আফঘানিস্তান: সায়েদ পারভেজ কাম্বাখশ এর সাথে সাক্ষাৎ

নাসিম ফেকরাত নামে একজন ফ্রিল্যান্সার আফগান সাংবাদিক পুল এ চারখি জেলে আটক সাংবাদিকতার ছাত্র সায়েদ পারভেজ কাম্বাখশ এর সাথে দেখা করেছেন

তাকে দেখে হতাশ মনে হচ্ছিল আর তিনি মরিয়াভাবে আমার দিকে হাত নাড়েন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি তার কাছে যেতে পারি ও কিছু শুনতে পারি, বাইরের আওয়াজের কারনে কোন কিছু শোনা কষ্টকর ছিল। হঠাৎ করে আমার বা কাঁধ ধরে জোর করে পিছন দিকে টানা হয় আমাকে আর আমি দেখি দুইজন পুলিশ আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কাম্বাখশকে কি বলছি।

পুলিশরা আমাকে তার কাছে আর যেতে দেয়নি। কিন্তু আমার সুযোগ হয়েছিল জনাব কাম্বাখশকে বলার যে তিনি ইতালীতে তথ্য নিরাপত্তা আর স্বাধীনতা সংক্রান্ত পুরষ্কার (আইএসএফ) পেয়েছেন। তিনি জানালেন যে এটা জানতে পেরে তিনি আনন্দিত হয়েছেন, কিন্তু তার কাছ থেকে শেষ যে কথা আমি শুনতে পাই তা হলো ”জেল থেকে বেরোনোর জন্য আমার সাহায্য দরকার।”

পুলিশরা তার সাথে কথা বলার আর কোন সুযোগ দেয়নি, তাই হাত নেড়ে আমি কথা দিয়েছিলাম যে তার বাণী আমি বাইরে সবার কাছে পৌঁছে দেব।

গ্লোবাল ভয়েসেস কাম্বাখশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা সম্পর্কে এখানে, এখানে আর এখানে পূর্বে জানিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .