- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: ব্লগ কি সেকেলে হয়ে গেছে?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি

চীনের গুয়াংঝোতে এ মাসের ১৫-১৬ তারিখে চতুর্থ চৈনিক ব্লগার কনফারেন্স [1] অনুষ্ঠিত হবে।

তবে বিগত বছরে চৈনিক ব্লগ জগতে একটা আলোচনা শুরু হয়েছে যে ব্লগ সংস্কৃতি কি শেষের পথে কি না। তাছাড়া সম্প্রতি ফেং ডোং-জিং (ডাকনাম ব্লগফাদার) কর্তৃক প্রতিষ্ঠিত বুকি.কম আর ব্লগচায়না.কম নাম্নী প্রথম দুটি চীনা ব্লগ প্লাটফর্ম এখন বাণিজ্যিক ঘাটতির [2] মুখোমুখি হচ্ছে। ফেং পুঁজি খুঁজছেন যাতে ওয়েবসাইটগুলোকে মাল্টি মিডিয়া কমিউনিটি প্লাটফর্মে পরিণত করা যায়।

গত জুলাই মাসে মাইশিয়ান নামে একজন সক্রিয় ব্লগার ঘোষণা দেন যে ব্লগিং সেকেলে হয়ে গেছে আর সিদ্ধান্ত নেন যে তিনি শুধু সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহার করবেন বন্ধুদের সাথে যোগাযোগের জন্য [3]

作为一个活跃的博客(Blog)作者,三年多以来,我一直坚持更新一个专业博客《麦田的读书生活》。在这份基本上保持每周更新的博客上,我一直以“自媒体”的模式,几乎全部文章都围绕互联网网站运营,尤其是社区和电子商务方面内容。这份博客给我带来了一些所谓“名声”和快乐,带来了非常高的访问量——但现在,我却在认真思考一个问题:是不是应该关了这个博客。

因为,博客(Blog)已经过时了。

বিগত তিন বছরে একজন সক্রিয় ব্লগার হিসাবে আমি জোর দিয়ে গিয়েছি আমার ব্লগ ‘মাইশিয়ান্স রিডিং লাইফ’ এ প্রায় প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে লেখার জন্যে। আমি ‘মি দ্যা মিডিয়া’ মডেল গ্রহন করেছি আর ইন্টারনেট কমিউনিটি ও বাণিজ্য নিয়ে লিখে যাই। এই ব্লগ আমাকে কিছু নাম দিয়েছে আর দিয়েছে খুব উচ্চ সাইট ভিজিটের হার। তবুও আমি চিন্তা করছি ব্লগটা বন্ধ করার ব্যাপারে।

কারন ব্লগ সেকেলে হয়ে যাচ্ছে।

এই সত্য ছাড়াও যে বেশীরভাগ স্বাধীন ব্লগিং প্লাটফর্ম বড় বড় ইন্টারনেট কোম্পানি দ্বারা পরাজিত হয়েছে যেমন সিনা। এই ব্লগার দেখেছে যে ব্লগিং এর পারষ্পরিক সক্রিয় দিকের সাথে প্রতিযোগিতা করা যায়না অন্য কিছু দিয়ে যেমন কিউকিউ। তবে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এসএনএসের (স্বল্প দৈর্ঘের সংবাদ) আবির্ভাব।

但我现在认为,以Facebook为代表的SNS的真正力量,是“博客终结者”——SNS应用在“自媒体”和“交互”两方面,都比博客应用更具有效率。博客完成了网民的“主体性”,SNS将完成网民的“主体间性”。

এখন আমার মনে হয় যে ফেসবুকের তুলে ধরা এসএনএস হচ্ছে ব্লগের ঘাতক। এসএনএস কে যখন ‘মিডিয়া’ আর ‘পারষ্পরিক সক্রিয়’ কাজের সাথে মূল্যায়ন করা হয় দেখা যায় এটি ব্লগের থেকে অনেক বেশী কার্যকর। আমরা যদি বলি যে ব্লগিং নেটিজেনদের স্বাধীন কন্ঠ দেয়, এসএনএস নেটিজেনদের মধ্যে আন্ত-আত্মনিষ্ঠতার ধারনা জাগিয়ে তুলতে সমর্থ হবে।

এই লেখাটার পর লেখক তার ব্লগে লেখা বন্ধ করেছেন আর তিনটা সিএনএসের দিকে সরে গেছেন। তবে তার ব্লগের লেখাগুলোকে প্রায় উদ্ধৃত করা হয় চীনে ব্লগ সার্ভিস প্রভাইডারদের (ব্লগ প্লাটফর্ম) সাম্প্রতিক বানিজ্য ঘাটতি বোঝাতে।

আরেকজন বিখ্যাত টেকব্লগার উলিয়াম লং এই প্রতিবেদনের উল্লেখ করেছেন সম্প্রতি গায়েব হয়ে যাওয়া কিছু ব্লগ সংশ্লিষ্ট সার্ভিস [4] সম্পর্কে, যেমন কিছু ব্লগ প্লাটফর্ম আর আরএসএস এগ্রেগেটর;

