- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনঃ মাইক্রোসফট বনাম নেটনাগরিক

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি

চীনে মাইক্রোসফটের উইন্ডোজ জেনুইন এ্যাডভেটেজ (ওজিএ) সফটওয়ারের বিতর্কিত উদ্বোধন দেশের অসংখ্য পাইরেটেড ইউজারদের আতঙ্কিত করে তুলেছে।

একটা জেনুইন উইন্ডোজ সফটওয়ারের দাম পড়ে চীনা মুদ্রায় ১০০০ রেনমিনবি, একজন মানুষের মাসিক জিডিপির সমান। অন্যদিকে যে কোন পাইরেটেড উইন্ডোজ রাস্তায় ফেরি হয় মাত্র ৫ রেনমিনবিতে যা ১ ডলারেরও কম। তাছাড়া, জেনুইনের মতই পাইরেট উইন্ডোজের প্রায় সব ফিচার ইন্টারনেট থেকে আপডেট করা যায় এবং দেখতেও চমৎকার (উদাহরণসরূপ বলা যায় বিখ্যাত পাইরেট ভার্সন “টমেটো গার্ডেন” এর কথা) সবমিলে যা কোনভাবেই জেনুইনের চেয়ে পিছিয়ে নেই। ফলশ্রুতিতে জেনুইনকে (আসল) পুরোপুরি গ্রাস করে ফেলেছে পাইরেসী (নকল)। টেনসেন্ট ডট কমের একটা অনলাইন জরিপে দেখা যায় অংশগ্রহণকারীদের ৭৪.২৪% মানে ৪৪০৭১১ জন পাইরেটেড উইন্ডোজ ব্যবহারকারী (২১শে অক্টোবর পর্যন্ত)।

পাইরেটেডে মাইক্রোসফট অফিসকে লক্ষ্য করে ওজিএ এবং ডব্লিউজিএ তৈরী করা হয়েছে। এটা আপনার কম্পিউটারকে অতিষ্ঠ করে ফেলবে মনে হবে যেন হ্যাকারের আক্রমনের শিকার হয়েছে। প্রথমত: আপনার স্ক্রিন প্রতি ৬০ মিনিটে ব্লাকআউট হবে, দ্বিতীয়ত: আপনি পাইরেট সফটওয়ার ব্যবহার করছেন এমন একটা রিমাইন্ডার সবসময় পপ আউট হতে থাকবে। মনে হবে একজন বড় ভাই সবসময় আপনাকে পর্যবেক্ষণ করছে।

চীনের কম্পিউটার ইউজারদের প্রথম প্রতিক্রিয়া ছিল আতঙ্কের। উত্তর চীনের শেজিয়াং এ সাংবাদিকরা পর্যবেক্ষণ [1]করেছেন ইতোমধ্যে জেনুইন উইন্ডোজ বিক্রির পরিমাণ ৫০% বেড়েছে এবং তা ডব্লিউজিএ এবং ওজিএ কার্যকর হবার আগেই। বেইজিং এর একজন বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন [2] অনলাইনে লেনদেন করেন এমন শেয়ারহোল্ডাররা ব্যবসার যে কোনপ্রকার ক্ষতি এড়াতে জেনুইন উইন্ডোজ ক্রয় শুরু করেছেন।

প্রকৃতপক্ষে ডব্লিউজিএ কাজ করবে না যদি উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট থেকে এর জন্য তৈরী একটা প্যাকেজ ডাউনলোড করতে না পারে। এখনও এ খবর যারা জানে না তারা ছাড়া বেশীরভাগ মানুষই ডব্লিউজিএ এড়াতে উইন্ডোজ আপডেট বন্ধ করে দিয়েছে। আবার অনেক কম্পিউটার বোদ্ধা ডব্লিউজিএর বাধা ভাঙার জন্য একটা উপায় বের করার জন্য উঠে পড়ে লেগেছে।

