প্যালেস্টাইন: সন্ত্রাসী পুতুল সব থেকে ভালো ক্রিসমাস উপহার নয়

“আপনার বাচ্চার জন্য এই বছর এর থেকে বেশী আনন্দের কি হতে পারে এমন একটি পুতুলের চেয়ে যা আল-কায়দা সন্ত্রাসীর মতো দেখতে?” এ কথা জিজ্ঞাসা করেছেন ব্লগিং বানাটের ফিলিস্তিনি-আমেরিকান ব্লগার নাওয়াল

“এটা সব অ্যক্সেসরিজ সহ আসে (এটা খুবই ভালো কারন এর ফলে এই অর্থনৈতিক মন্দার দিনে আপনার টাকা বাঁচবে)। এর সাথে আসে হাত গ্রেনেড, একটা পিস্তল, একটা অ্যসল্ট রাইফেল আর খুবই গুরুত্বপূর্ণ রকেট লঞ্চার (দারুণ, না?)। আর তাই আপনি হয়ত জানেন, একটা নাৎসী মেজরের আদলও পাওয়া যায় এই ঘৃণাটাকে ভাগ করে নেয়ার জন্য।”

Terrorist doll

ক্লাসিক লেগোর মতো করে করা পুতুলগুলো তৈরি করেছে ওয়াশিংটনের রেডমন্ডের ব্রিকআর্ম নামের খেলনা প্রস্তুতকারী কোম্পানী। ওয়েবসাইটে ১০টা মিলিটারি পুতুল দেখা যায়, যার মধ্যে আমেরিকান মেরিন আর নাৎসী আছে, আর ৩১ ধরনের বিভিন্ন অস্ত্রের সম্ভার।

উপরে দেখানো পুতুলের নাম ‘মি: হোয়াইট‘ আর বিক্রি হয় ১৪ আমেরিকান ডলারে। সাথে থাকা অন্যান্য জিনিষের মধ্যে আছে একটা মাথার কাপড়, পিস্তল, এসল্ট রাইফেল, গ্রেনেড আর ব্যান্ডোলিয়ার।

যদি ছুটির এই মৌসুমে আপনি পুতুল কেনার কথা ভাবেন, জানবেন যে ব্যাপক চাহিদার কারনে স্টকের বেশীরভাগ পুতুলের অর্ডার পূর্বে নেয়া আছে। কিন্তু ভয় পাবেন না। কোম্পানির মালিক আমাদেরকে আস্বস্ত করেছেন, শীঘ্র নতুন পন্য স্টকে আসলেই আবার অর্ডার নেয়া শুরু হবে।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .