- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানঃ ব্লগ এ্যাকশন ডে'তে দারিদ্র প্রসঙ্গে ব্লগারদের কথা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, ব্যবসা ও অর্থনীতি, মানবতামূলক কার্যক্রম

১৫ই অক্টোবর এই গ্রহের চারটি প্রান্তের আরো অনেক ব্লগারের [1] মত ইরানী ব্লগাররাও দরিদ্রতা বিষয়ে কথা বলার জন্য ব্লগ এ্যাকশন ডে'তে অংশ নিয়েছিল।

ড্রিম লিখেছেন [2] সেই সমস্ত স্বল্প আয়ের পরিবারের কথা যারা কেবল প্রাচুর্যের দিকে তাকিয়ে থাকে। ব্লগার লিখেছেন:

আমার চারপাশের সেই সমস্ত মানুষদের জন্য করুণা হয় যাদের স্বপ্ন ছিল কিন্তু এখন তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং বেঁচে থাকার রসদ যোগাতে হিমশিম খাচ্ছে … ওহ ইশ্বর, কেন এত বেশী অবিচার এই বিশ্বে?

ফ্রিকিবোর্ড লিখেছেন [3] [ফরাশীতে]:

বিশ্বের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ দারিদ্রের মধ্যে বসবাস করে এবং আমি বা আপনার চেয়ে কম উপার্জন করে। হতে পারে বেতন হিসাবে তাদের কিছুই নাই। তারা ক্ষুধার্ত, তাদের শিশুরা স্কুলে যেতে পারে না এবং যদি তাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে পারে না। এইলোকজন এজন্য দরিদ্র নয় যে আমার চেয়ে তাদের কম বুদ্ধি অথবা অলস। তারা স্রেফ দরিদ্র এজন্য যে তাদের কোন চাকুরী নাই। এ বিষয়ে কথা বলার জন্য পান্ডিত্য আমার নেই কিন্তু আমি জানি কোন মানুষকে তার প্রাপ্য থেকে বঞ্চিত এবং দারিদ্রের মধ্যে রাখা ঠিক নয়।

কাঝায পারেহ (অর্থ ছেঁড়া কাগজ) লিখেছেন [4] [ফরাশীতে] ইরানী ব্লগাররা তাদের দেশের দারিদ্র দেখাবার জন্য নিয়মিত ছবি প্রকাশ করে থাকে – এবং যখন তারা এ বিষয়ে লেখে, একটা বিষয় খুব কমই আলোচিত হয়, কেন ইরানের মত একটা ধনী দেশে এমন দারিদ্র বিরাজ করে। এটা এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি রয়েছে যেমন তেল, গ্যাস; তারপরেও তারা হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে।

এই ব্লগার আরো লিখেছেন:

সম্ভবত অব্যবস্থাপনা দারিদ্রের জন্য প্রধান কারণ অথবা হয়তো অন্য কোন কারণ আছে কিন্তু লোকজন [কর্তৃপক্ষ] যাদের দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করার কথা তারা কেবল প্রাক্তন সরকারকে দোষারোপ করে থাকে।