দ্যা বেটার ইন্ডিয়া ব্লগ রিপোর্ট করছে যে ভারতের রাজধানীতে সৌরশক্তি চালিত রিক্সার যাত্রা শুরু হয়েছে। “সোলেকশ নামে এই পরিবহনের কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে দিল্লীতে এবং সব কিছু ঠিকমত চললে এক মাসের মধ্যেই এর বানিজ্যিক উৎপাদন শুরু হবে।”
উপরের ভাষাগুলো দেখছেন? আমরা গ্লোবাল ভয়েসেস এর গল্পগুলো অনুবাদ করেছি অনেক ভাষায় যাতে বিশ্বজুড়ে মানুষ এগুলো সহজে পড়তে পারে।
আরও জানুন লিঙ্গুয়া অনুবাদ »দ্যা বেটার ইন্ডিয়া ব্লগ রিপোর্ট করছে যে ভারতের রাজধানীতে সৌরশক্তি চালিত রিক্সার যাত্রা শুরু হয়েছে। “সোলেকশ নামে এই পরিবহনের কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে দিল্লীতে এবং সব কিছু ঠিকমত চললে এক মাসের মধ্যেই এর বানিজ্যিক উৎপাদন শুরু হবে।”