আরবদেশ: মিকি মাউসকে মরতে হবে নাকি?

মিকি মাউসএকজন সৌদি ধর্মযাজক এক টেলিভিশনের স্বাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে মিকি মাউসকে মরতে হবে। হয়তোবা তিনি এভাবে বলেন নি। তা সত্ত্বেও এই স্বাক্ষাৎকার বিশ্বের বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে আর এটি সংবাদপত্রের শিরোণাম হয়েছে পৃথিবীব্যাপী। আর ব্লগাররা এই ব্যপারটা নিয়ে বিতর্কের মুখোমুখি হয়েছে। এই ধর্মযাজক কি আক্ষরিক অর্থে বলতে চেয়েছেন যে মিকি মাউসকে মরতে হবে নাকি এটা আর একটা উপায় যে কোন আরব বা মুসলমানের বক্তব্যের ভুল ব্যাখা করে মজা নেয়ার?

এখানে ভিডিওটা রয়েছে:

আর এখানে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়ার একটা প্যারোডি:

প্রথম ভিডিও সম্পর্কে ফিলিস্তিনি পন্ডিত মন্তব্য করেছেন:

ডিজনির জনপ্রিয় কার্টুন ইদুরকে নিন্দা করেছেন একজন সৌদি ধর্মযাজক। এই বড় কানওয়ালা ছোট পশু তার কি ক্ষতি করেছে?

মরক্কোর ব্লগার মিরতাসের বাকরোধ হয়ে গেছে এবং তিনি এটুকু বলেছেন:

শ্বাসরোধ হয়ে যাচ্ছে!

বিশ্বাসের বাইরের বোকামি!

আর পশ্চিমা মিডিয়ার চিৎকার সম্পর্কে, সুলতান আল জুমেরি সৌদি আরব থেকে লিখেছেন:

ليس هناك من جديد في سخرية الإعلام الغربي _والأمريكي بصفة خاصة_ بالتعاليم الإسلامية الصريحة وثقافتنا بشكل عام، فهناك عشرات البرامج والكتابات والأفلام التي تثبت ذلك موجودة متوفرة في كل مكان منذ وقت طويل..! تأريخهم في ” التشويه” ليس حديث اليوم ولا الأمس .. وإنما حديث الماضي البعيد ..!

পশ্চিমা মিডিয়ার ব্যাপারে নতুন কিছুই নেই, আর বিশেষ করে আমেরিকান মিডিয়ার, তারা আমাদের ইসলামী মতবাদকে উপহাস করে আর সাধারণভাবে আমাদের সংস্কৃতিকে। শত শত প্রোগ্রাম, বই আর চলচিত্র আছে যা এটা প্রমান করে! এগুলো দীর্ঘদিন ধরে সব জায়গায় পাওয়া যায়! কালিমা লেপনের তাদের ইতিহাস নতুন কিছু না… বরং বেশ পুরোন।

ما المشكلة حين يتحدث الشيخ المنجد عن الفأر ويذكر الآحاديث الصحيحة فيه وفي قتله لتكون محل سخرية عند الآخر! مالمشكلة حين نعتبرها مجرد ثقافة ! . الإستهتار بثقافة الآخر في قوانينهم سوء أدب يحتاج الى معاقبه ..! هذا كله ينطبق على جميع الثقافات إلا نحن .. ! لأننا الجانب الأضعف في كل معادلات العالم ..!

সমস্যা কি যদি শেখ আল মেঞ্জেদ ইঁদুর নিয়ে কথা বলে আর হাদিসের (রাসুলের বাণী) কথা উল্লেখ করে যেখানে তাদেরকে মারার কথা বলা হয়েছে আর কেন এটাকে কেউ পরিহাস করবে? তথ্য প্রকাশে অসুবিধা কোথায়? অন্য কারো সংস্কৃতি নিয়ে মজা করাকে খারাপ শিক্ষা হিসাবে ধরা হয় আর তাদের আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত… কিন্তু এইসব আইন অন্য সব সংস্কৃতির জন্য প্রযোজ্য আমাদেরটা ছাড়া… কারন পৃথিবীর সব হিসাবে আমরা সব থেকে দুর্বল!

لماذا يجب أن نتغير نحن بناء على طلب العم ” سام” .. !

আঙ্কেল স্যামের অনুরোধে আমরা কেন পাল্টাবো?

জর্ডানের মোহাম্মাদ বাদী এই ব্যাপারে অন্য চিন্তা করে লিখেছেন:

الآن جميع قضايا ومشاكل المسلمين تم حلها و الحمد لله ولم يبقى لنا الا ان نطارد الفئران والزواحف:an:…ويبدو انو سبايدر مان وباتمان وتوم وكمان جيري “بلاش الشيخ يزعل” مطلوب القبض عليهم….

ইশ্বরের আশির্বাদে যেহেতু মুসলমানরা যা যা অসুবিধার মধ্যে ছিল সব কিছুর সমাধান হয়ে গেছে, এখান আমাদের বাকি আছে ইঁদুরকে তাড়া করা। মনে হয় স্পাইডারম্যান আর ব্যাটম্যান আর টম (জেরিকেও) গ্রেপ্তার করা উচিত।

দ্যা ব্লাক আইরিস জর্ডান থেকে লিখেছেন:

আমার মনে হয় লক্ষ্য করা উচিত যে শেষের দিকের কয়েক সেকেন্ডের দ্বিধা ইঙ্গিত করে যে সে জানে যে মিকি একটা কার্টুন আর তাই তাকে হত্যাটা কিছুটা ব্যাঙ্গাত্মক। কারন আসলেই, আপনি কি করে একটা কার্টুনকে হত্যা করতে পারেন? আঁকা বন্ধ করে?

কিন্তু পশ্চিমা মিডিয়ার দারুন একটা দিন গেছে (সপ্তাহ) এই খবর দিয়ে…

মিশরীয় আমর ঘারবিয়া ভিডিওএর উপর তার মন্তব্যের একটা মজাদার ফুটনোট দিয়েছেন, এই বলে:

الفيديوهات المترجمة كلها من ممري، و هي من خبرتي أفضل من يضع الأخبار عن العرب و المسلمين خارج السياق.

সমস্ত ভাষান্তরিত ভিডিও মেমরি থেকে আর আমার অভিজ্ঞতায় তারা আরব আর মুসলিমদের ব্যাপারে ভুল খবর দেয়াতে সব থেকে ভালো।

গ্লোবাল ভয়েসেস অনলাইনের মরোক্কোর লেখক জিলিয়ান ইয়র্ক এই ব্যাপারে তার মতামত এখানে দিয়েছেন। তিনি বলেছেন:

কোন একজন সৌদি ধর্মযাজক ইঁদুর সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দিচ্ছে, আসলে তাদেরকে বাড়ীতে মারা যাবে কিনা। এটা একটা সঙ্গত ধর্মীয় প্রশ্ন যে কেউ ভাবতে পারে (পেটা সহ) কিন্তু ধর্মযাজক একটু বেশী বলে ফেলেছেন যে টম এন্ড জেরির উপস্থিতি বাচ্চাদেরকে ইঁদুরের ব্যাপারে সদয় করেছে।

ভিডিও দেখার পর তিনি ব্যাখ্যা করেছেন:

আমার কাছে এটা বেশ পরিষ্কার যে “ইসলামী শারিয়া অনুসারে, মিকি মাউসকে হত্যা করা উচিত” এটা মজা করে বলার সময় তার মুখে নির্বোধের মত হাসি ছিল। আর তা সত্তেও আমেরিকার মিডিয়া এই ভিডিও খুঁজে পেয়েছে (যা মেমরি তুলে ধরেছে) আর দোজখের দার খুলে গেছে।

আর মিডিয়ার চিৎকারের সম্পর্কে তিনি মন্তব্য করেছেন:

হঠাৎ করে ধর্মযাজকের কথাকে পেঁচিয়ে বলা হয়েছে যে মিকিকে মারা যেতে হবে, যে মিকির উপর একটা ফতোয়া আছে, যে টম এন্ড জেরি খারাপ। সে এটা একেবারেই বলেনি। সে যা বলেছে তা হল, ইসলাম অনুসারে, ইঁদুর নোংরা আর বাড়িতে পাওয়া গেলে এদেকে মেরে ফেলা উচিত। সে মিকির উল্লেখ করেছে বোঝাতে যে বাচ্চারা কিভাবে ইঁদুর সম্পর্কে উদাসীন হয়ে গেছে যেহেতু তারা তাদেরকে নোংরা ইঁদুর হিসেবে না দেখে সুন্দর কার্টুন হিসেবে দেখছে।

আমাকে ক্ষমা কর শেয়াল আর সঙ্গীরা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .