আর্জেন্টিনা: জাতীয় দলের নতুন কোচ দিয়েগো ম্যারাডোনা


ছবি তুলেছেন, জে এম রোবলেডো এবং একটি ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

সারাবিশ্ব ভ্রমণকারী কোন আর্জেন্টাইনের জন্য, বিশ্বের যে কোন স্থানের যে কোন অধিবাসীর সাথে কোনরূপ আলোচনায় স্বভাবতই একটি নাম উঠে আসে: ম্যারাডোনা। দিয়েগো ম্যারাডোনা অব্যশই বিশ্বে সবচেয়ে খ্যাতিমান আর্জেন্টাইন, এবং সে যা করে তাই একটা সংবাদ হয়ে যায়। আরও বেশী চমকপ্রদ সংবাদ হয়ে ওঠে যখন সে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে ঘোষিত হয়। আকাশ ছোয়া সাফল্যের চেয়ে কম ফলাফল এর কারনে আলফিও বেসিল এর পদত্যাগের পর আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন নানা পদপ্রার্থীর মধ্যে বাছাই করার জন্য বেশ সময় নিয়ে অনেককেই চমক এর মধ্যে রেখেছিল। অনেক আর্জেন্টাইন অবাক হয়ে ছিল ভেবে যে কিভাবে একজন মহান ফুটবল খেলোয়াড় কোচ হিসেবেও সুন্দর ভূমিকা পালন করবে এবং দেশকে ওয়ার্ল্ড কাপ ২০১০ এর জন্য যোগ্যতা প্রাপ্তি নিশ্চিত করবে।

ই-ব্লগ নামক ব্লগে, লেয়ান্দ্র জানোনি এই নিয়োগকে সমর্থন করে বলেন:

La Asociación del Fútbol Argentino (AFA) hizo justicia con la historia. Nadie hoy por hoy merece el puesto más que Diego…Grondona se dio cuenta de que hoy la selección necesita otra cosa, un golpe de timón, un motivador y un líder a quien respetar y no tanto título local acumulado.

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ – স্প্যানিশ ভাষায় সংক্ষেপে) ইতিহাস গড়েছে শুধু আচরণেই। আজ দিয়াগো ছাড়া আর কেউ নেই যার এই পদটি প্রাপ্য…গ্রোনডোনা (এএফএ প্রেসিডেন্ট) উপলব্ধি করতে পেরেছিলেন যে জাতীয় দলের ভিন্ন কিছূ একটা প্রয়োজন, কাউকে দায়িত্ব গ্রহণ করতে হবে, একজন উদ্বুদ্ধকারী, একজন নেতা যে শ্রদ্ধার এবং সেরকম কেউ নয় যে অজস্র স্থানীয় খেতাব অর্জন করেছে।

ম্যারোডানের পক্ষে ওয়ার্ল্ডকাপ ব্লগে ইংরেজীতেও সাফাই দেয়া হয়েছে।

অন্যদিকে , ব্লগবিস ম্যারাডোনা কে আনার সমালোচনা করে এবং তারা বলে আরও ভাল পদপ্রার্থী ছিল ।

Sobran entrenadores capacitados y profesionales en el país. Pero no se opta por primar la profesionalidad ni la capacidad sino por conceptos tales como “pasión por la camiseta”, “dá ánimos a los jugadores”, etc”… Como jugador hizo historia pero como entrenador ha sido lamentable. Pero sus antecedentes no valen aquí. La adoración endiosada es lo que ha ganado

দেশে অগণিত প্রশিক্ষিত ও পেশাদার কোচ ছিল। তারা পেশাদারিত্ব এবং পারদর্শিতাকে গুরুত্ব দিতে ইচ্ছুক নয়, কিন্তু গুরুত্ব দিতে ইচ্ছুক ধ্যান ধারনার যেমন, “জার্সির জন্য আবেগ,” “খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা,” ইত্যাদির জন্য। একজন খেলোয়াড় হিসেব সে ইতিহাস রচনা করেছে, কিন্তু একজন কোচ হিসেবে সে ছিল হৃদয়বিদারক। যাই হোক, তার রেকর্ড এখানে গনণা করা হয়নি। দেবতুল্য ভালবাসাই কেবল এখানে জয়ী হয়েছে।

এই বিষয়ে অন্যান্য মতামত পাওয়া যাবে মারসেলো গ্যান্টমেন্ট, কুয়াডরেনো কনটাবল; সেলেসিওন ডিপোরটিভা; এম্প্রেসাস কন্ট্যাবলসব্লগে (সবই স্প্যানিশ ভাষায়)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .