- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কারমাটিউব: ভিডিও শেয়ারিং এর মাধ্যমে পরিবর্তনকে তুলে ধরা

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, ল্যাটিন আমেরিকা, সাব সাহারান আফ্রিকা, আফগানিস্তান, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, উন্নয়ন, খাদ্য, খেলাধুলা, নতুন চিন্তা, মানবতামূলক কার্যক্রম, যুবা, শিক্ষা

কারমাটউব কারমাটিউব [1] একটা অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ছোট ছোট ভিডিও প্রচার করা হয়। এছাড়া সাথে থাকে কিছু পরামর্শ যার মাধ্যমে আলোচিত সমস্যা নিয়ে দর্শকরা কোন পদক্ষেপ নিতে পারে। কারমাটিউবের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরছি আফঘানিস্তান থেকে স্কেটিস্তান [2], দক্ষিণ আফ্রিকা থেকে সিডস অফ লাইট [3] আর ইকুয়েডরের বারিওস দি পাস [4]

স্কেটিস্তান [5] শুরু করেন তিনজন অস্ট্রেলিয়ান যারা আফঘানিস্তানের তরুণদের শেখাতে চেয়েছিলেন কি করে স্কেটবোর্ডের মাধ্যমে স্কেট করা যায়। একে তারা একটা ভাল বিনোদনের উপায় আর ভিন্ন সংস্কৃতিকে চেনার প্লাটফর্ম হিসাবে দেখাতে চেয়েছে। স্কেটিস্তানের স্কেটবোর্ডিং স্কুল খোলা হয় কাবুলে একটা পরিত্যক্ত পুলের আর ছেলে মেয়ে উভয়ে এই অপ্রতিদ্বন্দী খেলায় অংশগ্রহন করে। তাদের সাইটের তথ্যে [6] জানা যায়:

শিক্ষানবীসের অর্ধেক মেয়ে, এবং আফঘানিস্তানের স্কেটবোর্ডিংএ মেয়েদের অংশগ্রহণের এই হার পৃথিবীর মধ্যে সব থেকে বেশী।

নীচের ভিডিও স্কেটিস্তান ইউটিউব চ্যানেলেও [7] পাওয়া যাবে:

সিডস অফ লাইট [8] হচ্ছে দক্ষিণ আফ্রিকায় শুরু করা লেসলী টেম্পেল-থারস্টনের একটি প্রোগ্রাম যেখানে গরীব একটি কমিউনিটিতে জীবনযাত্রার মান বর্ধনের চেষ্টা করা হয়। পানির জন্য কুয়া খোঁড়া, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সব্জি বাগান করা, কম্পিউটার ল্যাব শুরু করা আর এইচআইভি/এইডস এর শিক্ষা দেয়া যেখানে টেম্পেল-থারস্টনের সাহায্যে কিছু কমিউনিটি দাড়িয়েছে।

নীচের ভিডিও [9] দেখায় টেম্পেল-থারস্টনের কাজ আর যে সব কমিউনিটি এর থেকে লাভবান হয়েছে:

বারিওস দে পাজ [4] হচ্ছে সের পাজের [10] একটা প্রকল্প যা নেলসা লিবারটাড কুরবেলো কোরা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নিজে জুয়াকিল ইকুয়েডরের বারিওসে কাজ করেছেন এবং বিভিন্ন দলের সদস্যদের একত্র করে শান্তির জন্য কাজ করাচ্ছেন। তিনি নেলসা গ্যাং সদস্যদের সমর্থন করেন কারন তিনি মনে করেন যে যারা দলে যোগদান করে তারা পরিবারের অংশ হওয়ার চাহিদা থেকে তা করে। তাদের এই গ্যাংয়ে আসে আস্থা আর দিক নির্দেশনার জন্য। সঠিক নেতৃত্ব দিলে তাদের মধ্যে সেই শক্তি আর ইচ্ছা আছে শান্তিপূর্ণ ভাবে কাজ করা। আর ভালোবাসা দিলে তারা ভালোর জন্য পরিবর্তিত হতে পারে। ৯ মিনিটের এই সাবটাইটেল করা ভিডিওতে [11] নেলসা গ্যাং, তাদের মনস্তত্ব আর এই প্রোগ্রাম কিভাবে তরুণদের সাহায্য করেছে সংঘর্ষের কবল থেকে বেরিয়ে আসতে তা নিয়ে কথা বলেছে। পুরো প্রামান্যচিত্র দুইভাগে বিভক্ত যা এখানে [12] আর এখানে [13] দেখা যাবে।

কারমাটিউবে [1] এমন আরো অনেক উদ্দীপক ভিডিও আর প্রকল্প দেখা যাবে। এটা শুনতে ভালো লাগে যে ভালো মানুষ অন্যদের জন্য মহান কাজ করছেন।