আতঙ্ক ছাড়াও চীনা ইউজাররা কপিরাইট অগ্রাহ্যের পক্ষে হাজারো যুক্তি প্রদর্শন করে মাইক্রোসফট এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। টেনসেন্টের জরিপে ৭৭.৪৮% মানে ৪৫৯৯৪৪ জন মানুষ ডব্লিউজিএর বিরুদ্ধে ভোট দিয়েছে। আলোচনার সাইট ও ব্লগে মাইক্রোসফটের বিরুদ্ধে নেটনাগরিকদের সরব উপস্থিতি এখন নৈমত্তিক ঘটনা।

কলাম লেখক ব্লগার লিয়াঙ একটা আঞ্চলিক পোর্টাল জিংগচু তে লিখেছেন: [3]

“微软的“黑屏计划”很糟糕”

মাইক্রোসফটের ব্লাক-আউট পরিকল্পনা প্রচন্ড বিরক্তিকর!

中国成为微软盗版操作系统天堂(多数个人用户使用盗版已是公认的事实),与伊始微软为迅速打开并占据中国市场,对盗版睁一只眼,闭一只眼的默认是有极大关 系,如今成了绝对霸主,再杀个回马枪,怎么看都像过河拆桥之举;另一方面,微软令人诟病的高定价策略,十来年前,其操作系统的定价甚至超过了在欧美国家的 价格,几乎相当于一般中国人大半年的工资,如此策略,叫网民买“正版”有可能嘛?

চীন পাইরেট উইন্ডোজের স্বর্গরাজ্য হলেও মাইক্রোসফটের সাথে গভীরভাবে সংযুক্তও বটে। শুরুতে চীনা বাজার দখলের উদ্যোগ নিয়ে তারা পাইরেসীর অবস্থানকে প্রশ্রয় দিয়েছে। এখন মার্কেটে আধিপত্য তৈরী হয়ে গেলে মাইক্রোসফট সিদ্ধান্ত নেয় পাইরেসী উগড়ে ফেলার। যে সিঁড়ি বেয়ে উন্নতির শিখরে আরোহন করেছে সেটাকে লাথি মেরে প্রভুত্ব কায়েম করতে চায়। ইতোমধ্যে অস্বাভাবিক চড়া দামে উইন্ডোজ বিক্রি শুরু হয়েছে, একজন মানুষের এক বৎসরের আয়ের সমান এক একটা কপির দাম। এমন মূল্য নীতি নিয়ে নেটনাগরিকদের জেনুইন উইন্ডোজ কিনতে আহবান করা কিভাবে সম্ভব?

তিনি আরো কিছু বিষয় তুলে ধরেছেন:

而微软现在依然实施的高价策略,以及其绝对垄断的市场地位,使得网民使用盗版的举动有了“对抗霸权”的含义。对于分散在互联网各处的终端用户而言,微软是绝无可能发挥其集团“兵力优势”的

পাইরেটেড সফটওয়ার ব্যবহার অবৈধ প্রভুত্বের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হিসাবে পরিগণিত হতে পারে। একচ্ছত্র বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে মাইক্রোসফট উচ্চ মূল্য নীতিতে অটল রয়েছে। চীনে মাইক্রোসফট সর্বত্র বিস্তৃত, অসংখ্য ভোক্তাকে তারা এভাবে পদদলিত করতে পারে না।

লিয়াঙ ডিঙ এর নিবন্ধের প্রত্যুত্তরে [4] আমূল পরিবর্তনের কথাও উচ্চারিত হয়েছে:

同意以上观点!微软还是不要惹火烧身为好!就算比尔给世界上的贫困阶层做一点儿微 不足道的社会公益事业吧!你们赚那么多钱干什么用?老百姓不用新技术,你们的新技术如何推陈出新?知识共享的时代快要到来了,你们还是多做一点贡献,这样 更有利于世界大同!狡猾的没有德行的美国人一边用枪炮公开侵略掠夺世界一边幕后黑箱操作、买空卖空、坑梦拐骗,还用实物贸易赚了中国人两万亿美元的产品, 给我们的却是日日贬值的一堆废纸!何其无耻!

