- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্জেন্টিনাঃ বুয়েনোস আইরেস এ অনুষ্ঠিত হলো “উই মিডিয়া ২০০৮”

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি

প্রথমবারের মত ল্যাতিন আমেরিকাতে উই মিডিয়া কনফারেন্স [1] অনুষ্ঠিত হলো, এ বৎসরের ১৪-১৫ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক শহর হয়েছিল আর্জেন্টিনার বুয়েনোস আইরেস। মিডিয়া বিশেষজ্ঞ আইফোকোস [2] বাৎসরিক সম্মেলন মায়ামীতে আয়োজন করতো কিন্তু এ বছর ক্যারিন পত্রিকার সাথে মিলে আর্জেন্টিনায় সম্মেলনকে অনুষ্ঠিত করেছে। অন্যান্যদের মধ্যে মিডিয়া কর্মী, ওয়েব উদ্যোক্তা এবং ব্লগাররা ল্যাতিন আমেরিকান আর্ট মিউজিয়াম অব বুয়েনোস আইরেস [3] (স্প্যানিশে সংক্ষেপে বলা হয় মালবা ) এ সমবেত হয়েছেন বিভিন্ন বিষয়ে যেমন “মিডিয়া এন্ড ব্লগস”, “ইন্টারনেট, মার্কেটিং এন্ড সোসাইটি” এবং “কমিউনিকেশন, নিউ জেনারেশন এবং অনলাইন কমিউনিটি’ র উপরে বহুমূখী বক্তার আলোচনা শুনতে। [4]


জর্জ গোবির তোলা ছবি [5]এবং ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত

সম্মেলন কক্ষে বক্তা ও দর্শক হিসাবে উপস্থিত ব্লগাররা অনুষ্ঠানের বিবিধ বিষয় বিস্তৃত আকারে তুলে ধরেছেন। বুয়েনোস আইরেসের পত্রিকা ক্লারিন তাদের ওয়েবসাইটে একটা প্রতিবেদন প্রকাশ করেছে “টকিং এবাউট উই মিডিয়া বুয়েনোস আইরিস [স্প্যানিশে] [6] নামে যেখানে অনুষ্ঠান সম্পর্কিত ব্লগ ও মিডিয়া লিংকসমূহ প্রদান করা হয়েছে। বোটোন ডি ইনিসিও [স্প্যানিশে] এর মার্টিন একটা ব্লগ পোস্ট লিখছেন “উই মিডিয়া ফ্রম দি আর্জেন্টাইন টুইটোস্ফিয়ার [স্প্যানিশে]” [7] নামে যেখানে তার বিবেচনায় উই মিডিয়ার অনেক সেরা কিচিরমিচির তুলে ধরেছেন।

মিডিয়াতে তরুনদের ভূমিকা সবসময় আলোচিত একটা বিষয়, এর মধ্যে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালায় স্থানীয় ফটো-ব্লগার (ফ্লোগার) লা-কামবিউ [স্প্যানিশে] [8] এর নাটকীয় ভঙ্গি, নৈপুণ্য ও সফলতার কথা উদাহরণ হিসাবে প্রায়শই তুলে ধরা হয়। সম্মেলন আয়োজকরা আরো তিনজন তরুন ব্লগারসহ তাকে অনুষ্ঠানে আমন্ত্রন জানায় ইন্টার‌নেট এবং অন্যান্য সামাজিক সফটওয়ার যেভাবে তারা ব্যবহার করে তা উপস্থাপনের জন্য। ই-ট্রু [স্প্যানিশে] র জোস তার বোনাস উই মিডিয়াঃ এডলসেন্টস [স্প্যানিশে] [9] পোস্টে আলোচনা থেকে উপসংহার তুলে ধরেছেনঃ

-Son gente común con distintas características y que se identifican en un mundo virtual y en un mundo real a la vez. No es nada del otro mundo. Todos lo hacemos al ingresar en Internet.
-Los medios no los comprenden. Escriben cualquier cosa de sus formas de vivir. Y encima los categorizan mal. ¿Falta de interés o de información?
-No son fenónemos, no son “nosotros”, “ellos” o “personas comunes”, somos todos iguales, con distintas características.
En un evento en donde la mayoría pertencía a prestigiosas empresas de medios, agencias de publicidad, son bloggers o están interesados en el tiempo, los adolescentes demostraron que no son un fenómeno al cual tenerle miedo. Para nada.

