হেমন্ত এসেছে… ঝরা পাতা আর রঙ্গীন গাছ চারিদিকে, বেশ একটা রোমাঞ্চকর ঋতু। হেমন্তকে এমন একটা ঋতু হিসাবে ধরা হয় যখন নিজেকে একা লাগে, খিদে পায়, আর বই পড়ার খুব ইচ্ছা হয়। অচিরেই শীত আসছে। ঠান্ডা ঋতু আর বরফ। এই সময়ে যদি কেউ একা থাকে তাহলে সে তার একাকিত্ব গভীরভাবে অনুভব করবে। তাদের পাশে হয়ত কেউ নেই যে তাদের শারিরীক আর মানসিকভাবে উত্তপ্ত করতে পারবে। প্রতি বছর এই সময়ে নেটিজেনরা (ইন্টারনেট নাগরিক) বিভিন্ন আলাপ আলোচনা ও বিতর্কে মেতে থাকে যে কি করে আপনি ‘একা’ থাকার অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারেন।
আপনি কি নীচের কোন শ্রেনীর মধ্যে পড়েন যার জন্য আপনি এখনো একা? একজন কোরিয়ান নেটিজেন কৌতুকপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন:
연애못하는 솔로들의 특징
날씨가 추워지는만큼 옆구리의 빈자리가 크게 느껴지는 요즘 커플이기를 갈망하는 솔로부대들이 자주하는 질문이 있다. ‘다른 사람들은 애인을 어디에서 만드나요?’ “애인이 생기려면 대체 어디서 어떻게 해야하나요…’ 등의 가장 기본적인 질문이다.그럼 한국남녀들이 사랑하는 사람을 처음 만난 곳은 어디일까? 며칠간 몇가지 장소를 놓고 설문조사를 해봤는데 각각 소개팅과 학교나 직장에서 현재애인이나 남편, 와이프를 만났다는 의견이 33.7%로 동률로 제일 많았고 신세대들인만큼 온라인게임, 채팅의 순이었다. 이번 커플들의 설문조사에서 볼수 있듯이 애인을 만나는 장소는 특별한 곳이 아니고 솔로들도 항상 존재하고 있는 곳이다. 그런데 왜 유독 나는 솔로일까? 답은 연인을 만날 수 있는 장소가 중요한게 아니라 그 장소에서 내가 어떤 모습을 하고 있느냐에 달린 것 같다. 솔로라면 혹시 난 이런 모습을 하고 있는 건 아닌지 생각해보자.
আবাহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। এই সময়ে আপনার পাশে কেউ না থাকলে আপনার বেশ খালি খালি লাগবে। এই সময়ে যারা একা তারা প্রায় এই প্রশ্ন করে “অন্যরা কি করে ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু পায়?” ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু পেতে আমাকে কি করতে হবে?” এগুলো তাদের মূল প্রশ্ন।
তাহলে কোরিয়ান ছেলে মেয়েরা তাদের প্রেমিকদেরকে কোথা থেকে পেয়েছে? এই প্রশ্ন সংশ্লিষ্ট আমার একটা সার্ভে আছে। ৩৩.৭% কোরিয়ান তাদের ছেলে বন্ধু/স্বামীর বা মেয়ে বন্ধু/স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত লোকজনের বাড়ীতে হঠাৎ দেখার মাধ্যমে আর একই সংখ্যক দেখা হয়েছে স্কুলে, বা কোন কোম্পানীতে। অনলাইন খেলা বা চ্যাটিং এর মাধ্যমে নতুন প্রজন্মের একটা সুযোগ আছে সঙ্গী পাওয়ার। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো বিশেষ উল্লেখযোগ্য কিছু না। সাম্প্রতিক যারা একা আছেন তারাও হরহামেসা এইসব জায়গায় যান। কিন্তু আপনি এখনো কেন একা? উত্তরে দেখা যায় যে জায়গাগুলো এতো গুরুত্বপূর্ণ না হলেও ওইসব জায়গায় আপনি কিরকম আচরন করেন আর নিজেকে কিভাবে উপস্থাপিত করেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি একা হন তাহলে চিন্তা করে দেখেন যে নীচের শ্রেনীভাগের মধ্যে আপনি পড়েন কিনা।
솔로인 사람들의 특징
소개팅에서 주말에 소개팅 기회가 생기면 ‘뭐 괜찮은 사람 나오겠어? 뻔하지 뭐…”하고 소개팅 자체를 귀차니즘과 과거 폭탄을 만났던 기억을 떠올리며 거부하고 집에서 낮잠을 즐긴다. 소개팅에 나가서는 맘에 드는 사람이 있어도 소심함에 애프터신청도 제대로 못하고 단지 그날 하루 재미잇게 논다는 생각으로 놀다오거나 다른 사람들 작업하는데 분위기 메이커 역할만 하고 온다. 어느 구름에서 비가 내릴지 모른다… 이번에 혹시 킹카, 퀸카가 나올지 누가 알겠는가? 소개팅 기회는 적극적으로 놓치지 말고, 소개팅에 가서는 분위기를 띄워야 한다는 강박관념에 사로잡혀 농담따먹기만 하며 남좋은 일만 시키지 말고 때론 진지하게 때론 유머러스하게 강약 조절을 잘해가며 실속을 챙기자. 또 미리 애프터ㅡㄹ 안받아줄것같다고 혼자 판단하지 말고 과감히 맘에 드는 사람이 있음 애프터는 하고 본다. 자존심? 어차피 거절당하면 다신 안 볼 사이인데 웬 자존심? 거절당하면 장난이였던척하면 된다. ㅋ
যখন পরিচিত কারও মাধ্যমে কারো সাথে স্বাক্ষাতের সুযোগ হয় আপনার, আপনি ঠিক করেন যে বাসায় ঘুমানো এর থেকে ভালো। আপনি ভাবেন যে এই স্বাক্ষাৎ থেকে খুব বেশী কিছু আশা করা যায় না: ‘আমি নিশ্চিত ভালো লোক এই ধরণের সাক্ষাতে আসবে না।” অথবা আপনি এমন স্বাক্ষাতে আগ্রহী না কারন আগের একটা খারাপ অভিজ্ঞতা আছে। যদি এমন স্বাক্ষাতে আপনি খুব ভালো কারো সাথে পরিচিত হন, আপনি দ্বিতীয়বার স্বাক্ষাতে লজ্জিত হন আর এটাকে একদিনের মজা হিসাবেই ধরে নেন। অথবা যদি এই স্বাক্ষাত অনেকের সাথে হয় আপনি অন্যদের গুরুত্ব দিয়ে আপ্যায়িত করেন আসল লোককে উপেক্ষা করে। আপনি তো জানেন না কোন মেঘ থেকে বৃষ্টি হবে। কে জানে? এখান থেকে হয়তো কোন সুন্দরী রাণী বা সুন্দর পুরুষ বেরোতেও পারে। সুযোগ যদি পান, নষ্ট করবেন না। খুব হাল্কাভাবে নেবেন না। খুব বেশী চাপের মধ্যে থাকবেন না যে সব সময় আপনাকে ঠাট্টা করতে হবে। মনে করবেন না যে সব সময়ে আপনাকেই কথা শুরু করতে হবে। দেখান যে মাঝে মাঝে আপনি মজা করতে পারেন আর মাজে মাঝে গম্ভীর হতে পারেন। আর এটা ভাববেন না যে অন্য পক্ষ থেকে পরবর্তী স্বাক্ষাতের আমন্ত্রণ পাবেন না। যদি স্বাক্ষাতে আপনি খুব ভালো একজনকে পান তাহলে আপনি দ্বিতীয় স্বাক্ষাতের আমন্ত্রন জানান। আত্মমর্যাদা নিয়ে চিন্তিত? যদি দ্বিতীয় স্বাক্ষাতের জন্য না করা হয়, আপনি তাকে আর দ্বিতীয় বার দেখবেন না। তাই, দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসা করা ঠিক আছে। যদি আপনাকে না বলে তাহলে তাই।
직장 학교에서
직장이나 학교에서는 공사를 구분해야 한다고 생각하고, 대쉬하기도 전에 직장이나 학교에서 이별후 난처해질것을 먼저 걱정하고, 직장에서 ‘김대리는… 미스김은… 왜 애인하나도 없어?’ 직장동료가 물으면 자존심도 상하고 귀찮은 마음에 ‘생길 때 되면 생기겠죠…” “관심꺼주실래요?”하고 말한다. 신중한건 좋지만 미리잇을지 없을지도 모를 미래의 이별을 걱정하며 조심스러워 대취조차 안한다면 차라리 하늘이 무너질까 걱정하고 밖에 외출하지 말것을 권하고 싶다. 공과사를 구분해야 한다고? 공과사 다잡으면 일거양득인데 왜?? 솔로들은 솔로인 생활들이 길어지다보면 이젠 누군가가가 왜 아직 혼자냐는 말도 듣기 싫어하고 자존심상해한다. 귀찮다는 듯이 관심꺼주실래요? 이런말보다는 ‘글쎄요…저도 왜 저처럼 괜찮은 사람이 아직 솔로인지 불가사위네요…’ 뭐 이렇게 가볍게 농담으로 맞대응하면서 소개팅해준다는 약속을 어떻게든 받아내는게 더 현명하다.
আপনি আসলেই বিশ্বাস করেন যে আপনার কোম্পানী বা স্কুলে আপনাকে আপনার ব্যক্তিগত আর বাইরের চেহারার মধ্যে পার্থক্য রাখতে হবে। বা আপনি চিন্তিত যে কোম্পানি বা স্কুলে আপনার সঙ্গীর সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেলে আপনার সমস্যা হবে। যদি আপনার সহকর্মীরা জিজ্ঞাসা করে, ”কেন আপনার ছেলে বন্ধু (বা মেয়ে বন্ধূ) নেই?” আপনি জবাব দেবেন “এটা আপনার চিন্তার বিষয় না।” সাবধানী হওয়া ভালো। কিন্তু আপনি যে সম্পর্ক শুরু হয়নি তা ভেঙ্গে যাওয়া নিয়ে যদি এখুনি চিন্তিত হন তবে আপনি এখুনি আপনার নিজের কামরা বন্ধ করে বসে থাকেন সমস্ত বিপদ এড়ানোর জন্য। এর পরও আপনি বলেন যে আপনার ব্যক্তিগত আর বাইরের জীবন আলাদা হওয়া উচিত? আপনি দুটোই আঁকড়ে ধরতে পারেন। আপনার একার জীবন যদি দীর্ঘ হয়ে থাকে, আপনি তাহলে অপছন্দ করবেন ওই প্রশ্ন শুনতে যে আপনি এখনো একা কেন আর এতে আপনার গর্ব আঘাতপ্রাপ্ত হবে। এই উত্তর দেয়ার থেকে, ‘এটা আপনার জানার কোন বিষয় না’ আপনি কেন এটা উত্তর দেননা, ”আসলে আমি জানি না। এটা একটা রহস্য যে আমার মতো মানুষ এখনো একা আছে।” তাহলে আপনার হয়ত আর একটা হঠাত সাক্ষাতের সুযোগ আসতে পারে।
인터넷채팅이나 게임
‘뭐 이런데 오는 사람들이야 뻔하지…;하는 생각을 하고 진지하고 재미있는 채팅보다는 자극적인 농담과 사진을 주고 받는 방을 즐겨찾고, 채팅보다는 빨간여우나 이쁜여우라는 이름으로 수시로 들어오는 야릇한 쪽지에 관심을 갖는다. 인연이란건 아무도 모른다. 주변에서 나이트 부킹에서 만나 결혼했단 얘길 가끔 들었을 것이고, 내주변에서도 채팅을 통해 결혼하고 결혼예정인 사람들도 몇 쌍있다. 만남이란 어디에서 만났느냐가 중요한게 아니라 어떻게 알아가느냐가 중요한 것이다. 내가 상대방을 이런데 오는 사람들이야… 뭐 이렇게 생각하듯이 상대방도 나를 그렇게 생각할 수 있으니 온라인 게임이든 채팅이든 대화할 기회가 생기면 솔직하고 진솔하게 대화하는 자세도 필요하다.
“আমি নিশ্চিত যে আমি জানি কি ধরনের লোক এখানে ঘুরে বেড়ায়…”। আপনি সেই সব লোককে মূল্যায়ন করেন। তাই ইন্টারনেটে গম্ভীর আর মজার কথোপকথনের পরিবর্তে, আপনি নিজেই মজার কথা আর ছবি খুঁজতে থাকেন। কেউ ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করেনা। আমি মাঝেমাঝে আমার আশপাশের লোকের কাছ থেকে শুনি যে তারা তাদের ভবিষ্যৎ একটা নাইট ক্লাবে পেয়েছে। কেউ কেউ তাদের ভবিষ্যত ইন্টারনেটে চ্যাট করতে গিয়ে পেয়েছে। আপনি কোথায় আপনার ভবিষ্যত পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ না। কি করে জানতে পারলেন সেটা বেশী গুরুত্বপূর্ণ। এইসব জায়গায় যারা আছে তাদের যদি আপনি অবজ্ঞার চোখে দেখেন, অন্যেরাও আপনার প্রতি একই মনোভাব দেখাতে পারে। আপনার যদি সুযোগ থাকে ইন্টারনেটে অনলাইন খেলায় বা চাটিং রুমে কথা বলার, এটা জরুরী যে আপনার এমন মনোভাব থাকবে যে গভীর আর সত্য কথোপকথনের।
만남주선업체나, 사이트
다른건 안보고 그냥 청순하고 섹시한 여자면 되요..
별 것 없고 그냥 맞벌이할 수 있고 키는 165정도에 얼굴 착하고 예쁘고 집안 반듯함 돼요…흔히 이런곳까지 가서 솔로탈출을 원하는 사람들을 보면 어차피 돈들이고 만난 것
마치 본전이라도 뽑으려는 듯 현실에 있음직하지 않을법한 사람들을 찾는 경우가 많다. 그러기전에 나를 한번 되돌아보고 눈높이는 한단께씩만 낮루면 만날 사람들은 무궁무진하다. 또 이사람이 아니여도 다른 사람을 소개받은되지…다른사람도 만나봐야지 하는 생각에 제법 괜찮은데도 거절했다가 후회하는 사람들도 많은데 다음이란 없다… 첫 만남에서 100% 내마음에 드는 이성을 찾으려고 하기보다는 70-80%만 맘에 들면 다음번에 만나서 그 사람이 다른 매력을 확인할 필요가ㅏ 있다.
আপনি বলেন যে আমি অন্যদের ব্যাপারে আগ্রহী না যতক্ষণ সে শুদ্ধ আর যৌনাবেদনময়ী হয়… আমি অন্যদের কাছ থেকে এতো দাবি করিনা, সে তার চাকুরির মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করতে পারে, ভালো রঙবিশিষ্ট হতে পারে, তার উচ্চতা প্রায় ১৬৫ সেমি, আর তার পারিবারিক ইতিহাস খুব ভালো…
আপনি যদি এমন পরিস্থিতিতে পরেন, আপনি এরই মধ্যে এই ধরনের কোম্পানি বা ওয়েবসাইটের সদস্য হওয়ার জন্য টাকা লগ্নী করেছেন। আপনার লগ্নীর কথা চিন্তা করে, আপনি আপনার ভবিষ্যতের সঙ্গীর ব্যাপারে অবাস্তব কথা চিন্তা করবেন না। তার আগে, নিজের দিকে একটু তাকান আর যদি নিজের প্রশংসা একটু কমান তাহলে আপনি আরো সঙ্গী পাওয়ার ভালো সুযোগ পাবেন। বা একজনের সাথে দেখা করার পর, তাকে আপনি না করতে পারেন এই আশায় যে পরের জন ভালো হবে। আমি অনেক লোক দেখেছি যারা পরে আফসোস করেছে। কিন্তু পর বলে কিছু নেই। প্রথম স্বাক্ষাতে ১০০% সঠিক ব্যক্তি পাওয়ার থেকে, আপনার উচিত যে লোকের সাথে ৭০-৮০% সন্তুষ্টি পাওয়া যায় দ্বিতীয় স্বাক্ষাতে তার মধ্যে আকর্ষণীয় আরো জিনিষ খোজা।