বাংলাদেশ: টুইটার এবং ব্লগের মাধ্যমে ভূমিকম্প সম্পর্কে জানানো

গত ২৭শে জুলাই বাংলাদেশ সময় রাত বারোটা একান্ন মিনিটে একটি মাঝারী মাত্রার ভূমিকম্প হয়েছিল যার কম্পন ঢাকায় অনুভুত হয়েছিল। রাসেল জন তার ব্লগে জানাচ্ছেন:

আমি বিছানায় শুয়ে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার বিছানা দুলতে লাগল। তিন সেকেন্ডের মধ্যেই কম্পন থেমে গেল। আমার প্রথম অনুভুতি ছিল যে একটি বিড়াল আমার বিছানার নীচে গিয়ে একে নাড়াচ্ছে। কিন্তু সাথে সাথেই মনে হল বিছানাটিতো ভারী এবং বিড়ালের তা পারার কথা না। আমি দেখলাম আসলেই কোন বিড়াল বিছানার নীচে নেই।

আমি তাড়াতাড়ি আইআরসিতে আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম এবং তারা বলল যে তারাও ভূমিকম্প অনুভব করেছে।

তাহলে সত্যিই একটি ভূমিকম্প হয়েছে! ঢাকায়..রাত ১২টা একান্ন মিনিটে!

রাসেল টু্ইটারে সাথে সাথেই জানালো:

ও ঈশ্বর, আমি এখনই একটি ভূমিকম্প অনুভব করলাম!

কয়েক মিনিটের মধ্যেই আরও টুইটার মেসেজ আসা শুরু করল যা নিশ্চিত করল যে ঢাকায় আসলেই ভূমিকম্প হয়েছে।

নাথিং টু লুজ এন্ড নাথিং টু গেইন এর মুনাজ তার কয়েক বন্ধুর টুইটার ফিড তার ব্লগে উপস্থাপন করেছে:

অনলাইনে এর বেশী তথ্য পাওয়া যাচ্ছিল না (কিছু বাংলা ব্লগ ছাড়া) এবং সবাই সাম্প্রতিক খবর জানতে চাচ্ছিল। বাউয়ানী ইউএস জিওলজিকাল সার্ভে এবং জাতীয় ভূমিকম্প কথ্য কেন্দ্রে যোগাযোগ করে যে তথ্য পেয়েছে তা তার ব্লগে উপস্থাপন করেছে:

ভূমিকম্পের মাত্রা: ৪.৯
তারিখ-সময়: শনিবার, জুলাই ২৬, ২০০৮ ১৮:৫১:৪৯ গ্রীনিচ মান সময়
ভূমিকম্পের স্থান: ২৪.৭৭৩ ডিগ্রি উত্তর, ৯০.৪৮০ ডিগ্রি দক্ষিণ
ভূমিকম্পের কেন্দ্র: ৫.২ কিমি (৩.২ মাইল) ভূগর্ভে
অঞ্চল: বাংলাদেশ

তিনি যখন যে সংবাদ পাচ্ছিলেন তাই তার ব্লগে প্রকাশ করছিলেন।

দৃশ্যত: কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি। তবে জনবহুল মেগাসিটি ঢাকার মানুষকে এটি ভয় ধরিয়ে দিয়েছে।

ইন দ্যা মিডল অফ নো হোয়্যার এর রুমী লিখেছেন:


সারা বিশ্বের টেকটনিক প্লেটগুলোর মানচিত্র

আপনি যদি উপরের ম্যাপে বাংলাদেশের অবস্থান দেখেন তাহলে দেখবেন দুটি প্লেটের সীমানা, তার মানে দুটি ফল্ট লাইন বাংলাদেশের উপর দিয়ে গেছে। অনেক বিজ্ঞানীরাই একটি ৮-৯ রিশটার স্কেলের ভয়ানক ভূমিকম্পের আশংকা করেন বিশেষ করে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ ভাগে।

তাহলে বাংলাদেশে একটি বিশালাকার ভূমিকম্প হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা কি এর জন্যে তৈরী?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .