- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নিকারাগুয়া: সরকারের ক্ষুদ্রঋণ প্রকল্পকে কাছে থেকে দেখা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, নিকারাগুয়া, উন্নয়ন, ব্যবসা ও অর্থনীতি, শ্রম

গত রোববার নিকারাগুয়ায় ঘন্টাব্যাপী সংবাদ অনুষ্ঠান এস্তা সেমানায় একটি রিপোর্ট দেখানো হয়েছে যা উশুরা জিরো [1] নাম্নী মহিলাদের ক্ষুদ্র ব্যবসাকে অর্থ যোগানোর জন্যে একটি সরকারী ঋণদান প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

কিন্তু ঈ আহোরা তো কি ভামোস আ হাবলা [2] ব্লগের নারেন মেরোগা এই অনুষ্ঠানের সমালোচনা করেছেন:

Lo poco que se sabe del mismo es que se ofrecen crédito por el rango de C$1,000 a C$5,000 a comerciantes mujeres urbanos bajo la metodología de Grupos solidarios y con tasas de interés subsidiadas que ronda el 4% anual con un périodo de gracia de varia de 2 a 6 meses según el monto prestado y que en su administración participan distintas organizaciones e instituciones del estado.

অল্প যা জানা যায় যে ১০০০-৫০০০ কর্ডোবা (স্থানীয় মুদ্রায়) শহরের মহিলা হকারদের দেয়া হচ্ছে দলগত ভিত্তিতে। এর সুদের হার অল্প, বাৎসরিক মাত্র ৪% হারে এবং যার ২-৬ মাস গ্রেস পিরিয়ড আছে। এই প্রকল্প পরিচালনার পেছনে বিভিন্ন সংগঠন এবং সরকারী প্রতিষ্ঠান রয়েছে।

এই সাহায্য কিন্তু ঋণগ্রহীতাদের সম্পূর্ণ অর্থের চাহিদা মেটায় না। একজন ঋণগ্রহীতা এস্তা সেমানাকে জানিয়েছেন যে তিনি ১০০০০-১৫০০০ কর্ডোবার ঋণ ব্যবহার করেন। কাজেই এই ক্ষুদ্র ঋণ তার চাহিদার মাত্র তিন ভাগের এক ভাগ মেটায়।

এ ছাড়াও এই ব্লগ ধরিয়ে দিচ্ছে কি ভুলগুলো টিভি সাংবাদিকরা করেছিল এবং সরকার আর এই সংগঠনের পরিচালকরা যে ভুলগুলো করেছে তাও:

…En una entrevista que le hicieron a la encargada del Usura Cero en uno de los medios de comunicación afines al gobierno mencionó que el programa era todo un éxito por que se estaba logrando la recuperación de más del 70% de los montos prestados. Para que un programa de este tipo sea viable debe de tener una tasa de recuperación mayor al 90% menos que eso está condenado al fracaso o subsistir mediante la inyección de fondos del erario público o bien mediante préstamos o donaciones de otros países (como es el caso del usura cero).

সরকারী এক মিডিয়াতে জিরো উশুরীর ব্যবস্থাপকের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই প্রকল্প খুবই সফল কারন প্রায় ৭০% ঋণের টাকা তারা ফেরত পাচ্ছে। এই ধরনের একটি প্রকল্পের জন্যে নিদেন পক্ষে ৯০% টাকা ফেরতা আনার লক্ষ্য থাকা উচিৎ ক্ষতির মুখ না দেখে কাজ করার জন্যে। নতুবা তাদের সরকারী সাহায্য এবং বিদেশী দাতার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে একে চালিয়ে নেয়ার জন্যে।

নারেনের আরও ৬টি যুক্ত সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে [2]