আমি সম্পূর্ণরূপে আপনার সাথে একমত! মাইক্রোফটের উচিত হবে না তাদের নিজেদের এমন সমস্যাগ্রস্ত করে তোলা! বিল গেটস – আপনি বিশ্বের গরীব মানুষদের জন্য ভাল কিছু কাজ করুন! এত টাকা আয় করার কি দরকার আপনার? ….জ্ঞান বিনিময়ের যুগ সমাগত। সুন্দর একটা বিশ্ব গড়তে আপনার ভূমিকা রাখা উচিত! ধূর্ত আমেরিকানরা একদিকে অস্ত্রবাজী করে বিশ্ব দখলে নিয়েছে আবার অন্যদিকে ফটকাবাজি, প্রতারণা এবং আন্তর্জাতিক বাণিজ্যের নামে বিশ্বে ডাকাতি চালাচ্ছে। চীন থেকে আমেরিকা আয় করে দুই ট্রিলিয়ন পন্য কিন্তু ফিরিয়ে দেয় নিত্যদিন ক্রমহ্রাসমান মূল্যের কাগজে যার মূল্য বাজে কাগজের সমান হয়ে গেছে। লজ্জ্বা তোমাদের জন্য!

কেউ কেউ মনে করেন ক্রোধের উত্তাল তরঙ্গ ছাপিয়ে শেষমেষ মাইক্রোসফটই জয়ী হবে। তাদের হাত থেকে বাঁচার কোন উপায় আছে?

প্লেইং উইথ আইটি [4] একটা অনলাইন কুইজ শুরু করেছে মাইক্রোসফটকে যেমন দেখতে চায় মানুষ তা জানতে চেয়ে:

1. 默许盗版,让所有收入不高的人,都可以接触最新的科技
2. 默许盗版,可以达到永远压制国内软件产业和开源产业发展的目的
3. Windows永久免费,将中国区作为一个特别区,试验新的商业模式
4. 停止开发中文版产品,永远放弃中国市场
5. 严打盗版,恢复软件产业的良性发展,同时也为竞争产品留出市场
结果是,第三条“Windows永久免费,将中国区作为一个特别区,试验新的商业模式”得到了压倒性的支持。

১. পাইরেসীকে ছাড় দেয়া – যেন নিম্ন আয়ের সব মানুষেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে।
২. পাইরেসীকে ছাড় দেয়া – চীনের স্থানীয় সফটওয়ার ইন্ডাস্ট্রিকে সারাজীবন চাপে রাখতে।
৩. চিরজীবনের জন্য ফ্রি উইন্ডোজ – তবে চীনকে একটা বিশেষ অঞ্চল বিবেচনায় নতুন ব্যবসায়িক ধারণা তৈরি করা।
৪. চীনা পন্য বানানো বন্ধ করা, চীনকে বাদ দিন।
৫. পাইরেসী পরিহার – সফটওয়ার শিল্পে স্বাভাবিক উন্নয়ন ফিরিয়ে আনা এবং প্রতিদ্বন্দ্বীদের জায়গা ছেড়ে দেয়া

ফলাফল পর্যালোচনা করে দেখা যায় চারনম্বরের পয়েন্টকে সবচেয়ে বেশী মানুষ সমর্থন দিয়েছে।

কিন্তু মনে হচ্ছে না মাইক্রোসফট এই উপদেশ শুনতে যাচ্ছে। একটা কঠিন লড়াই শুরু হবে। মাইক্রোসফট বনাম লাখো লাখো পাইরেসী ইউজার, আন্তর্জাতিক সহযোগিতা বনাম উন্নয়নশীল রাষ্ট্র, কে শেষ পর্যন্ত জয়ী হবে?