জর্ডান: দরিদ্র আর পশ্চাদপদ

জর্ডানের ব্লগার মুফাক কাব্বানি বলছেন যে দরিদ্র আর পশ্চাদপদ হওয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি আমাদের কাছে একটি উদাহরণ তুলে ধরেছেন যে কেমন করে দরিদ্ররা জোর দেয় আরো বেশী সন্তান জন্ম দেয়ার উপর।

তিনি লিখেছেন:

دائما احب ان ابحث عن الأمور المتعلقة بالفقر و المشاكل الإجتماعية
من فترة بسيطة حصل حوار بيني و بين والدتي و هي حاليا مسؤولة عن احد مراكز التنمية الإجتماعية و الثقافية في عمان

দারিদ্র আর সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করতে আমি ভালোবাসি। সম্প্রতি এ ব্যাপারে আলাপ হয় আমার মার সাথে যিনি আম্মানের একটা সামাজিক উন্নয়ন আর সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বে আছেন।

عن بعض فتاة لها حالة خاصة وهي انها شبه عمياء , و الغريب في الموضوع انه والدها هاجرهم و متزوج من اخرى في محافظة اخرى و لديه 7 اطفال من الزوجة الأخرى … اوضاع العائلة حاليا مقبولة و امورهم ميسرة

الفكرة الأساسية انه سبحان الله الفقر و الجهل اكتير من الأحيان بيلتصقو ببعض,
يعني فقير و بدك تتزوج 2 و تجيب 10 أولاد!!! يعني بعرف انه الرزقة على الله و المولود بيجي و بتجي رزقو معو , بس شي و منو !!

و اغلب الرجال برد عليك ,انه من عند الله , و انه مابقدر يخفف , والواحد ليش بتزوج , … إلخ

তিনি প্রতিবন্ধী একটা মেয়ের কথা বলেছেন যে আংশিক অন্ধ ছিল। অদ্ভুত ব্যাপার হল তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়ে আর এক রাজ্যে অন্য এক মহিলাকে বিয়ে করেছে যেই স্ত্রীর সাথে তার আরও সাতটা বাচ্চা আছে। পরিবারের বর্তমান অবস্থা এখন চলনসই আর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মধ্যে।

এই ধারনাটি কেমন বিভ্রান্তিকর যে দারিদ্র আর অজ্ঞতা কিভাবে পরষ্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে আরও জটিল হয়ে যেতে পারে কোন কোন সময়ে। এটা কেন এমন হবে যে আপনি যখন দরিদ্র, আপনি দুইটা মহিলার সাথে বিয়ে করে ১০টা বাচ্চা চান? যদিও আমি এটা পুরোপুরি স্বীকার করি যে ইশ্বর তার আশির্বাদ দেন আর নবজাতকরা তার আশীর্বাদ নিয়েই আসে।

আর বেশীরভাগ পুরুষ আপনাকে উত্তর দেবে যে সন্তানরা ইশ্বরের তরফ থেকে আসা এবং এই ব্যাপারে তার কিছুই করার নেই অথবা কেন মানুষ বিয়ে করে, ইত্যাদি।

আবু মুহাম্মাদের সাথে হওয়া নিন্মোক্ত কথোপকথন মুফাক তুলে ধরেছেন:

كمان بتسئلو : يا زلمة و بعدين معك سمعتك مرتك حامل ؟؟؟؟
ابو محمد : الرزقة على الله
موفق: بعرف هاد الحكي ونعمه بالله , بس كمان انته لازم يكون عندك شوية عقل عندك 5 ولاد و اصغر واحد عمره سنة ونص إرحم إرحم مرتك مش ماكينة ,
ابو محمد : طيب شو اعمل هيك صار مش بإيدي
موفق: شو تعمل؟؟؟؟؟ زبط امورك , هدي اللعب , احسب , روح على مركز تنظيم الإسرة يعني عشان صحتك و صحتها , يا زلمة استنى شوي بس يصير إبنك عمره 3 سنين على الأقل مش ورا بعض ..
ابو محمد : احسب شو ؟ يعني حتى على هالشغلة الواحد بدو ينقص على حالو ,
موفق: ابو محمد, مش تنقص على حالك روح على مركز تنظيم الإسرة بس إقرأ المنشورات أو اعطيهم لمرتك ولا احكيلك , انا بجبلك ياهم !
ابو محمد : شو رح استفيد يعني؟؟
موفق: بس اجيبهم بشرحلك

