- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাইজিং ভয়েসেস সিটিজেন মিডিয়া আউটরিচ এর জন্যে প্রকল্প প্রস্তাব আহ্বান করছে

বিষয়বস্তু: ঘোষণা, রাইজিং ভয়েসেস

দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ জানুয়ারী ১৮, ২০০৯
Rising Voicesগ্লোবাল ভয়েসেসের [1] আউটরিচ (ব্লগ প্রসার) শাখা রাইজিং ভয়েসেস [2] নিউ মিডিয়া প্রসার প্রকল্পের জন্যে ৫০০০ ইউএস ডলার পর্যন্ত মাইক্রোগ্রান্ট (ক্ষুদ্র অনুদান) সহায়তার জন্যে প্রকল্প প্রস্তাব জমা নিচ্ছে। আদর্শ আবেদনকারীরা বিস্তারিত আর উদ্ভাবনমূলক প্রস্তাব দেবেন সেইসব সুবিধাবন্চিত সম্প্রদায়কে নাগরিক মিডিয়ার কলাকৌশল শেখানোর জন্যে যাদের কাছে ব্লগিং, ভিডিও ব্লগিং পডকাস্টিং ইত্যাদি নিউ মিডিয়া টুল সহজলভ্য নয় এবং যারা অন্য সবার মত এসব প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পায়না।

ইন্টারনেট ক্রমেই আরও বেশী লোকের কাছে সহজলভ্য হচ্ছে, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে। ফলে বহুল আলোচিত ডিজিটাল ডিভাইড (প্রযুক্তি বৈষম্য) ক্রমেই সংকুচিত হচ্ছে। এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তিতে অংশগ্রহণে একটি বৈষম্যের সৃষ্টি হচ্ছে কারন বেশীরভাগ ব্লগ, পডকাস্ট এবং অনলাইন ভিডিও মধ্যবিত্ত শ্রেণীর লোকদের দ্বারা প্রস্তুত হচ্ছে এবং তাদের কার্যক্রম বিশ্বের বড় শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ।

রাইজিং ভয়েসেস চেষ্টা করে নতুন নতুন স্থানের কমিউনিটি (গোস্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কন্ঠকে কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। এটি স্থানীয় সেইসব গোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থসংস্থান করতে ইচ্ছুক যারা উন্নয়নশীল দেশের প্রান্তীক ও সুবিধাহীন সম্প্রদায় নিয়ে কাজ করে। উদাহরণস্বরুপ আমাদের বর্তমান প্রকল্পগুলো [3] সম্পর্কে জানুন।

আকাঙ্খার কোন শেষ নেই, কিন্তু আমাদের অর্থসংস্থানের সুযোগ সীমিত। রাইজিং ভয়েসেস এর আউটরিচ অনুদান চাহিদা অনুযায়ী ইউ এস ডলার ১০০০ থেকে ৫০০০ এর মধ্যে থাকবে। দয়া করে চিন্তা করে, বাস্তবসম্মভাবে আর পুঙ্খানুপুঙ্খভাবে বাজেট ঠিক করবেন।

সফল প্রকল্পগুলো গ্লোবাল ভয়েসেসে [1] বিশ্বব্যাপী শ্রোতা-পাঠকদের কাছে গুরুত্ব সহকারে প্রচারিত হবে। অনুদানপ্রাপ্তদের কাছ থেকে আশা করা হবে যে তার নিয়মিত কর্মশালা আয়োজন করবে কিভাবে একটি ওয়েবলগ তৈরি করতে হয় ও চালাতে হয়, ডিজিটাল ছবি কিভাবে আপলোড করতে হয় ও প্রকাশ করতে হয়, এবং অপেশাদার ভিডিও কিভাবে তৈরি করতে হয় এইসব বিষয়ে। অনুদানকারীদের নিয়মিত প্রকল্প মূল্যায়ন এবং সাম্প্রতিক খবর রাইজিং ভয়েসেস ওয়েবসাইটে পোস্ট করতে হবে।

সম্পূর্ণ আবেদন পত্র রবিবার ১৮ই জানুয়ারীর মধ্যে পাঠাতে হবে। দয়া করে আপনাদের আবেদন রাইজিং ভয়েসেসের আবেদন পাতায় [4] জমা দেবেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে এখানে জানান [5] অথবা ইমেইল করেন outreach@globalvoicesonline.org এই ঠিকানায়।