- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েল: কন্সুলেট টুইটারে ‘ সংবাদ সম্মেলন’ করেছে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, জার্মানী, প্যালেস্টাইন, যুক্তরাষ্ট্র, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

এই গত সপ্তাহে, বস্টনে অবস্থিত একটি ইন্টারনেট মার্কেটিং সংস্থা [1] হাবস্পট একটা রির্পোট দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে মাইক্রো ব্লগিং এর প্লার্টফম টুইটার [2] ৫,০০০ থেকে ১০,০০০ নতুন ব্যবহারকারী প্রতিদিন পাচ্ছে। সম্প্রতি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কথোপকথনে যেমন মুম্বাই [3] আর গাজায় [4] সাম্প্রতিক হামলার আলোচনায় টুইটারের ব্যাপক ব্যবহার দেখার পর এমন বৃদ্ধি এখন আর বিস্ময়কর না।

সরকারী কর্তৃপক্ষও বেশ কিছু সময় ধরে টুইটার ব্যবহার করছে। আমেরিকার সরকার বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট রাখে [5] (যার মধ্যে আছে @ইউএসএগভ [6], @দ্যাহোয়াইটহাউস [7] আর @নাসা [8]), আর অন্য দেশের সরকারও নিশ্চয় পিছিয়ে নেই। আজ সন্ধ্যায়, ইজরায়েল-গাজা সংঘর্ষের মধ্যে, নিউ ইয়র্কের ইজরায়েলি কন্সুলেট একটা টুইটার অ্যাকাউন্ট করেছে। এর প্রথম টুইটে ছিল [9]:

tweet

একটু পরেই, কন্সুলেট জানায় তাদের অভিপ্রায় – মঙ্গলবার, ডিসেম্বর ৩০ ইএসটি সময় ১-৩ টায় জনগণের জন্যে একটা ‘সংবাদ’ সম্মেলন করার:

2

এই সম্মেলন একটা অভিনব উদ্যোগ এবং অভুতপূর্ব এক সুযোগ তৈরি করছে একটা সরকারের জন্য যাতে তারা একটা উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করতে পারে সঙ্কটকালে বিশ্বব্যাপী আলোচনার জন্য। সম্মেলনের সময়ে টুইটার ব্যবহারকারীরা প্রশ্ন পাঠাতে পারবে, আর আলোচনা অনুসরণ করত্তে পারবে #আস্কইজরায়েল [10] হ্যাশট্যাগ ব্যবহার করে। কন্সুলেটের টুইটার অ্যাকাউন্ট বানানোর পেছনে রয়েছে ডেভিড সারাঙ্গা [11], আমেরিকায় ইজরাইলের মিডিয়া আর জনসংযোগ কন্সাল।

টুইটার ব্যবহারকারীরা এরই মধ্যে প্রশ্ন করা শুরু করেছে। জার্মানীতে থেকে গিয়োকুসাই [12] জিজ্ঞাসা করেছেন:

3

সংবাদ সম্মিলনের জন্যে প্রশ্ন: এই হামলা ইজরায়েলের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করবে এবং গাজা থেকে রকেটের হামলার এই জবাবা না দিলে তা নির্বাচনকে কিভাবে প্রভাবিত করত?

ট্রাভমাভগ [13] জানতে চেয়েছেন:

আপনারা বোমা হামলার জবাবে গাজায় বোমা ফেলেছেন? তারা কিভাবে এর প্রতিউত্তর দেবে আপনারা কি ভেবেছেন? আমি আপনাদের এই সহিংসতা সমর্থন করতে পারি না।

4

কন্সুলেটের ব্লগে [14] সংবাদ সম্মেলনের বিস্তারিত পাওয়া যাবে।