- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সোমালিয়া: পাইরেসিকে সম্মান জানানোর কিছু নেই

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., সাব সাহারান আফ্রিকা, ইউক্রেইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স. আরব আমিরাত, সোমালিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, ভ্রমণ, যুদ্ধ এবং সংঘর্ষ

পাইরেসি বলতে প্রচার মাধ্যমের স্বত্ব লঙ্ঘন করে নকল করা অথবা দীর্ঘ-অতিবাহিত জীবন পদ্ধতি নিয়ে টক লাইক এ পাইরেট ডে [1] তে উদযাপনের মত কোন বিষয় বিবেচনা করার প্রবণতা কারো কারো থাকতে পারে। বস্তুত কিছু দেশে পাইরেসি বা জলদস্যুগিরি এবং সমুদ্র প্রতিরক্ষা এখন একটা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক প্রসঙ্গ। আজকের ভিডিওতে দেখবেন বিশ্ব খাদ্য কর্মসূচী [2] তাদের মালবাহী জাহাজগুলো পাহারা দিতে দেহরক্ষী ভাড়া করার দৃশ্য; যেহেতু এখন সেগুলো খাদ্য পৌঁছে দিতে সোমালিয়ার দিকে রওনা হয়েছে। কোরিয়া ও আরব আমিরাতের ভিডিও ব্লগাররা সাম্প্রতিক কালে বিশ্বের কয়েকটা জলদস্যুতার ঘটনা তুলে ধরেছেন।

রকেটবুম [3] ওয়েবসাইটের মাঠ প্রতিবেদক রুড ইলমেডর্প বিশ্ব খাদ্য কর্মসূচীর জাহাজে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছেন এবং আমাদের দেখিয়েছেন এই জাহাজগুলো নিরাপদে বন্দরে নিয়ে যাবার জন্য কেমন ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার:

ইউটিউবে আরব আমীরাতের ভিডিওব্লগার ম্যানকাইন্ডফরএভার [4] একটা অস্ত্র বোঝাই ইউক্রেইনের জাহাজের কথা বলেছেন যা কেনিয়া যাবার পথে সোমালী জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়েছে:

দক্ষিণ কোরিয়ার ভিডিওব্লগার ডানিসমাইআঙ্কেল [5] জানিয়েছেন সাম্প্রতিক একটা ছিনতাইয়ের ঘটনা, সোমালিয়ার পাইরেটরা একটা থাই জাহাজে আক্রমণ চালিয়ে মুক্তিপণের টাকা আদায় করে বন্দীদের মুক্তি দেয়। তারপরে নির্বিঘ্নে আরো অপরাধ সংঘটনের জন্য যাত্রা শুরু করে।