নিতিন পাই ডেথ এন্ডস ফান ব্লগে অতিথি ব্লগার হিসেবে লিখছেন যে ভারতে উন্নত সরকার পরিচালনার দরকার রয়েছে সন্ত্রাস প্রতিরোধের জন্যে। এবং এটি অর্জন করা যাবে: “ভোট দিয়ে, রাজনীতিবিদদের আইনগতভাবে অর্থ অনুদানের মাধ্যমে, তাদের নির্বাচন ব্যায় মেটানোর জন্যে, এবং তাদের জবাবদিহী করার মাধ্যমে।”