我们看到的现象是,BSP以及和博客相关的第三方服务正在一个接一个的消失,博客已经度过了其最辉煌的日子,正慢慢走向一个黑暗的未来,其最主要的原因,我看是因为这些博客第三方服务无法从中盈利。

  为什么无法盈利呢?以内容建设的观点看,博客自身的内容质量应该比SNS、Twitter、DIGG等要高,流量也不算少,借助广告实现规模收入也是有可能的,但是目前博客广告盈利的方式非常单一,基本上集中在Google AdSense上,这也导致了博客的盈利预期受到了Google的控制和影响。

আমরা যা দেখি তা হলো, ব্লগ প্লাটফর্ম আর ব্লগের সাথে সংশ্লিষ্ট সার্ভিসগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। ব্লগ তার সোনালী দিন অতিক্রম করে অন্ধকারের দিকে যাচ্ছে।এর মূল কারন হলো ব্লগকে ঘিরে থাকা সার্ভিসগুলো মুনাফা করতে পারছে না।

কেন তারা মুনাফা করতে পারছে না? ব্লগের বিষয়বস্তু সিএনএস, টুইটার আর ডিগ এর থেকে ভালো, এদের ট্রাফিকও ভালো। বিজ্ঞাপণ থেকে এদের আয় হওয়া উচিত। কিন্তু বর্তমানে ব্লগারের আয় সীমাবদ্ধ। মূলত তারা গুগল এডসেন্স এর উপর নির্ভরশীল। যার মানে তাদের মুনাফা গুগল দ্বারা প্রভাবিত।

Google一上来就收购或者开发了一大堆免费的博客工具如Google Reader、FeedBurner、Blogsearch等等,将这些第三方博客服务的盈利梦想彻底打破,使得类似FeedDemon的服务只好免费,但市场份额依旧被Google Reader占领,从而导致第三方博客服务无法实现盈利,最终转向Google一家独大的局面。

গুগল যখন দৃশ্যপটে আসলো, তখন তারা অনেক ব্লগিং উপকরন তৈরি করে, যেমন গুগুল রিডার, ফিডবার্ণার, ব্লগসার্চ ইত্যাদি…যা অন্যান্য ব্লগ সার্ভিস প্রভাইডারের মুনাফার স্বপ্নকে ধংস করে দেয় আর গুগলের বাজারে একচেটিয়া অবস্থান ছিল।

তারপরেও, তিনি ব্লগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আর ব্লগ যে এসএনএস দ্বারা প্রতিস্থাপিত হবে সে সম্পর্কে ভিন্নমত পোষন করেছেন:

博客的特点就是个性化和开放性,其内容质量相对较高,而SNS相对来说较为封闭,特别是对搜索引擎封闭,这和博客的开放形成鲜明对比,SNS的封闭性不利于信息的传播,一篇好文章难以在SNS中广泛传播,而目前国内SNS普遍都是复制美国Facebook的模式,这条路非死不可。依我看来,国内 SNS做的最好的是腾讯QQ,但你几乎找不到QQ和Facebook的任何一个相同点,更绝的是腾讯从来不说自己搞得是SNS。

ব্লগ আরো বেশি উন্মুক্ত আর ব্যক্তিভাবাপন্ন হয়, এর বিষয়বস্তুর উচ্চমানের হয়ে থাকে। এসএনএস হচ্ছে সঙ্কীর্ণ, বিশেষ করে সার্চ ইঞ্জিনবান্ধব নয়। ব্লগের উন্মুক্ততার সাথে এটার বৈপরীত্য আছে যা তথ্য আদানপ্রদানে প্রভাব ফেলে। এসএনএসের মারফত একটি ভালো প্রতিবেদন পাঠানো খুবই কঠিন। এখন চীনের বেশীরভাগ এসএনএস ফেসবুকের সাথে চলার চেষ্টা করছে যার সুযোগ সীমিত। টেনসেন্টস কিউকিউ [5] সব থেকে ভালো এসএনএস, কিন্তু আপনি কিউকিউ আর ফেসবুকের মধ্যে কোন মিল পাবেন না। মজার ব্যাপার হলো টেনসেন্টস নিজেকে কখনো এসএনএস হিসাবে দাবী করেনি।

এই ব্লগার এই বলে শেষ করেছেন যে বিএসপি আর ব্লগের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সার্ভিসের ব্যর্থতার মানে এই না যে ব্লগের দিন শেষ, অন্য দিকে, ব্লগাররা নিজেদের স্বাধীন ব্লগ নির্মাণ করতে পারে।

আমরা অপেক্ষা করে দেখি চীনা ব্লগাররা এই ব্যাপারে কি বলতে আসছে চৈনিক ব্লগার কনফারেন্সে।