যখন আপনি তাকে জিজ্ঞাসা করেন: এই যে আপনার সমস্যা কি। এখুনি শুনলাম আপনার স্ত্রী আবার গর্ভবতী???

আবু মুহাম্মাদঃ তাদের উপর ইশ্বরের আশীর্বাদ।

মুফাকঃ আমি এইসব জানি আর এটাও জানি যে ইশ্বরের কাছ থেকেই আশীর্বাদ আসে, কিন্তু আপনার বুদ্ধিওতো ব্যবহার করতে হবে। আপনার এরই মধ্যে পাঁচটা বাচ্চা আছে আর ছোটটার বয়স দেড় বছর। আপনার স্ত্রীর উপর আপনার দয়া হওয়া উচিত যেহেতু সে মেশিন না।

আবু মুহাম্মাদঃ ভালো, কিন্তু আমি কি করতে পারি। এটা ঘটে গেছে আর আমার হাতে কিছু নেই।

মুফাকঃ আপনি কি করতে পারেন মানে?? নিজের আচরণ ঠিক করুন, নিরাপদ কাজ করুন। গুনুন (আপনার বাচ্চা কটা) এবং একটা পরিবার পরিকল্পনা কেন্দ্রে যান। নিজের স্বাস্থ্য আর আপনার স্ত্রীর মঙ্গলের জন্য এটা করেন। আপনার বাচ্চার বয়স তিন বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আর একটা বাচ্চা নেবার আগে.. এভাবে একজনের পর আর একজন হতে পারেনা।

আবু মুহাম্মাদঃ কি গুনবো? এর জন্যও কি আমাকে দায়ী হতে হবে… আর কতো ভার একজন মানুষের উপর থাকবে?

মুফাকঃ আবু মুহাম্মাদ, আমি বলতে চাচ্ছি না যে আপনার কাঁধে আরো বোঝা বাড়াতে হবে। শুধু একটা পরিবার পরিকল্পনা কেন্দ্রে যান আর তথ্য নির্দেশিকা তুলে এনে আপনার স্ত্রীকে পড়তে দেন… বা আমি আপনার জন্য এনে দিতে পারি!

আবু মুহাম্মাদঃ আর এতে আমাদের কি উপকার হবে?

মুফাকঃ আমি যখন নিয়ে আসবো তখন আপনাকে বুঝিয়ে দেব।

তিনি যোগ করেছেন:

مابعرف مو فكرة تدخل بحاتهم , بس اكتير من الحالات يلي بعرفها الزلمة منتوف و عايف حالو و فوق كل هاد بدو يجيب 6 و 7 اطفال ,والله مابزعل و يجيب 10 كمان , بس يكون على الاقل بيته صحيا مناسب , لك زوجته ترتاح ,بتلاقي يا دوب الفرق بين الطفل و الطفل سنة

আমি আসলেই জানি না। আমি মানুষের জীবনে হস্তক্ষেপ করতে চাইনা কিন্তু যে কটা উদাহরণ আমি জানি সেসব ক্ষেত্রে পুরুষেরা খুবই দরিদ্র আর জীবন ধারনের সামর্থ নেই তবুও তারা ছয় সাতটা বাচ্চা চায়। তাদের ১০টা বাচ্চা থাকলেও আমার রাগ করার কিছু ছিলনা যদি খুব কম করে হলেও তাদের একটা উপযুক্ত বাড়ী থাকত। এটি দরকার কারন যেখানে তাদের পরিবার আরামে থাকবে আর পরবর্তী বাচ্চা নেয়ার আগে অন্তত এক বছর অপেক্ষা করা উচিৎ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .