- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: নির্বাচন নিয়ে মাইক্রোব্লগিং

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, প্রযুক্তি, রাজনীতি

বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে ডিসেম্বর ২০০৮। এবার আট কোটির মতো ভোটার (যার মধ্যে ৫১ ভাগ নারী) ভোট দিতে যাচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দুই বছরের জরুরী আইনের শাষনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যাবে। গত দুই বছরের সামরিক বাহিনীর সমর্থনে এক অর্ন্তবর্তীকালীন তত্বাবধায়ক সরকার দেশটি শাসন করেছে।

আমরা এর আগে গ্লোবাল ভয়েসেসে [1] আলোচনা করেছি বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে নির্বাচনের প্রচার অভিযান এবং দেখেশুনে ভোট দেবার জন্যে ক্যাম্পেইনের কথা। এখানে আমরা আরেকটি কৌতুহলজনক নতুন আবিস্কারের কথা জানাচ্ছি।

আওয়াজসামহোয়্যারইন [2] হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানী এবং বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ বাংলা ব্লগ প্লাটফর্ম [3] এর নির্মাতা। এটি টুইটারের মত একটি ওয়েব ভিত্তিক মাইক্রোব্লগ তৈরি করেছে যেখানে তারা ইন্টারনেট বা মোবাইল ফোনের (এসএমএসের) মাধ্যমে বার্তা বা মেসেজ ওয়েব -এ পাঠাচ্ছে। এটি তারা করছে নাগরিক সাংবাদিক কর্তৃক নির্বাচন সমন্ধে সংবাদ ও তথ্য ছড়িয়ে দেবার জন্য। এই বার্তা সরাসরি একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে [4] পাঠানো সম্ভব যেখানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক তথ্য পাওয়া যাবে।

অরিল্ড ক্লোকারহাগ সামহোয়্যারইনের হেড অফ অপারচুনিটিজ। তিনি এই নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য বলছেন [5]:

২০০৮ সালের বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রিয় প্রার্থীগণ:

আপনারা যদি না জানেন তাহলে আপনার জন্য একটা ছোট বিশেষ বার্তা রয়েছে। বার্তাটি হলো নির্বাচন এবং পার্লামেন্টে একটা সীট লাভের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এখন আর কোন ব্যবসা নয়। আগামীতে যে কোন ব্লগারের দেওয়া নতুন তথ্য সারা বিশ্বের মানুষের কাছে চলে যাবার সম্ভবনা রয়েছে।

এইবার, রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো ব্লগাররা আপনার উপর নজর রাখছে। কেবল কিছু প্রযুক্তি বুদ্ধিজীবিরাই নয়, আমরা অন্তত ৩০,০০০ বাংলা ব্লগার আপনার উপর নজর রাখছি। আমরা অজস্র ব্লগ সম্প্রদায়-এর মাধ্যমে ব্লগে লিখছি এবং আমাদের লেখা সারা বিশ্বের প্রায় সকল দেশ এর নাগরিকরা পড়ছে।

একটি শক্তিশালী এবং গর্বিত জাতি হিসেবে আপনার দেশ গড়ার চেষ্টা এবং সারা বিশ্বে ভালো সংবাদ দেবার ইচ্ছাকে আমরা সমর্থন করবো। আমরা অবশ্যই আপনাকে জাববাদিহি করতে বাধ্য করবো এবং যে কোন খারাপ কাজের খবর জানিয়ে দেব। ব্লগ কখনই ভুলবে না, ব্লগাররা কখনই চুপ থাকবে না, ইন্টারনেটের কোন দেশের সীমানায় সীমাবন্ধ নয়। কাজেই এবার সঠিক পথে চলুন, প্রিয় প্রার্থীগন এবার সঠিক কাজ করুন।

awaaj

যে টুলসটি ব্লগাররা ব্যবহার করবেন:

ইলেকশন মাইক্রোব্লগের [6] মাধ্যমে ব্লগার দ্রুত সংবাদ আদান প্রাদান করবেন- ওয়েবে কেবল লগইন করতে হবে এবং লিখতে হবে বা ৫৪৫৫ নম্বরে আপনার এসএমএস পাঠাতে হবে।

ব্লগারা একটি ইন্টারঅ্যাকটিভ ম্যাপের [4] মাধ্যমে সরাসরি ৫৪৫৫ এ এসএমএস পাঠাতে পারবে! মেসেজ@লোকেশন, এটি হবে অঞ্চলের জন্য

নির্বাচন ব্লগে [7] ব্লগাররা তাদের রাজনৈতিক তথ্য ও মতামত জানাতে পারবে এবং বিশ্লেষন করতে পারবে।

ব্লগারা তাদের যে কোন নিজস্ব ব্লগের [8] মাইক্রোব্লগটি উপস্থাপন করতে পারবে।

Blog banner

সরাসরি সংবাদ, নির্বাচনের ফলাফল- এর ভিডিও প্রবাহ ও ওয়েবকাস্ট এই সমস্ত সাইটগুলোতে পাওয়া যাবে:

অন্য একটি বাংলা ব্লগ সচলায়তন [13] একটি বিশেষ উইজেট [14] তৈরী করেছিল যার মধ্যে সে নির্বাচনের তাজা সংবাদ (বাংলায়) সরবারাহ করেছে যা কিনা যে কোন ব্লগের সাইড বার এ স্থানান্তরিত করা যাবে।