- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মধ্য প্রাচ্য: মুম্বাই সন্ত্রাসী হামলায় আঘাত ও ক্ষোভ

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, ভারত, মিশর, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম, মানবতামূলক কার্যক্রম

মধ্য প্রাচ্যের ব্লগাররা দ্রুত সাড়া দিয়েছেন মুম্বাই সন্ত্রাসী হামলায় আঘাত পেয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।

ইজরায়েলী ব্লগার ইয়েল [1] বলেছেন খবরটা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে যখন আঘাতের মাত্রা বোঝা গেছে।

তিনি আরো বলেছেন:

এটা একেবারেই বিভৎস। আমাদের কাছে শয়তান আর বিকৃত বলে শব্দ আছে কিন্তু আমাদের কাছে এমন কোন শব্দ নেই যা এই ধরনের বিকৃত কাজের বর্ণনা করতে পারে যেখানে হ্রদয়হীন সন্ত্রাসীরা যতজন সম্ভব নিরাপরাধ মানুষকে হত্যা করে। আমরা যারা আমাদের সাধারণ মানুষের প্রতি এত কটা আত্মঘাতী বোমা হামলা আর সন্ত্রাসী হামলা দেখেছি এইসব শিকারদের পরিবার আর বন্ধুদের শোকে একীভূত হই। আমরা ভারতের লোকের সাথে শোক প্রকাশ করি আর এই ধরনের ঘৃণ্য কাজের জন্য আপনাদের ভীতিকে আপন করে নেই। আজ রাতে আমার মন পড়ে রইল মুম্বাইএর মানুষের সাথে।

মিশর থেকে জেইনোবিয়া লিখেছেন [2]:

এইসব ভয়ঙ্কর কাজের জন্য আমার মন খারাপ আর আমি রাগান্বিত কারন আমি জানি যে নিরাপরাধ মানুষ কোন কারন ছাড়া মারা গেছে আর আমার দেশও এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখী হতে পারে।

সন্ত্রাসবাদের ভয়বহতা দেখে তিনি লিখেছেন:

# এটা অনেক পরিকল্পিত সুগঠিত কাজ।

# একই সময়ে কোন ভুল ছাড়া এমন অপারেশন করার জন্য উচ্চ প্রশিক্ষিত লোক দরকার, এটা ১১ জনের বেশী লোক নিশ্চিত। আপনি তাদেরকে পাহাড়ে প্রশিক্ষণ দেননা নিশ্চিত।

# আপনার এইসব দলের বিভিন্ন জায়গার কাজ তদারকির জন্য একটা হাই টেক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক দরকার যা ট্রেস করা যায় না। সিএনএন এর ইন্টারেক্টিভ ম্যাপ দেখেন [3]

# আপনার অনেক অনেক তথ্য দরকার যাতে আপনি লক্ষ্যে সঠিক সময়ে আঘাত করতে পারেন।

জেইনোবিয়া শেষ করেছেন:

আপনার একটা সেনাবাহিনী দরকার এই ধরনের নোংরা কাজ করার জন্য , কোন মিকি মাউস সংস্থা না যার নাম আগে শোনা যায়নি!!

ফিলিস্তিন থেকে দ্যা এংরি আরবস কমেন্ট সেকশন [4] এই গল্পে একটা নতুন লিঙ্ক পোস্ট করেছেন- আর একজন পাঠক এই হামলার ব্যাপারে দ্রুত তিরষ্কার জানিয়েছে।

ময়হাবিন লিখেছেন:

এটা একেবারেই বিভৎস।

নিউইয়র্ক থেকে একজন ইহুদী ব্লগার লাইফ-অফ-রুবিন [5] প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে নিখোঁজদের মধ্যে একজন রাব্বী (ইহুদী ধর্মযাজক) থাকতে পারেন। ব্লগার পরে তার পোস্ট আপডেট করেছেন, এই বলে যে ঘটনার দ্রুত পরিবর্তন আসছে।

সন্ত্রাসী হামলার উপরে চাইমরুবিন জানিয়েছেন:

আজ রাতে ভারত থেকে ভয়ঙ্কর খবর আসছে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পরে, ভারতের ইতিহাসে সব থেকে খারাপ।

মধ্য প্রাচ্য আর বাকি পৃথিবীর আরো প্রতিক্রিয়ার জন্য সংযুক্ত থাকুন এই হামলা সম্পর্কে গ্লোবাল ভয়েসেস বিশেষ কভারেজ পেজে [6]