- তারা স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী সাধারণ মানুষ যাদের সাথে সমভাবে ভার্চুয়াল ও বাস্তব বিশ্বে একাত্ম হওয়া যায়। অন্য কোন গ্রহ থেকে নয়। আমরা যখন অনলাইনে থাকি তখন এসবই করি।
– মিডিয়া তাদের বুঝতে পারে না। তাদের জীবনপদ্ধতি সম্বন্ধে যা ইচ্ছে তাই লিখে দেয়। তদুপরি ভুলভাবে তাদেরকে শ্রেণীবদ্ধ করে ফেলে। এটাকে কি আগ্রহের না তথ্যের অভাব বলবো?
– তারা বিষ্ময়কর কিছু নয়, তারা “আমরা”, “তারা” অথবা “সাধারণ মানুষ” নয়, আমরা সবাই একই, স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত।

স্বনামধন্য মিডিয়া কোম্পানী, প্রচার সংস্থা, ব্লগার অথবা আগ্রহীদের আধিক্যপূর্ণ একটা অনুষ্ঠানে টিনএজারা হাতেকলমে দেখিয়েছে তাদেরকে ভয় পাবার মত কিম্ভুত কিছু নয় তারা। মোটেও না।

তথাপি সবাই একমত নয়। ডটপড [স্পানিশে] এর ফেডরিকো লিখেছেনঃ [10]

es importante poner especial énfasis en algo concreto, ya que si bien el periodismo y los blogs son de alguna manera moneda corriente, algunos de los disertantes han llegado a menospreciar a la blogósfera y eso puede no ser tomado con buenos ojos. Tenembaum por ejemplo empezó hablando de los blogs y después los mezcó con la famosa flogger “Cumbio“, algo que a mí sinceramente me pareció degradante, amén de que ya parece un cliché hablar de esta mina xD.

কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষ নজর দেয়া জরুরী। সাংবাদিকতা এবং ব্লগ খুবই পরিচিত হওয়া স্বত্বেও কয়েকজন বক্তা ব্লগস্ফিয়ারকে অবমূল্যায়ন করেছেন এবং তা সুনজরে দেখা যায় না। উদাহরণসরূপ বলা যায় ব্লগ সম্পর্কে বলতে গিয়ে টেনেমবাম শেষে বিখ্যাত ফ্লোগার কামবিউর সাথে গুলিয়ে ফেলেন যা আমার কাছে অবমাননাকর মনে হয়েছে এবং এই মেয়ে “এক্সডি” র উল্লেখ বিষয়টিকে হালকা করে ফেলেছে।

আনব্লগড [স্প্যানিশে] এর এনড্রেস আর্জেন্টিনা থেকে গ্লোবাল ভয়েসের লেখক জর্জ গোবির অংশগ্রহণ [11]সম্বন্ধে লিখেছেনঃ

“Comunidades conectadas y multitudes organizadas” con Jorge Gobbi de Global Voices, Juan Cruz Mones Cazón de Idealistas.org y Paulien Osse de Wage Indicator Foundation. Cada uno de ellos estuvo contando sobre el proyecto en el que participan y sin duda Global Voices fue el que se llevó los premios, ya que la ronda de preguntas estuvo principalmente dedicada a Gobbi. Global Voices básicamente es una red de colaboradores de todo el mundo que toma información de blogs en cada país y la misma es publicada en distintos idiomas, también traducida por un grupo de traductores colaboradores de los distintos idiomas. En Argentina, Jorge es el único colaborador en la parte de escritura.

গ্লোবাল ভয়েসের জর্জ গোবি [12], আইডিয়ালিস্টাস.অর্গ [13] এর জুয়ান ক্রুজ মোনস কাজোন এবং ওয়েজ ইন্ডিকেটর ফাউন্ডেশনের [14]পৌলিন ওসের বিষয় ছিল “কানেক্টেড কমিউনিটিস এন্ড অর্গানাইজড ক্রাউডস”। প্রত্যেকে তাদের অংশ নেয়া প্রকল্প সম্বন্ধে বলেছেন এবং গোবিকে নিদৃষ্ট করে প্রাথমিকভাবে এক গুচ্ছো প্রশ্ন ছুড়ে দেবার পরে নিঃসন্দেহে গ্লোবাল ভয়েস পুরষ্কার ঘরে তুলে নিয়েছে। গ্লোবালভয়েস আদপে বিশ্বের নানা প্রান্তের কিছু সহযোগীদের নেটওয়ার্ক যারা এক একটা দেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত ব্লগের তথ্য সংগ্রহ করে এবং পরে একদল সহযোগী বিভিন্ন ভাষায় সেগুলো অনুবাদ করে থাকে। আর্জেন্টিনায় জর্জ হচ্ছেন একমাত্র স্বেচ্ছাসেবী যিনি নিবন্ধ লিখে থাকেন।

আগ্রহীরা ক্লারিনের নিবন্ধটি দেখতে ও ব্লগের মন্তব্য পড়তে পারেন এবং অনুষ্ঠানের ছবি দেখতে পারেন ফ্লিকর [15]পুল থেকে।