ফ্লিকারে মুম্বাই এর সন্ত্রাসী হামলার আলোকচিত্র আসা শুরু হয়েছে। ভিনুস অনলাইন ক্লাউড এর ভিনু মুম্বাই এর রাস্তার অনেক আলোকচিত্র আপলোড করেছেন:
মুম্বাইহেল্প আবার চালু হয়েছে আর জানিয়েছে যে কেউ যদি তার বন্ধু আর পরিবারের সাথে যোগাযোগ না করতে পারে তাদের সাহায্য করবে।
এখানে ম্যাসেজ রাখেন যদি আপনি শহরে বন্ধুদের সাথে যোগাযোগ করতে চান।
ভালো হয় যদি আপনি সেলফোন নাম্বার রাখেন আপনার আর আপনার পরিবার/বন্ধুর, আমরা তাদেরকে এসএমএস করতে চেষ্টা করবো।
পরামর্শ: আপনি ফোন করা থেকে বিরত থাকুন। লাইনে জট লাগতে বাধ্য। বরঞ্চ সরাসরি এসএমএস করুন।
এর মধ্যে গৌরাভোনোমিক্স লিখেছেন “মুম্বাই সন্ত্রাসী হামলায় সরাসরি তথ্য জানানো নাগরিক সাংবাদিকতা” নিয়ে:
গুগুল নিউজের প্রথম পাতার সংবাদ হিসাবে মুম্বাইএর সন্ত্রাসী হামালার কথা এসেছে এবং মাহালো খুব ভালো কাজ করছে এই ঘটনা ঘটার সাথে সাথে তা প্রকাশে।
মুম্বাই সন্ত্রাসী হামলার প্রথম আলোকচিত্র এখন সিএনএন -আইবিএন আর এনডিটিভি দেখাচ্ছে আর দুইটাই (সিএনএন -আইবিএন আর এনডিটিভি) ঘটে যাওয়া ঘটনার সরাসরি ভিডিও দেখাচ্ছে।
আমি এই পোস্ট আরো আপডেট করবো মুম্বাই সন্ত্রাসী হামলার উপর নাগরিক সাংবাদিকদের প্রকাশিত আরো তথ্য থেকে।
এই পোস্টটি মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা নিয়ে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজের অংশ।