আমেরিকা: ব্লগ কার্যকরণ দিবসে ব্লগারদের অংশগ্রহণ – পর্ব ১

১৫ই অক্টোবরকে ব্লগ কার্যকরণ দিবস (ব্লগ অ্যাকশন ডে) এর বাৎসরিক উদযাপন এর জন্য নির্ধারণ করা হয়েছে। ঐ দিন বিশ্বের সকল প্রান্তের ব্লগাররা কোন একটি বিশেষ বিষয়ের উপর ব্লগ পোষ্ট প্রকাশ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। এই বছরের জন্য নির্ধারিত বিষয় হলো দারিদ্র্য। এই প্রচারাভিযানের আশা “নিত্যদিনের আলোচনায় পরিবর্তন আনা, সচেতনতা বৃদ্ধি করা, বৈশ্বিক আলোচনা শুরু করা এবং একটি গুরুত্বপূর্ণ কার্যে গতি আনয়ন করা।”

এই প্রচারাভিযানে অংশ নেয়া ল্যাটিন আমেরিকার ব্লগারদের এখানে প্রথম পর্বে তুলে ধরা হয়েছে:

প্যারাগুয়ে:

অসভাল অবাক হচ্ছে কেন তার দেশকে বিশ্বের গরীবদেশগুলোর মধ্যে একটি হিসেবে দৃঢ়তার সাথে র‌্যাঙ্ক করা হচ্ছে ভেবে ।

প্যারাগুয়ে সম্পদ এবং সম্ভাবনায় পূর্ণ একটি দেশ। আমাদের তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যার মধ্যে ইটাইপু বিশ্বের মধ্যে বৃহত্তম। আমাদের আছে কৃষির জন্য অনেক অনেক জমি যা বেশ উপযোগী এবং উর্বর, সর্বত্র প্রচুর পানি, আছে সিমেন্ট এবং স্টীল কারখানা। সে কারনে …. কেন আমরা ল্যাটিন আমেরিকার দরিদ্র দেশের একটি হিসেবে বিবেচিত হই? আমি সত্যিই জানিনা। [..]

আসন্ন বছরে আমরা নতুন সরকারের সহায়তায় এই সবের মাঝে দেখতে চাই পরিবর্তন। আমাদের কেবল প্রয়োজন ভাল মানুষ, ভাল প্রশাসক, মানুষ যারা কেবল নিজেদের পকেটের কথা নয় বরং প্রকৃতপক্ষে পুরো দেশের লাভের কথা ভাবে। আমাদের তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র থাকতে কেনো আমরা গ্যাসের চুলা ব্যবহার করি!!

কলম্বিয়া:

সানডেল ডায়নাক্যাটস সহ অন্যান্য কলম্বিয়ার ব্লগারদের লিংক দিয়েছে যারা ব্লগ কার্যকরণ দিবসে অংশ গ্রহন করছে। সে (ডায়না ক্যাটস) লিখেছে অনেকেই পার্থিব জিনিস নিয়ে বেশীমাত্রায় বিমোহিত এবং সে কারনে আমাদের উচিৎ যা আমাদের প্রয়োজন নেই তা অন্যদের সাথে ভাগাভাগি করে নেয়ার। মিডিয়া ম্যাটিরিয়ালের জুলিয়ানা রিংকন একটি ইমেইল আদান প্রদান করেন ম্যাডেলিন এর সিটিজেন মিডিয়া প্রকল্প হিপারবারিও এর সদস্য আন্দ্রেয়ার সাথে, যে চোকো এর শিশুদের জন্য পুতুল সংগ্রহ প্রচারকার্য পুনরায় সংগঠিত করছে

মেক্সিকো:

জর্জ ল্যানডা মনে করেন ব্লগ কার্যকরণ দিবস নীতি নির্ধারকদের জন্য নয় বরং আত্ম প্রতিফলনের জন্য

Hoy no pensé jamás en acabar con la pobreza del mundo, esperar ese cambio de la realidad resultaría ingenuo cuando menos, pero espero que continuemos cambiando la forma en que nos acercamos a esta realidad.

আজ আমি কখনই বিশ্বের দারিদ্রতার নিরসনের চিন্তা করিনা, এই পরিবর্তন চাওয়া বাস্তবিকভাবে খুবই সরল চিন্তা, কিন্তু আমি আশা করি আমরা সেই পরিবর্তণের লক্ষ্যে কাজ রাখব যা সেই বাস্তবতার কাছাকাছি অবস্থান করে।

পেরু:

ব্লগ কার্যকরন দিবসের জন্য, মেনস কানাস মনে করেন দারিদ্রতা নিয়ে কথা বলা কঠিন, এইজন্য নয় যে এটির অস্তিত্ব নেই, বরং কোথা হতে শুরু করতে হবে তা জানা নেইএল উতেরো দা মারতিও জানেন কোথা হতে শুরু করতে হবে এবং মনে করেন কেউ সর্বদা উপস্থিত দূর্ণীতি নামক সমস্যার সাথে এর যোগসূত্র না ঘটিয়ে দারিদ্র নিয়ে কথা বলতে পারেনা ।

এল সালভাদর:

স্যামুয়েল ব্রান তার দেশের দারিদ্রতার চিত্র ফুটিয়ে তোলেন:

La pobreza el nuestro país El Salvador es una realidad que vemos día tras día, todos los días vemos cuadros tan difíciles, tan dolorosos y muchas veces como leí hace un tiempo en Andando a Pie no tengo reacciones a este a ellos, realmente cuando te pones a pensar detenidamente a meditar un poco, cuando de tu cabeza salen por un solo minuto la Disco, el vacil, el mascón e inviertes ese pequeño minuto en pensar que de aquellos que no tienen una casa, o del que esta buscando comida entre la basura… que hacemos por ellos son nuestros hermanos salvadoreños y aunque no podemos ir por la vida levantando a todos nuestros hermanos por lo menos ayudar a uno cada cierto tiempo nos ayudará a nosotros a mejorar algo de nuestro país.

আমাদের দেশ এল সালভেদরে দারিদ্র একটি বাস্তব সত্য যা আমরা দিনের পর দিন দেখে আসছি। প্রতিদিন আমরা অনেক কঠিন এবং বেদনাদায়ক দৃশ্য দেখি এবং অনেকবার করে যেমন আমি আন্দান্দো আ পাই ( একটি ব্লগ) এ পড়ি তবুও আমার কোন প্রতিক্রিয়া হয় না। যখন তুমি সত্যি ভাবতে শুরু করবে এবং গভীর ভাবে ভাবনায় ডুবে যাও খানিকক্ষণ এবং এক মিনিট সময় ব্যয় কর তাদের কথা ভাবতে যাদের কোন বাড়ী নাই অথবা যারা জঞ্জালে খাবার খোঁজে… আমরা তাদের জন্য কি করতে পারি যারা আমাদের সালভাদোরান ভাই এবং যদিও আমরা আমাদের সকল ভাইদের সাহায্য করতে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারব না, আমরা নিদেনপক্ষে একজনকে অল্প সময়ের জন্য সহায়তা তো করতে পারি, যা আমাদের দেশের উন্নয়নে সহায়তা করবে।

হন্ডুরাস:

সম্পূর্ণ বৈপরীত্য ঘটার দেশগুলোর মধ্যে, হুগো চিঁচিলা পুনরায় মনে করেন ম্যারালের ছোট্ট শহর দেখার কথা এবং ক্ষুধার্থ ও উদ্ভ্রান্ত মানুষের সম্মুখীন হবার কথা। একই সাথে, কত টাকা রাজনীতিবিদরা জাকজমকে ব্যায় করেন ভেবে তিনি অবাক হন এই জেনে যে সতীর্থ দেশবাসী নর নারী ভয়াবহ দুস্থ অবস্থায় আছে। পেনসিভ ব্লগের অ্যারন অরটিজ বিশ্ব ধনীদের তালিকা বিন্যাস করতে নির্দেশ করেছেন এবং লরি শিশুর ফর্মুলা দুধ ক্রয়ে একজন পিতার অক্ষমতার গল্প নিয়ে মন্তব্য করেছেন।

এই আর্টিকেলটির জন্যে বিভিন্ন লিংক প্রদানের জন্য জুলিয়ানা রিন্কন এর জন্য রইল বিশেষ ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .