ডোমিনিকান রিপাবলিক: ডোমিনিকান ফ্যাশন'০৮ প্রতিবেদন

সম্পাদকের বক্তব্য: ডোমিনিকার ব্লগ ডুয়ার্ট ১০০১ [স্প্যানিশ ভাষায়] এ প্রকাশিত জোয়ান গুয়েরিরোর একটি ব্লগ নিবন্ধের অনুবাদ এবং অনুমতি সাপেক্ষে পুন:প্রকাশ করা হলো।

ডোমিনিকানা মোডা অথবা ডিএম০৮ (ডোমিনিকান ফ্যাশন) ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে অনেকেই অংশ নিতে এবং/অথবা অনুষ্ঠানটি সম্বন্ধে খোঁজ খবর রাখছে বিকল্প প্রচারমাধ্যমে। আমরা কিছুটা অনুসন্ধান চালিয়েছি এবং উপস্থাপন করেছি তিনটি মৌলিক ব্লগ যেখানে নিবন্ধের পর নিবন্ধ, ফটোগ্রাফের পর ফটোগ্রাফ এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবকিছু প্রকাশিত হচ্ছে।

ফিনিস্ক দিয়াজ এর তোলা ছবি এবং ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত।

ওক্সিটোসেনা ভিজুয়াল [স্প্যানিশ ভাষায়]:

এনাবেলে পেরেজ একজন ফটোগ্রাফার এবং ভীষন ফ্যশন-মনস্ক। তার হাতের লেন্সে সে তুলে ধরেছে বিবিধ খুঁটিনাটি যা গতানুগতিক মিডিয়ার চোখে পড়ে না। ছবিগুলো দেখেন এবং আমরা মনে করি এগুলো অত্যন্ত উঁচু মানের।

ডায়ানা এন্ড দি সিটি [স্প্যানিশ ভাষায়]:

ডায়ানা সুরিয়েল তার ব্লগে কেবল ব্যক্তিগত ঘটনা লিখে থাকেন, কিন্তু এইবার তার ক্যালেন্ডার ডোমিনিকানা মোডা সংশ্লিষ্ট অনুষ্ঠানে পরিপূর্ণ। যদি আপনি একটা নির্দিষ্ট রানওয়ে শো দেখতে চান লিস্টটা চেক করে দেখতে পারেন। এখানে কার্লোস ডি ময়ার পোশাক সংগ্রহ নিয়ে তিনি তার মতামত লিখেছেন:

Carlos de Moya es un excelente ser humano, y esto se refleja en sus creaciones. Lo de ayewr fue el “acabose”, Anda Miranda, después de haber caminado por todo el mundo, por fin aterrizó…Y de que manera. La colección estuvo f-a-b-u-l-o-s-a, el volumen y el trabajo artesanal merecen un 10. El estilismo estuvo acorde, en una colección que es puro otoño. La música de Vadir Gónzalez, le puso sazón: Anda Miranda, no mire pa’ lo’ lao’ (decía)y yo, querí pararme a bailar. Cabe destacar que Carlitos cumplió años antes de ayer, la sorpresa final fue su pastel de cumpleaños.

কার্লোস ডি ময়া একজন চমৎকার মানুষ যা তার সৃষ্টিতেও উদ্ভাসিত হয়। এ্যান্ডা মিরান্ডাকে সাথে নিয়ে তিনি গতকাল নিজেই নিজেকে ছাড়িয়ে গিয়েছেন, সমস্ত বিশ্ব পরিভ্রমণের পরে, অবশেষে তিনি অবতরণ করলেন… এবং কিভাবে। তার সৃষ্টি এক কথায় ছিল চ-ম-ৎ-কা-র, এর ব্যপ্তি এবং শৈল্পিক বুনন নি:সন্দেহে দশে দশ পাবার যোগ্য। একদম শরৎ উপযোগী স্টাইলের সাথে একমত হওয়া যায় নিমিষেই। এর সাথে যোগ হয়েছিল ভাদির গনজালেজের সংগীত মূর্ছণা: এ্যান্ডা মিরান্ডা, কেবল পাশে তাকিয়ো না (আমি বলেছিলাম) এবং এমনকি তার সাথে দাঁড়িয়ে নাচতেও চাইছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগের দিন ছিল কার্লিটোসের জন্মদিন এবং সর্বেশেষ চমক হিসাবে তার জন্য এলো জন্মদিনের কেক।

লা ভিডা এন ডোমিনিকানা মোডা [স্প্যানিশ ভাষায়]:

লিসটিন ডিয়ারিও পত্রিকা তার সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে একটা বিশেষ ব্লগ তৈরী করে ফেলেছে ডিএম০৮ এর বিস্তারিত বিবরণী সরবরাহের জন্য। আমাদের এবং আমরা আশাবাদী যে পাঠকেরও অনেক বেশী প্রত্যাশা প্রচারমাধ্যমে মৌলিক প্রতিবেদন প্রকাশ করা। এখানে লাইভব্লগিং ও সংযুক্ত হয়েছে।

Hubo un considerable retraso de mas de una hora y luego media hora de retraso entre desfile y desfile, algo que -se argumento- fue debido al cambio de ropa de 10 modelos que estuvieron en el desfile del creador local. Durante las proximas horas estaremos subiendo las fotos y los comentarios de los desfiles de hoy. Mientras tanto, las actividades aqui continuan hasta el cierre definitivo. Ahora mismo esta llevandose a cabo la cena de gala y luego el “Fashion Jam” en el area de la piscina.

এক ঘন্টার বেশ ভাল রকমের একটা অপেক্ষার প্রহর এবং পরে একটি পর্ব থেকে আরেকটি পর্বের মাঝে আধঘন্টার বিরতি, এ নিয়ে হয়তো কথা উঠতে পারে – কিন্তু তা একজন স্থানীয় ডিজাইনারের পর্বে মডেলদের পরিচ্ছেদ পরিবর্তনের জন্য লেগেছে। সামনের কয়েক ঘন্টা ধরে আমারা আজকের পর্বের ছবি ও মন্তব্য উপস্থাপন করবো। তবে অনুষ্ঠানাদি শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলতে থাকবে। এখন একটা গালা ডিনার চলছে এবং শেষে পুলের পাশে ফ্যাশন জ্যাম অনুষ্ঠিত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .