বাংলাদেশের সর্ববৃহত বাংলা ব্লগ কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগের আরিল্ড ক্লোকারহাগ বাংলাদেশী ব্লগোস্ফিয়ারের স্বকীয় বৈশিষ্টের কথা বলছেন: “আমার মনে হয় পৃথিবীতে আর কোন দেশ এমন নেই যার বেশীর ভাগ ব্লগাররা কমিউনিটি ব্লগের মাধ্যমে যুক্ত।” তিনি ক্রমবর্ধমান ব্লগ কমিউনিটিগুলোতে ব্লগাররা যাতে তাদের একই নিক ব্যবহার করতে পারেন সে আশা করেছেন।