মরোক্কোতে ম্যাকডোনাল্ডস ফুড চেইন কিছুদিন আগে এক বির্তকের মুখে পড়ে, কারন শিশুদের জন্য হ্যাপী মিল নামের এক খেলনায় মরোক্কার এক মানচিত্র তারা যুক্ত করে দেয়। এই মানচিত্রে পশ্চিম সাহারা অঞ্চল মরোক্কো থেকে আলাদা করে দেখানো হয়েছে। পশ্চিম সাহারা নিয়ে মরোক্কো ও আলজেরিয়া সমর্থিত পোলিসারিও ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। এই বির্তকিত কাহিনীর শেষ হয় ম্যাকডোনাল্ডস কর্তৃক মরোক্কোর নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে।
যদিও মরোক্কোর ব্লগাররা এই বিষয়ে নিশ্চুপ ছিল, কিন্তু পশ্চিম সাহারার ব্লগজগত এবং তাদের বন্ধুরা এই বিষয়ে মন্তব্য করেছে। স্যান্ড এন্ড ডাস্ট ব্লগের নিক ব্রুকস প্রাথমিকভাবে এই অঞ্চলের দিকে মনোযোগ দিয়েছিলেন ক্ষমা বিষয়ক একটা লেখা লিখে:
আমি ধারণা করি বিষয়টি বোধগম্য– যেমন আর্ন্তজাতিক আইন এবং জাতিসংঘ কতৃক করা সমাধান-এর প্রতি সামান্য বিবেচনা বোধ, এবং অঞ্চলিক আধিপত্যবাদের প্রতি অবস্থান নেওয়া এবং ব্যাপকভাবে মানবাধিকার লংঘিত হবার বিষয়টি পিছনে চলে গেল যখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে বার্গার বিক্রি করা এবং প্রচুর অর্থ উপার্জন করা।
কানাডা প্রবাসী ব্লগার গুফিয়া অন্য সব ব্লগারদের সাথে ম্যাকডোনালসকে বয়কট করার আহ্বান জানান:
সংবাদ পত্র (০১.১২.০৮) থেকে আমরা জানতে পারলাম ম্যাকডোনাল্ডস মরোক্কো শাখা তাদের কিছু হ্যাপী মিল খেলনা বাজার থেকে উঠিয়ে নিয়েছে। এই খেলনাগুলোতে পশ্চিম সাহারার সাথে মরোক্কোর বৈধ ভাবে স্বীকৃত সীমান্ত উল্লেখ করা ছিল। ধারণা করা হচ্ছে এই খেলনার বদলে কিছু নতুন খেলনা বাজারে ছাড়া হবে যেখানে মানচিত্রে পশ্চিম সাহারকে মরোক্কোর ভেতরে দেখানো হবে। এটি আর্ন্তজাতিক আইনের পরিস্কার লংঘন। যারা সচেতন তারা জানে পশ্চিম সাহারা জাতিসংঘ কতৃক ঘোষিত একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। মরোক্কো সামরিক বাহিনী সেখানে জোর করে ঢুকে পড়ে এবং তা দখল করে রেখেছে। জাতিসংঘ বা বিশ্বের অন্য কোন দেশ এখনও এর কোন স্বীকৃতি দেয়নি। মরোক্কো নিয়মতান্ত্রিকভাবে সাহারাউই জনগোষ্ঠীর মানবাধিকার লংঘন করছে, তারা জাতিসংঘ সনদ বা নীতি ভঙ্গ করছে এবং সাহারাউই জাতির স্বায়ত্বশাসন ব্যবস্থা রোধ করে রেখেছে। মরোক্কোয় অবস্থিত ম্যাকডোনাল্ডস কোম্পানী ম্যাকডোনাল্ডস -এর চরিত্র ও সুনাম ক্ষুন্ন করেছে। আমরা ম্যাকডোনাল্ডস কোম্পানীর কাছে আবেদন জানাচ্ছি তারা তাদের মরোক্কোয় অবস্থিত শাখা যেন আর্ন্তজাতিক আইন এর প্রতি শ্রদ্ধা রাখে এবং তা লংঘন না করে সেই ব্যবস্থা নেয়।
এই বয়কট সমন্ধে ফরাসি বা স্প্যানিশ ভাষায় লেখা পাওয়া যাবে সাহারা রেজিস্ট (সাহারা প্রতিবাদ) নামক ব্লগে। জাতিংঘ কতৃক তৈরী করা মরোক্কো এবং পশ্চিম সাহারার ম্যাপ পাওয়া যাবে এখানে।