ছবি তুলেছেন জর্জ গোবী
গত নভেম্বরের ৮ তারিখে বুয়েনোস আয়ার্স এ ওয়ার্ডক্যাম্প আর্জেন্টিনার দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়। প্রথম ওয়ার্ডক্যাম্পের মতো, সব থেকে গুরুত্বপূর্ণ অতিথি ছিলেন ম্যাট মালেনওয়েগ, যিনি ওয়ার্ডপ্রেসের (ব্লগিং প্লাটফর্ম) মূল নির্মাতা। ম্যাট উপস্থিত সকলকে ওয়ার্ডপ্রেস এর ২.৭ সংস্করণের নতুন বৈশিষ্ট সম্পর্কে অবহিত করেছেন। এর অনেক কিছু অ্যাজাক্স ব্যবহার করে তৈরি আর বহুল প্রতিক্ষিত একটি টুল এর ভিতর আছে: একটা ক্লিক করেই অটোমেটিক আপডেট করা- যা ২.৬ সংস্করণ থেকে প্লাগিন এর ক্ষেত্রে উন্মোচিত হয়েছিল। মালেনওয়েগ ‘ব্লগের মৃত্যু’ নিয়ে বিতর্কের কথাও উল্লেখ করেছেন যা কয়েক সপ্তাহ ধরে ব্লগোস্ফিয়ারে চলছে। এজেকিল আপেস্তেগিয়া এখানে সংক্ষেপে জানিয়েছেন (স্প্যানিশ ভাষায়):
“Matt también negó la muerte de los blogs y dijo que están en su mejor momento. Explicó que el futuro de WordPress radica en la posibilidad de ser móvil y social: deberíamos ser capaces de convertir un blog en nuestra casa, para publicar una foto allí y que se distribuya automáticamente a otras redes sociales, por ejemplo”.
এজেকিল একটা ভিডিও প্রকাশ করেছেন মালেনওয়েগের উপস্থাপনা নিয়ে, যদিও হাত একটু কেঁপেছে ভিডিও তোলার সময়:
সকাল শুরু হয়েছে ইউনিভার্সিটিদাদ দো বুয়েনোস আয়ার্স এর প্রফেসর আর গবেষক আলেয়ান্দ্রো পিসিটেলির উপস্থাপনার মধ্য দিয়ে, যিনি ওয়েব ২.০ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে কথা বলেন আর ইন্টারনেট আর মিডিয়ার জানা পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোকপাত করেন। এর পরে কিছু সময় ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যেমন আপনার ব্লগ থেকে আপনি কি করে আয় করবেন, বিজ্ঞাপন পাওয়ার সমস্যা, কর্পোরেট ব্লগের কি করে উৎকর্ষ করা যায় আর আপনার সাইটের সাফল্য কি করে পরিমাপ করা যায় ইত্যাদি।
ওয়ার্ডক্যাম্প আর্জেন্টিনায় (২০০৮) কি কি ঘটেছে তা নিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছে ডেন্কেন উবার, ইনফোক্সিকাডোস, ডটপড, অপটিমিজাডা, আই ওয়ানা বি সিডেটেড, রামিরো আর্তুরি, ড: জেন, সাইকোজিক, কুকিফেস এবং ইংরেজী ভাষায় লিখেছে এসইও এবং ফাবিও।