গাজা: ফরাসী ব্লগার গাজা নিয়ে লিখেছেন

ফরাসী ব্লগার জেরেমি বেররেবী যিনি ইজরায়েল থেকে লেখেন গতকাল একটা লম্বা ব্লগ পোস্ট দিয়েছেন। “গাজা/ইজরায়েল: কেন এটা আবার শুরু হচ্ছে” শিরোনামে এই লেখায় ইজরায়েলের পরিপ্রেক্ষিতে গাজায় ইজরায়েলী বিমান হামলার কারনের পিছনে তার ব্যাখ্যা:

Depuis [la rupture de la trêve], ce sont plusieurs centaines de missiles qui sont tombés sur des villes israéliennes (on parle ici de cibles civiles) au cours des derniers jours. Des missiles plus sophistiqués qu'il y a 6 mois ont même été lancées sur des villes qu'ils n'avaient pas la possibilité de toucher avant. Oui, vous avez bien lu….des centaines de roquettes Qassam ont été tirées sur de VRAIES VILLES qui ne font même pas partie des territoires soi disant “disputés” par les Palestiniens modérés.

যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে, ইজরায়েলী শহরের উপরে বিগত কয়েক দিনে বেশ কয়েকশো মিসাইল পড়েছে [আমরা জনসাধারণের কথা এখানে বলছি]। ছয় মাস আগের থেকে এইসব মিসাইল অনেক বেশী উন্নত, আর এমন শহরকে লক্ষ্য করে মারা হয়েছে যা আগে তাদের কব্জার মধ্যে ছিলনা। হ্যা, আপনারা পড়ছেন যে শত শত কাসসাম মিসাইলকে সত্যিকার শহরের উপর ফেলা হয়েছে, যেগুলো যুক্তিবান ফিলিস্তিনীদের দ্বারা স্বীকৃত তথাকথিত ‘অমিমাংসিত এলাকার’ মধ্যেও পড়ে না ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .