ইয়াহুর এখন দু:সময়!

এম. এস হিজুইজি একজন মরোক্কান ব্লগার যিনি নতুন প্রযুক্তিতে আগ্রহী। তার সর্বশেষ ব্লগ পোস্টে, তিনি মাইক্রোসফ্ট, গুগল বা এওএল এর মাধ্যমে ইয়াহুকে বিক্রির শেষ প্রস্তাবগুলো আলোচনা করেছেন।

تذكرون العرض الذهبي الذي قدمته مايكروسوفت لشراء ياهو (بأكثر من 44 مليار). ياهو رفضت العرض بشكل قاطع وأكد مديرها التنفيذي أن فكرة البيع غير مطروحة أساسا. ياهو فضلت عقد شراكة إعلانية مع جوجل للإستفادة من سوق الإعلانات الإلكترونية التي تكاد جوجل تسيطر عليها لوحدها. لكن قوانين مكافحة الإحتكار في أمريكا وقفت بالمرصاد أمام هذه الإتفاقية فتم مؤخرًا الإعلان، بصمت، عن إلغائها.

আপনাদের কি মনে আছে ইয়াহুকে কেনার মাইক্রোসফটের লোভনীয় প্রস্তাব (৪৪ বিলিয়নের বেশী) সম্পর্কে? ইয়াহু এই প্রস্তাবকে সম্পূর্ণরুপে না করেছিল, আর তখন তার নির্বাহী পরিচালক জোর দিয়ে বলেছিল যে বিক্রির পরিকল্পনা তাদের প্রথম থেকেই ছিল না। ইয়াহু তখন গুগলের সাথে বিজ্ঞাপণ নিয়ে অংশীদারিত্ব পছন্দ করেছিল যাতে করে অনলাইন বিজ্ঞাপণ বাজারের সুবিধা নেয়া যায়। এই বাজার গুগল প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করে। কিন্তু আমেরিকার অ্যান্টি ট্রাস্ট আইন এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়। সম্প্রতি নিরবে এটার বাতিল ঘোষণা করা হয়।

সে আরো যোগ করেছে:

مباشرة بعد ذلك سيعلن المدير التنفيذي لياهو (أمس) أن الوقت قد حان لتشتري مايكروسوفت ياهو. وبسرعة جاء رد ستيف بالمر المدير التنفيذي لمايكروسوفت: لا.
تعاني ياهو منذ فترة من المشاكل في تحقيق عوائد مالية بالحجم المطلوب، وسياستها تعرف الكثير من التخبط. وسواء كان رد مايكروسوفت نهائيا برفض شراء ياهو الآن، أو هي مجرد مناورة لتخفيض السعر، فإن ياهو فقدت الكثير من قيمتها، وعلى الأرجح سيتم التضحية قريبا بالمدير التنفيذي لياهو جيري يانغ، وتجديد إدارة الشركة ثم القيام بمجهود أكبر لإستعادة بعض ما فقدته ياهو من قيمتها.
ربما تتدخل AOL، كما تقول الإشاعات، وتوقع إتفاقية شراكة ما، قد تصل إلى الإندماج، لكن دائما، وفي كل الأحوال، يظهر أن جوجل هي المستفيد الأكبر.

এর কিছুদিন পরেই, ইয়াহুর নির্বাহী পরিচালক জানান যে সময় এসেছে মাইক্রোসফটের ইয়াহুকে কেনার। সাড়া তাড়াতাড়ি এসেছে, মাইক্রোসফটের নির্বাহী পরিচালক স্টীভ বালমার বলেছেন: না। কিছুদিন ধরে ইয়াহু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে দরকার মতো অর্থনৈতিক লাভ না হওয়ায়, আর এদের নীতি বিভ্রান্ত। মাইক্রোসফটের এই সাড়া ইয়াহু কেনার ব্যাপারে চুড়ান্ত না কি না, নাকি দাম কমানোর জন্য সহজ চাল? ইয়াহু নিজের মূল্য অনেক খুইয়েছে, আর মনে হচ্ছে অচিরেই বিক্রির মাধ্যমে ইয়াহুর হারিয়ে যাওয়া কিছু মূল্য পুনরুদ্ধার করার থেকে সম্পূর্ণরুপেই ইয়াহুর নির্বাহী পরিচালক জেরি ইয়াং দ্বারা বলিদান করা হবে।

এক গুজব অনুসারে এওএল হস্তক্ষেপ করতে পারে একটি অংশীদারিত্ব চুক্তি করার জন্য যা একীভুত হওয়া পর্যন্ত গড়াতে পারে। কিন্তু সব সময়ে সব ক্ষেত্রে, মনে হচ্ছে সবকিছুতেই গুগলের লাভ সব থেকে বেশী।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .