পৃথিবীকে কথা বলতে দিন – গ্লোবাল ভয়েসেসকে অর্থ সাহায্য করুন

সাহায্য করুন

আমরা একটি অনলাইন অনুদান সংগ্রহ পাতা খুলেছি এবং আশা করছি যে আপনারা গ্লোবাল ভয়েসেসকে অর্থ উপহার করে সাহায্য করবেন। আমাদের স্পন্সররা আমাদেরকে এতদুর পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু বিশেষ করে অর্থনীতির এই সংকটময় সময়ে আমাদের স্বাধীনভাবে, মুক্ত পরিবেশে এবং নিজের পায়ে দাড়িয়ে কাজ চালিয়ে নিতে সহায়তা করার জন্যে বিশ্বব্যাপী সচেতন ব্যক্তিদের কাছ থেকে বাড়তি সাহায্য দরকার।

এই মাসটিতে চার বছর পূর্ণ হবে সেই বিশেষ দিনটির, যেদিন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা কিছু ব্লগার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসেছিল এই বিষয় নিয়ে যে কিভাবে ব্লগ এবং অন্যান্য নব প্রযুক্তি বিশ্বব্যাপী অনলাইন কথোপকথন প্রসারে সহায়তা করে এবং রাজনৈতিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সচেষ্ট হয়। এই আলোচনার ফলশ্রুতিতেই (অলাভজনক উদ্যোগ) গ্লোবাল ভয়েসেসের জন্ম হয়েছিল। আজকে আমাদের পরিবার বড় হয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবী লেখক (সেতুবন্ধনকারী ব্লগার) এবং ২০ জনেরও বেশী পার্টটাইম আঞ্চলিক ও ভাষা সম্পাদকের এক বিশাল কর্মীবাহিনীতে পরিণত হয়েছে। এটি এখন উন্নয়নশীল দেশগুলির জন্যে একটি অগ্রণী অংশ্রগ্রহণমূলক নিউজরুমে পরিণত হয়েছে।

সাহায্য দিনআপনার অনুদান বিশ্বের বিভিন্ন টাইম জোনে দিন রাত ২৪ ঘন্টা ধরে কাজ করা আমাদের লেখকদের এবং অনুবাদকদের কাজকে নিরবিঘ্নভাবে চালিয়ে যেতে সহায়তা করবে। এরা সংঘাতপূর্ণ এলাকা থেকে তথ্য, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাক স্বাধীনতার জন্যে বিভিন্ন আন্দোলন সম্পর্কে তাজা খবর ইত্যাদি আপনাদের পরিবেশন করতে সব সময়ই সচেষ্ট।

আপনার ক্ষুদ্র অনুদানও সমষ্টিগতভাবে আমাদের সার্ভারের খরচ, সম্পাদক এবং ছোট পরিসরের কর্মীবাহিনীকে প্রদেয় অর্থের অনেকটা মিটিয়ে আমাদেরকে ঋণের ভার থেকে মুক্ত রাখতে পারবে। আপনাদের এই সাহায্য আমাদের সাইটের বিষয়বস্তুকে ১৫টিরও বেশী ভাষায় অনুবাদে সহায়তা করবে এবং আরও নতুন ভাষায় অনুবাদের উদ্যোগকে বাস্তবায়িত করবে। এর ফলে বিশ্বব্যাপী সংবাদকর্মী এবং সাধারণ পাঠকরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের নাগরিক সাংবাদিকদের মাধ্যমে নানামুখী সংবাদ জানতে পারবে যেখানে বর্তমানে প্রচার মাধ্যমগুলোর আন্তর্জাতিক সংবাদ কাভারেজের উপায়গুলো হুমকির সম্মুখীণ এবং মান প্রশ্নের মুখোমুখী।

আপনার অনুদান অনুগ্রহ করে এইখানে প্রদান করুন এবং সারা বিশ্বের সাধারণ মানুষ কর্তৃক ইন্টারনেট ব্যবহার করে গল্প, চিত্র এবং ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী সংবাদ আদানপ্রদান ও কথোপকথনে আপনার সমর্থনকে পুনর্ব্যক্ত করুন।

ধন্যবাদ!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .