মিশরীয় ডাক্তার রউফ আমিনকে সাত বছর জেল আর ১,৫০০ বেত্রাঘাতের সাজা দিয়েছে সৌদি আরব। কিসের জন্য? সৌদি হাসপাতালে কর্তব্য পালনের সময়ে একজন সৌদি রাজকুমারিকে চিকিৎসা করতে গিয়ে নেশায় আসক্ত করার ঔষধ দেয়ার অভিযোগে। ড: রউফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন যে রাজকুমারীর ব্যাথানাশক ঔষধে আসক্ত হওয়ার জন্য তিনি দায়ী ছিলেন।
ড: আমিনের স্ত্রী এই ঘটনা জানাচ্ছেন ডক্টরস উইদাউট রাইটস ব্লগে:
منذ ٥ سنوات استدعاه أمير سعودي لعلاج زوجته في قصره، وتبين له أنها أصيبت بكسر في الظهر، ونقلت إلي أمريكا للعلاج، حيث حقنت اك بالمورفين المخدر لتسكين آلامها، غير أنها أدمنته بعد عودتها إلي المملكة، فقرر (رؤوف) بالاتفاق مع الأمير، علاجها من الإدمان حتي تعافت منه تماماً في مارس الماضي”
تابعت: «علي إثر ذلك قرر (رؤوف) تخفيض جرعة المورفين، الذي كان يحضره من بعض المستشفيات بأوامر من الأمير.. وبعد شفائها قرر زوجي العودة إلي مصر، وفوجئ بأنه ممنوع من مغادرة المملكة، وتبين له أن طبيباً سعودياً ضبطته السلطات وبحوزته أمبولات وأقراص مخدرة، وذكر في التحقيقات أنه يعطي هذه الأمبولات لـ(رؤوف
প্রথম বিচারে ড: রাউফ আমিনকে তিন বছরের জেল আর ৭০০ বেত্রাঘাতের সাজা দেয়া হয়… কিন্তু আপীল করার পর সাজা দ্বিগুণ করা হয়। তাকে প্রতি সপ্তাহে ১০-১৫ টা বেত্রাঘাত করা হবে ১৫ বছরের জেলে। এই শাস্তির ব্যাপারে শুধুমাত্র মানবাধিকার সংস্থা আর অন্যান্য সংস্থাই না, বরং স্বরাষ্ট্র মন্ত্রনালয় আর মিশরীয় ডাক্তারদের এসোশিয়েশনও নিন্দা জানিয়েছে; ডাক্তারদের সিন্ডিকেটের প্রধান ড: হামদি এল সায়েদ এএফপিকে জানিয়েছে:
“এই রায়ের নিন্দা আমরা জোরালো ভাষায় করছি আর আমরা কায়রো আর সৌদি আরব কতৃপক্ষের সাথে যোগাযোগ করছি। [মিশরের প্রেসিডেন্ট হোসনি] মোবারাকের সাথেও কথা বলেছি এতে হস্তক্ষেপ করার জন্য,” এল সায়েদ বলেছেন এএফপিকে।
“তার ন্যায় বিচার হয়নি; এমনকি যথেষ্ট মেডিক্যাল বিশেষজ্ঞের মতামতও ছিলনা… এই বিচার ন্যায়ের থেকে বেশি অত্যাচারের আর কোন ধরনের আইনের সাথে এর মিল নেই, মানবাধিকার বা শরিয়া আইনের সাথে (ইসলামিক আইন)।”
এইভাবে অত্যাচার করার থেকে তো ভালো তাকে মৃত্যুদন্ড দেয়া। এক হাজার পাচশো বেত্রাঘাত আর ১৫ বছরের জেল একজন খুনীর জন্যও খুব বেশী কড়া সাজা।”
বলা বাহুল্য যে মিশরের জনগন এটা বুঝতে পারছে না। ক্যারিকেচার শিল্পী আশরাফ হামদি রাগ করে ভাবছে:
“أين الخارجية المصرية ؟
أين منظمات حقوق الانسان ؟
أين وزير الصحة ؟”
মানবাধিকার সংস্থাগুলো কোথায়?
স্বাস্থ্য মন্ত্রণালয় কোথায়?”