আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায় কাজ করে যাচ্ছে বিশ্বের কোনা থেকে না বলা গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরতে। তবে আপনাদের সাহায্য ছাড়া আমরা তা পারব না। আমাদের সম্পাদনা, প্রযুক্তি এবং প্রচারণা দলগুলোকে সুষ্ঠুভাবে চলতে সহায়তার জন্যে আপনারা আপনাদের দানের অংশ থেকে কিছু গ্লোবাল ভয়েসেসকে দিতে পারেন।
জ্যাবারওক ‘দি বুক অফ রাম’ বইটির একটি সমালোচনা পোস্ট করেছে। এর লেখক মিথোলজিস্ট (লোককাহিনী গবেষক) দেবদত্ত পাটনায়েক দেখাচ্ছেন: “কিভাবে রামের কাহিনী যুগ যুগ ধরে সময় ও বক্তার দৃষ্টিভঙ্গী অনুযায়ী রুপান্তরিত হয়ে মানুষের মুখে মুখে ফিরেছে।”
গ্লোবাল ভয়েসেস এর কাজ আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায়, বিভিন্ন ফাউন্ডেশন, দাতা এবং নির্দিষ্ট পরিষেবাগুলির মাধ্যমে সমর্থিত। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে পড়ুন আমাদের তহবিল সংগ্রহের নৈতিকতা নীতি।