সোমালিয়া: পাইরেসিকে সম্মান জানানোর কিছু নেই

পাইরেসি বলতে প্রচার মাধ্যমের স্বত্ব লঙ্ঘন করে নকল করা অথবা দীর্ঘ-অতিবাহিত জীবন পদ্ধতি নিয়ে টক লাইক এ পাইরেট ডে তে উদযাপনের মত কোন বিষয় বিবেচনা করার প্রবণতা কারো কারো থাকতে পারে। বস্তুত কিছু দেশে পাইরেসি বা জলদস্যুগিরি এবং সমুদ্র প্রতিরক্ষা এখন একটা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক প্রসঙ্গ। আজকের ভিডিওতে দেখবেন বিশ্ব খাদ্য কর্মসূচী তাদের মালবাহী জাহাজগুলো পাহারা দিতে দেহরক্ষী ভাড়া করার দৃশ্য; যেহেতু এখন সেগুলো খাদ্য পৌঁছে দিতে সোমালিয়ার দিকে রওনা হয়েছে। কোরিয়া ও আরব আমিরাতের ভিডিও ব্লগাররা সাম্প্রতিক কালে বিশ্বের কয়েকটা জলদস্যুতার ঘটনা তুলে ধরেছেন।

রকেটবুম ওয়েবসাইটের মাঠ প্রতিবেদক রুড ইলমেডর্প বিশ্ব খাদ্য কর্মসূচীর জাহাজে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছেন এবং আমাদের দেখিয়েছেন এই জাহাজগুলো নিরাপদে বন্দরে নিয়ে যাবার জন্য কেমন ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার:

ইউটিউবে আরব আমীরাতের ভিডিওব্লগার ম্যানকাইন্ডফরএভার একটা অস্ত্র বোঝাই ইউক্রেইনের জাহাজের কথা বলেছেন যা কেনিয়া যাবার পথে সোমালী জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়েছে:

দক্ষিণ কোরিয়ার ভিডিওব্লগার ডানিসমাইআঙ্কেল জানিয়েছেন সাম্প্রতিক একটা ছিনতাইয়ের ঘটনা, সোমালিয়ার পাইরেটরা একটা থাই জাহাজে আক্রমণ চালিয়ে মুক্তিপণের টাকা আদায় করে বন্দীদের মুক্তি দেয়। তারপরে নির্বিঘ্নে আরো অপরাধ সংঘটনের জন্য যাত্রা শুরু করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .