- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফঘানিস্তান: সৈয়দ পারভেজ কামবখশ- এর মৃত্যুদণ্ড পরিণত হলো ২০ বছরের জেলে

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, আফগানিস্তান, আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা

Syedযাক অন্তত মৃত্যুদন্ড [1] নয়।

আফঘানিস্তানের একটি আপীল কোর্ট সাংবাদিকতা বিভাগের এক ছাত্রের মৃত্যুদন্ডের রায় পাল্টে দিয়েছে। এই ছাত্রটির বিরুদ্ধে ব্লাসফেমী আইনে অভিযোগ আনা হয়েছিল কারন সে ক্লাশে ইসলামে নারীদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল। বিচারকরা তার আগের শাস্তি মৃত্যুদন্ড পাল্টে ২০ বছরের জেলদণ্ড দিয়েছে।

এই বিচার চালানো হয় ২৪ বছর বয়স্ক পারভেজ কামবখশ এর বিরুদ্ধে। পারভেজের ভাই তার লেখার দ্বারা আফগান যুদ্ধবাজ নেতাদের ক্ষেপিয়ে তুলেছিল। এই মামলাটি দেখাচ্ছে যে কিভাবে আফগান সমাজ ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতার অগ্রাহ্য করে অতি রক্ষণশীল হয়ে পড়ছে।

অবশেষে একজন স্বাক্ষী জানায়, জানুয়ারী মাসে প্রথম বিচারকার্যে কামবখশ এর বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে তাকে বাধ্য করা হয়। কামবখশ-এর বয়স এখন ২৪ বছর। সে কাবুলের বিখ্যাত কারাগার পুল-ই-চরকীতে তার জীবনের বাকী ২০ টি বছর কাটাবে স্রেফ এই অভিযোগে যে, সে ইসলাম -কে প্রশ্নবিদ্ধ করেছে।

Google Map

পুল-ই-চরকী জেলখানা, এটি কাবুলের পুর্বে অবস্থিত। গুগল ম্যাপে তার অবস্থান [2] দেখা যাচ্ছে।

অতীতে গ্লোবাল ভয়েসেস [3] এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভকেসী [4] উভয়ে কামবখশ এর বিচার নিয়ে প্রতিবেদন তৈরী করেছে।