ইরান: ইসলামী ব্লগাররা গাজাকে সমর্থন করছেন

গাজাবেশ কয়েকজন ইসলামী ব্লগার গাজার অবরোধের বিরুদ্ধে কর্মসুচী গ্রহণ করেছেন আর বিশ্বব্যাপী মুসলিমদের আহ্বান করেছেন ফিলিস্তিনিদের সাহায্য করতে। ব্লগাররা বিভিন্ন ধরনে উপায় যেমন গুগল বম্ব আর ব্যানার ব্যবহার করেছেন ব্লগে প্রতিবাদ ছড়িয়ে দিতে এবং প্রচারণা চালাতে।

এছাড়া ইসলামিক ব্লগারদের একটা সংস্থা পেইগাহে ব্লগেরায়ে আরজেসি (মূল্যবোধ সম্পন্ন ব্লগারদের প্লাটফর্ম) নামে ৫০০ লিঙ্ক যোগাড় করেছেন এই ব্যাপারে এরই মধ্যে প্রকাশিত লেখার উপরে। ইরানিয়ান ফার্সনিউজ, একটা রক্ষণশীল আর আংশিক অফিসিয়াল সাইট, ইসলামিক ব্লগারদের সমালোচনা করেছে গাজা স্ট্রীপে খারাপ হতে থাকা মানবিক অবস্থার ক্ষেত্রে নিরব থাকার জন্য।

গাজা গুগুল বম্ব বলছে:

আপনারা, গাজার নির্যাতিত মানুষ জানেন যে আমরা ইরান আর সারা বিশ্বের মুসলিমরা আপনাদেরকে ভুলে যাইনি আর থামব না যতক্ষণ না আপনাদের শহরের চারপাশের ঘেরাও সম্পূর্ণ থেমে যায়। গাজার স্বাধীনতার পথে আর আমাদের সাধারণ মূল্যবোধ যেটা ফিলিস্তিনের স্বাধীনতা, আমরা থামবো না আর চলতেই থাকবো।

মুসলিম ব্লগার্স এসোসিয়েশন ও গাজা পরিস্থিতির উপরে একটা বিবৃতি দিয়েছে:

این روز ها که در سایه سکوت مجامع جهانی و مدعیان حقوق بشر، غزه به عیان ترین مصداق نقض حقوق اولیه انسانی تبدیل گشته است… اخبار کشته شدن مردمانش بوسیله دشمن صهیونیستی به خبر عادی تلکس های خبری مبدل گردیده

আজকের দিনের আর্ন্তজাতিক সংস্থার আর যারা ভাব ধরে মানবাধিকারের রক্ষক হিসাবে তাদের নিরবতার আড়ালে গাজা মানবাধিকার লঙ্ঘনের পরিষ্কার একটা উদাহরণ হিসেবে জ্বলজ্বল করছে… জিওনিস্ট শত্রুদের দ্বারা গাজার মানুষকে হত্যার খবর এখন সাধারণ খবরে পরিণত হয়েছে।

ইয়াদশ্তেহ তানহায়ি (যার মানে একাকীত্মের কথা) লিখছে:

اینبار هم مینویسم برای تو و کودکان داغدارت برای تو و مردان و زنان رنج دیده ات کمی صبور باش ، آری صبور باش غزه به خدا سوگند آفتاب مهر و عدالت طلوع خواهد کرد. دلم می سوزد برای تو و مردمانت برای مظلومیت بیت المقدست

আবার আমি আপনাদের জন্য লিখছি, আপনার শোকাতুর সন্তান, আপনার পুরুষ আর নারী যারা ভুগেছে। দয়া করে আর একটু ধৈর্য ধরুন। আমি ইশ্বরর নামে শপথ করে বলছি যে ন্যায় বিচার আর করুণার সূর্য উঠবে। আমার হৃদয় আপনার আর আপনার নিপীড়িত লোকের জন্য পুড়ছে আপনার নিপীড়িত জেরুজালেমের জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .