- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ম্যাসেডোনিয়াঃ সফটওয়ার স্বাধীনতা দিবস

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, ম্যাসেডোনিয়া, আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রযুক্তি, যুবা, শিল্প ও সংস্কৃতি

বৈশ্বিক সফটওয়ার স্বাধীনতা দিবসের [1] অংশ হিসাবে মুক্ত সফটওয়ার ম্যাসেডোনিয়া [2] তৃতীয়বারের মত স্কপিয়ের [3] কেন্দ্রে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। তারা ৪ঠা অক্টোবর আয়োজিত অনুষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তুতকৃত উবুন্টু লিন্যাক্সের লিফলেট ও ডিস্ক বিতরণ করেছে। যার মধ্যে অন্যান্য অপরেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী মুক্ত সফটওয়ার প্রোগ্রাম ও সুইডিস পাইরেসি সংস্কৃতির উপরে নির্মিত একটা চলচ্চিত্র “স্টিল দিস ফিল্ম” [4]ও ছিল।


সফটওয়ার মুক্ত দিবসের প্রচারপত্র

স্কয়ারে অনুষ্ঠান শুরু হলে দিবসটির তাৎপর্যে অনুপ্রাণিত হয়ে একদল শিল্পী একে উৎসর্গ করে যৌথভাবে একটি ছবি আঁকে। ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া ব্লগের একজন সদস্য লেখেন [5] (ম্যাসেডোনিয়ানে):

ক্যানভাসটি স্কয়ারের মানুষদের মনোযোগ আকর্ষণ করে যদিও সে সময়ে আরো অনেক অনুষ্ঠান চলছিলো। তাৎক্ষণিকভাবে শিল্পীরা আঁকতে শুরু করে এবং ক্যানাভাসে অনতিবিলম্বে ভেসে ওঠে “ফ্রি সফটওয়ার” লেখা।


সফটওয়ার স্বাধীনতা দিবসের জন্য অঙ্কিত ক্যানভাস

মানুষের সাড়া এবং অনুষ্ঠান দেখে তারা পরিতৃপ্ত ছিল (ম্যাসেডোনিয়ান ভাষায়):

আমরা অনেক মানুষকে তথ্য সরবরাহ করেছি এবং অনেকেই থেমে দাড়িয়েছে এবং প্রশ্ন করেছে। কিছু মানুষের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তবে অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ে বেশীরভাগের সরল আগ্রহ দেখা গেছে।

প্রত্যাশার চেয়েও অনুষ্ঠানটি ভাল হয়েছে। যারা ফ্রি সফটওয়ার সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছে সম্ভবত তারা আবার আসবে “জ্ঞান বিনিময়” অথবা “চলচ্চিত্র বিনিময়” কার্যক্রমে অংশ নিতে। তখন আমরা তাদের সাথে আরো গাঢ় যোগাযোগ স্থাপন করতে সমর্থ হবো।

ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া প্রতি সপ্তাহে অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেমন: “জ্ঞান বিনিময়”, যেখানে তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় কর থাকে। ফ্রি সফটওয়ারে আগ্রহী মানুষদের সাথে আলোচনা করে। মজার উপস্থাপনা, উন্মুক্ত বিষয়ের চলচ্চিত্র [6]এবং ইউটিউবের প্লেলিস্ট সম্বলিত চলচ্চিত্র বিনিময় করে। এইসমস্ত আয়োজনে যেকোন মানুষ অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হয় এবং তারা কোন খরচ ছাড়াই অংশ নিতে পারে।

আলোকচিত্রের জন্যে কৃতজ্ঞতা: ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া [7], যা ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের [8] আওতায় ব্যবহৃত।