“আমি বলতে চাচ্ছি বর্তমান দিনের সেই সব নাৎসীদের কথা যারা গাজার জনগোষ্ঠীর উপরে বোমা বর্ষণ করছে। কে জানতো যে দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ইহুদীদের প্রতি গণহত্যার স্বীকার ছিলেন যারা তাদেরই উত্তরসূরীরা সেই গণহত্যার নীতি প্রয়োগ করবে এখন? এবং তারা এই নীতি একেবারে নিখুঁতভাবে পালন করছে!” জানাচ্ছেন সিরিয়ার ব্লগার লুজাঈন, গাজায় সাম্প্রতিক ইজরাইলি বোমা হামলার প্রতিক্রিয়ায়।