন তুন উইন, তুন তুন লিন্ন, পায়ে পায়ে অং, উইন মিন্ট মং, মিন থিয়েন, কাউং তেত হেলাইং, পিও ওয়াই আর ইয়েনি সোই আর তেত তেত উ ওয়াই।
কেন তারা রাস্তায় মিছিল করছিল? তারা কি মায়ানমারের ‘গণতন্ত্রের অবস্থা’ পরীক্ষা করছিল? হয়তো বা তারা বার্মার স্বাধীনতা দিবসের ৬১তম দিবস পালনে দেশভক্তির উদ্দীপনায় উদ্দীপ্ত হয়েছিল।
দ্যা এসিস্টেন্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (বার্মা) এই ঘটনার ব্যাপারে একটা বক্তব্য দিয়েছে:
“আজকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসী দল একটা অনুষ্ঠান করেছিল বার্মার স্বাধীনতা দিবসের ৬১ তম দিবস পালনের জন্য তাদের কেন্দ্রীয় কার্যালয়ে। এর পরে এনএলডিএর নয়জন তরুন সদস্য এনএলডি কেন্দ্রীয় কার্যালয় থেকে রেঙ্গুনের সাঙ্গুয়াং শহরের কেন্দ্রে মিছিল করে যায় প্লাকার্ড আর অং সাং সু কির ছবি নিয়ে। তারা সব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবী করে, আর দাবী করে জাতীয় একাত্মতার।
“তারা যখন সাঙ্গুয়ান টাউনশিপের পাবলিক স্কোয়ারে এসে পৌঁছায়, তখন তাদেরকে সোয়ান আরর শিন (জনগণের ক্ষমতা বাহিনী) এর সদস্যরা গ্রেপ্তার করে যারা সরকারের ভাড়া করা গুন্ডা, আর তাদেরকে নৃশংসভাবে মারা হয়। এখন তারা কোথায় কেউ জানে না।”’
মিজিমা জানিয়েছে যে ন্যাশানাল লিগ ফর ডেমোক্রাসী নিয়মিতভাবে মঙ্গলবারে সভা করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করতে:
“এনএলডি নিয়মিতভাবে মঙ্গলবারে সভা করে বার্মার সাম্প্রতিক আর চলতি রাজনীতি আলোচনা করার জন্য। আজকের আলোচনা দলের কার্য নির্বাহী সদস্য নকিন মাউং সিউ দ্বারা পরিচালিত হয়, যিনি দীর্ঘদিন জেল খাটার পরে সম্প্রতি মুক্তি পেয়েছেন।
এই সভায় ছিলেন এমন চাক্ষুষ সাক্ষী জানিয়েছেন যে নিরাপত্তা পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মারধর করে তাদেরকে অজানা জায়গায় নিয়ে যাওয়ার আগে।”
পুলিশ আসলেই কি মনে করেছিল যে এই নয়জন কর্মী যারা রাস্তায় মিছিল করছিল তারা আসলেই দেশের নিরাপত্তার প্রতি হুমকি হবে? এটা অবশ্য অবিশ্বাস্য হবে না যদি সাম্প্রতিক মাসে আমরা দেখি, যে অন্যান্য বার্মীজ নাগরিককে জেলে পাঠানো হয়েছে যদিও তারা কোন রাজনৈতিক কাজের সাথে যুক্ত ছিল না। মনে আছে সাইক্লোনের শিকার ব্যক্তিদের কথা যারা তাদের কষ্টের ব্যাপারে অভিযোগ করেছিল বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল?