বিশ্বব্যাপী টুইটার বার্তায় গাজা নিয়ে আলোচনা হচ্ছে

টুইটার হচ্ছে নতুন ধরনের ব্লগিং, অথবা এমনটিই বলা হয়। মানুষের দু:সময় ছাড়া এটা কখনও এমন ভাবে অনুভূত হয়নি। মুম্বাই সন্ত্রাসী হামলার সময় টুইটার ব্যবহারকারীরা মিনিটে মিনিটে সংবাদ পরিবেশন করেছে এবং আজ, গাজায় ইজরাইলি হামলা অব্যাহত থাকার সময় টু্ইটারস্পেসে গভীর আলোচনা চলছে।

টুইটার ব্যবহারকারীরা হ্যাশট্যাগস ব্যবহার করে তাদের বিষয়বস্তু একত্র করার চেষ্টা করে। ব্যবহারকারীরা এরপর টুইটার সার্চে গিয়ে একটি নির্দিষ্ট বিষয়ে বার্তাগুলো খুঁজে। এ পরিপ্রেক্ষিতে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগ হচ্ছে #gaza, আর #gazawarofwords একত্র করছে একপেশে প্রচার মাধ্যমের রিপোর্টগুলো। গাজা নিয়ে আলোচনা করতে অন্যান্য হ্যাশট্যাগগুলো হচ্ছে #israel, #syria, #baghdad, #2states, এবং #rafah, ইত্যাদি। ব্যবহারকারীরা তাদের পরিচিতজনদের মাঝে সংবাদগুলো রিটুইট বা পাঠিয়ে দিচ্ছে। ফলে দ্রুত খবর সঞ্চালিত হচ্ছে, যেমন:

t

ক্যালিফোর্নিয়া থেকে একজন ঝানু টুইটার ব্যবহারকারী শেলইজরায়েল গতকাল জানিয়েছেন যে টুইটার প্রথম মাধ্যম যা এই বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা শুরু করেছে।

Shelisrael

তার পর থেকে বিশ্বের টুইটার ব্যবহারকারীরা কখনও যৌক্তিক তর্কে নেমেছে অথবা রাগ ঝেড়েছে একে অপরের উপর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে এরা সংবাদ ছড়িয়েছে: নীচের উদাহরণে প্যালেস্টাইন, মৌরিতানিয়া, এবং সানফ্রান্সিসকো থেকে টু্ইটার ব্যবহারকারীরা বিতর্কে জড়িয়েছেন:
Mou

এই বিতর্কের মনোভাবটি অনেক সময় রাগান্বিত যুক্তিতর্ক টেনে এনেছে। অক্সফোর্ড, যুক্তরাজ্য থেকে স্কিনার, (জর্ডানের আম্মান থেকে) জানিয়েছেন যে:

Ox

ইয়েলবেরী, একজন ইজরায়েলী টুইটার ব্যবহারকারী জানিয়েছে যে টুইটারস্ফিয়ারে বিচিত্র রকমের আলোচনা হয়েছে।

yeael

টুইটারের এইসব বিতর্কের আরেকটি মজার দিক হচ্ছে মূলধারার প্রচার মাধ্যম নিয়ে সমালোচনা। #gazawarofwords নামে একটি হ্যাশট্যাগ শুরু করেছিলেন ওয়েদ্দাদী এবং এখন এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা:

iZfM

টুইটার থেকে সাম্প্রতিক সংবাদ পাবার জন্যে সবচেয়ে ভাল উপায় হচ্ছে সংবাদ উৎসের মূলে যাওয়া। এই লিন্ক এর মাধ্যমে টুইটার এর যে কোন হ্যাশট্যাগ বা কীওয়ার্ড খুঁজতে পারেন (যেমন #gaza) এবং আপনারাও এতে অংশগ্রহণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .